নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক
কপিরাইটঃ হাসান রাজা / প্রথম আলো।
উপরের ছবিটা দেখুন। সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে একজনকে গলা ফাটাতে দেখা যাচ্ছে। এখানে কোন সমস্যা নেই। আমার প্রশ্ন হলোঃ
১। ছবিতে দুটো ঘুড়ি উচুঁ করে ধরে রাখা হয়েছে কেন?
২। ঘুড়ির সাথে এই প্রার্থীর সম্পর্ক কোথায়?
৩। ঘুড়ির মাঝে কিসের ছবি তুলে ধরা হয়ছেে?
পুরো ব্যাপারটাই আমার কাছে গোলমেলে মনে হয়েছে। কেউ এর সঠিক ব্যাখ্যা দিতে পারলে ভালো হতো। ছবিটা প্রথম আলো অনলাইন পত্রিকার ২২ শে জানুয়ারির "এক ঝলক" ফটো গ্যালারী থেকে নেয়া হয়েছে। ধন্যবাদ।
২৬ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:১০
ইফতেখার ভূইয়া বলেছেন: ধন্যবাদ ব্যাখ্যা করে বলার জন্য।
২| ২৬ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:৪৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জাহিদ ভাইেযের ব্যাখ্যা যথোপযুক্ত হয়েছে।
তবে বিএনপি সমর্থিত প্রাথীর নাম এবং
নির্বাচনী এলাকার নাম জানালে খুশি হতাম।
২৬ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:১১
ইফতেখার ভূইয়া বলেছেন: হুমম তেমনটাই মনে হলো।
৩| ২৬ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৩৮
রাজীব নুর বলেছেন: ছবিটা দেখে এই সাধারন ব্যাপারটা আপনি বুঝলেন না !!!!!!!!!!!!!!!
২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৫২
ইফতেখার ভূইয়া বলেছেন: আমার জ্ঞান খুব সম্ববত অসধারণরকমভাবে কম। তাই হয়তো।...
৪| ২৬ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৩
একাল-সেকাল বলেছেন:
আসুন আমরা এবার অসাধারন ব্যাপার দেখি টিকাটুলিতে নির্বাচনী প্রচারে সংঘর্ষ
২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৫৩
ইফতেখার ভূইয়া বলেছেন: নির্বাচন নিয়ে আমি এক বিন্দুও চিন্তিত নই। কে জিতবে সেটা সবাই জানে। এখানে কোন সারপ্রাইজ থাকবে বলে মনে হয় না।
©somewhere in net ltd.
১| ২৬ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:৩৯
জাহিদ হাসান বলেছেন: ১ ও ২- বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীর মার্কা ঘুড়ি। তাই এই দুইটা ঘুড়ি উচিঁয়ে রেখেছে সমর্থকরা।
৩- শাকরাইন উৎসব সম্পর্কে জানেন? পুরান ঢাকার ঘুড়ি উৎসব। সেই ঘুড়ি উৎসবে হরেক রকম রং ও ডিজাইনের ঘুড়ি উড়ানো হয়। ঘুড়িগুলো সেই সময়েরই। এখন নির্বাচনে শাকরাইনে আকাশে উড়ানো ঘুড়ি দিয়েই প্রচারের কাজ চালানো হচ্ছে।