নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

ইফতেখার ভূইয়া

গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

ইফতেখার ভূইয়া › বিস্তারিত পোস্টঃ

সামু বিড়ম্বনা

১৩ ই জানুয়ারি, ২০২০ রাত ১২:৫৭

ইদানীং সামুতে লগইন করলেই "অনলাইনে আছেন" সেকশনে প্রায়ই নিজের প্রোফাইল পিকটা সবার উপরে দেখতে পাই। জানা ছিলোনা যে বিয়টা সামুতে কে কতদিন ধরে আছেন তার উপর ভিত্তি করে তৈরী করা। কিছুদিন আগেই সেটা পরিষ্কার হয়েছে। খুব খোলা মন নিয়ে বলছি, ব্যাপারটা আমাকে ব্যক্তিগতভাবে বেশ অস্বস্তি দিচ্ছে। কেন দিচ্ছে জানিনা কিন্তু অস্বস্তি হচ্ছে। বিষয়টা এতটাই অস্বস্তি দিচ্ছে যে না লিখে আর পারা যাচ্ছিলোনা।

আমার ব্যক্তিগত অভিমত হলো, তালিকাটা কে কতক্ষণ ধরে লগড-ইন আছেন তার উপর নির্ভর করে বানানো উচিত ছিলো। তাতে করে সবাই বেশীক্ষণ ধরে সামুতে লগড-ইন থাকার প্রবণতা বেড়ে যেতো বলেই আমার বিশ্বাস। আর তাতে নতুন ব্লগার রাও উৎসাহিত হতেন আরো বেশী লিখালিখি করার বা সাইটে এনগেইজড থাকার। নতুনদেরকে সবার সামনে পরিচয় করিয়ে দেয়ারও একটা ভালো উপায় হতে পারতো। যাইহোক ব্যাপারটা আমার ব্যক্তিগত ভাবনা হলেও কর্তৃপক্ষের বা আপনাদের সবার মতামত জানতেও আমি আগ্রহী।

যারা কম বেশী প্রোগামিং জানেন তারাও বুঝবেন যে বিষয়টা আসলে বাস্তবায়ন করা বেশ সহজ। তাই সামুর প্রতি অনুরোধ থাকবে বিষয়টা ভেবে দেখার জন্য। ধন্যবাদ।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০২০ রাত ১:০১

আর্কিওপটেরিক্স বলেছেন: ভালোই বলেছেন :)

১৩ ই জানুয়ারি, ২০২০ রাত ১:০৭

ইফতেখার ভূইয়া বলেছেন: আমারও তাই-ই মনে হয়।

২| ১৩ ই জানুয়ারি, ২০২০ রাত ১:০৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আগে খেয়াল করি নাইতো !! ;)

১৩ ই জানুয়ারি, ২০২০ রাত ১:০৭

ইফতেখার ভূইয়া বলেছেন: এখনতো করলেন, তো আপনার ভাবনা টা কি?

৩| ১৩ ই জানুয়ারি, ২০২০ রাত ১:০৮

হাবিব ইমরান বলেছেন:

লিষ্ট নিয়ে আমার আপত্তি নেই, তবে আপনার মতামতের প্রতি শ্রদ্ধা জানাই।

আমার আপত্তি আছে কমেন্ট সেকশন নিয়ে। সেখানে রিপ্লাই বাটন এড করলে ভালো হতো। একটা কমেন্টে পাল্টাপাল্টি রিপ্লাইয়ের সুযোগ না থাকায় লেখক আর পাঠকের মধ্যে খোলামেলা আলোচনা বাধাগ্রস্ত হয়। অনেক সময় লেখক/পোস্টদাতা প্রত্যুত্তর করলেও সেই মতের বিপরীতে পাল্টা যুক্তি দেয়া যায় না, তাই নিজের মতামত অব্যক্ত থেকে যায়। একসময় ফেসবুকেও রিপ্লাই বাটন ছিলো না, কিন্তু সময়ের প্রয়োজনে তারাও রিপ্লাই বাটন এড করেছে।

আশা করছি ব্লগ কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনায় নিবেন।

১৩ ই জানুয়ারি, ২০২০ রাত ১:১৩

ইফতেখার ভূইয়া বলেছেন: আপনার মতামতকে সমর্থন জানাই। আশা করছি কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখবেন। ধন্যবাদ।

৪| ১৩ ই জানুয়ারি, ২০২০ রাত ১:৩৩

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: এত বছর ব্যাপারটা চোখে পড়ে নাই তো!
একদিক দিয়ে আপনার যুক্তি ঠিক আছে। নতুন পুরানো হিসেবে হলে যে নতুন তার নিক সবার উপরে থাকলে খারাপ কী? এইটাও মন্দ না। তবে কে বেশিক্ষণ ব্লগে আছেন তা লগিন করে কেউ লগাঊট করতে ভুলে গেলেন তো তাকেও সবার উপরে দেখাবে।

তবে এগুলোর চেয়ে @হাবিব ইমরান এর প্রস্তাবটা আরো বেশি জরুরি।


ব্লগ কর্তৃপক্ষ ব্যাপারটা নিয়ে ভাবতেই পারেন।

পোস্টের জন্য আপনাকে ধন্যবাদ।

১৩ ই জানুয়ারি, ২০২০ সকাল ৭:২৫

ইফতেখার ভূইয়া বলেছেন: কেউ লগ আউট করতে ভুলে গেলেও সিস্টেম একটা নির্দিষ্ট সময় পড়ে অটোম্যাটিক্যালি লগ আউট করে দেবে। সামুতেও এটাই হচ্ছে। আপনি লগ ইন করে কয়েক দিন পর সামুতে আসলে খুব সম্ভবত সেটাই দেখতে পাবেন। মতামতের জন্য ধন্যবাদ।

৫| ১৩ ই জানুয়ারি, ২০২০ রাত ১:৪৩

শের শায়রী বলেছেন: @ হাবিব ইমরানের প্রস্তাব টা সমর্থন এবং আপনার মতামতে শ্রদ্ধা।

১৩ ই জানুয়ারি, ২০২০ সকাল ৭:২৫

ইফতেখার ভূইয়া বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৬| ১৩ ই জানুয়ারি, ২০২০ সকাল ৭:৩৯

নজসু বলেছেন:



আপনাকে দেখলাম সাড়ে তেরো বছরের ভালোবাসা আপনার সামুর সাথে।
সেটাকেই বা অস্বীকার করার উপায় কি? এ ভালোবাসার মূল্য তো অবশ্যই থাকা উচিত।
আমার ধারণা আপনাকে যথাযোগ্য সন্মান দেখানো হয়েছে ভাই।

১৩ ই জানুয়ারি, ২০২০ সকাল ৭:৫২

ইফতেখার ভূইয়া বলেছেন: নজসু, আপনার মতামতকে শ্রদ্ধা জানাই। হ্যাঁ, সময়টা বেশ দীর্ঘ বৈ কি! তবে এটাওতো সত্য পুরোনোকে পেছনে ফেলে নতুনকে স্বাগত জানাতে হয়। এটাই চিরাচরিত প্রথা। নতুন ব্লগাররা সামুকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, তাদের লিখায় সামুকে সমৃদ্ধ করবে এটাই চাওয়া। অন্তত ব্যক্তিগতভাবে আমি সেটাই প্রত্যাশা করি। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

৭| ১৩ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:১৮

রাজীব নুর বলেছেন: বিষয়টা খেয়াল করি নাই।

১৯ শে জানুয়ারি, ২০২০ ভোর ৬:১৯

ইফতেখার ভূইয়া বলেছেন: হুম সেটাই মনে হলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.