নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক
বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড এল.আর.বি এবং ফিলিংস এর যৌথ ব্যান্ড এ্যালবাম যা ১৯৯৫ সালে সাউন্ডটেক থেকে রিলিজ হয়েছিলো। এ্যালবামটিতে সর্বমোট দশটি গান রয়েছে যারা পাঁচটি গান এল.আর.বি. আর পাঁচটি ফিলিংস এর। এ্যালবামটির বেশ কয়েকটি গান সে সময়ে বেশ জনপ্রিয়তা অর্জন করে। আইয়ুব বাচ্চুর লিখা "নীরবে" ছাড়াও অন্যান্য গীতিকারের লিখা "কিছু চাইবো না", "বন্দী জেগে আছে" এবং "যে পথে পথিক নেই" গানগুলো ছিলো নব্বই দশকের তরুন বা যুবকের মুখে মুখে। বেশীরভাগ গানগুলোর লিরিকস, অরিজিনালি প্রকাশিত অডিও ক্যাসেটের মোড়কের ইনলে থেকে নেয়া হলেও বেশ কিছু বানান শুদ্ধভাবে সংরক্ষণ করার চেষ্টা করা হয়েছে। প্রতিটি গানের লিরিকস এর পাশাপাশি সম্প্রতি বিভিন্ন গানের ইউটিউব ভিডিও যোগ করে দেয়া হয়েছে পাঠকের সুবিধার্থে।
এ্যালবামটির সবগুলো গানের লিরিকস পাবে এখান থেকে।
২৩ শে নভেম্বর, ২০২০ রাত ১২:২০
ইফতেখার ভূইয়া বলেছেন: ভালো বলেছেন, ধন্যবাদ।
২| ২২ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:৪২
রাজীব নুর বলেছেন: এলবামের সব গুলো গান খুব সুন্দর।
২৩ শে নভেম্বর, ২০২০ রাত ১২:২১
ইফতেখার ভূইয়া বলেছেন: জ্বী, নব্বই দশকের বেশীরভাগ গানই ছিলো মনোমুগ্ধকর। আইয়ুব বাচ্চু নিজেও সেটা বলে গেছেন।
৩| ২২ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:০০
ফয়সাল রকি বলেছেন: নীরবে একটা আন্ডাররেটেড গান! অথচ চমৎকার!!
২৩ শে নভেম্বর, ২০২০ রাত ১২:২১
ইফতেখার ভূইয়া বলেছেন: কথা সত্য।
৪| ২২ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:২৬
মিরোরডডল বলেছেন:
এই এ্যালবামের বেস্ট গান ছিল নীরবে ।
২৩ শে নভেম্বর, ২০২০ রাত ১২:২১
ইফতেখার ভূইয়া বলেছেন: আমারও তাই মনে হয়।
৫| ২২ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:২৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: দারুন খবর।
দেখব।
২৩ শে নভেম্বর, ২০২০ রাত ১২:২১
ইফতেখার ভূইয়া বলেছেন: ধন্যবাদ।
৬| ২২ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:২৯
মিরোরডডল বলেছেন:
শুধু এই এ্যালবামেরই না, এই গানটা এবির একটা চমৎকার গান ।
আমি মাস্ট অটো রিপিটে শুনি ।
২৩ শে নভেম্বর, ২০২০ রাত ১২:২২
ইফতেখার ভূইয়া বলেছেন: বেশ।
৭| ২২ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:৩৪
মিরোরডডল বলেছেন:
@ আমি সাজিদ
সাজিদ গান করে ? ছুপা রুস্তম !
কিছু গান শেয়ার করবে নাহ আমাদের সাথে ?
৮| ২২ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪৮
আমি সাজিদ বলেছেন: একটু আধটু গান তো সবাই করে ওই সময়। কিন্তু সবার গুলোই শেয়ার করার মতো না। @মিডো আপু
৯| ২৩ শে নভেম্বর, ২০২০ রাত ২:৪২
নেওয়াজ আলি বলেছেন: খুব সুন্দর গান ।
২৩ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:৩৭
ইফতেখার ভূইয়া বলেছেন: জ্বী। আসলেই তাই।
©somewhere in net ltd.
১| ২২ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:৩৫
আমি সাজিদ বলেছেন: যে পথে পথিক নেই, বিশ্ববিদ্যালয় জীবনের পাঁচ বছরই গেয়েছি। যে বন্ধুটির সাথে এক গানটি গাইতাম, সে গিটারে থাকতো কিংবা ভোকালে, আজ তার সাথে দূরত্ব। মনে পড়ে গেল - আহা জেমস! মুছে যাওয়া দিনগুলো.....
অর্ধেক পুর্ণিমা রাতে
মেঘের আড়ালে
আকাশের লুকোচুরি খেলা
নির্ঘূম রাত শেষে
চাঁদের ফাঁসি হয়
সূর্যের আশীর্বাদে
ক্লান্ত প্রভাতে
সূর্যের আশীর্বাদে
যে পথে পথিক নেই
বসে আছি সেই পথে
একা আমি একলা রাতে
শত শতাব্দী ধরে
চুপচাপ নিশ্চুপ চারিধার
বসে আছি এই আমি
একগ্লাস অন্ধকার আর
একগ্লাস জোছনা হাতে.....