নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

ইফতেখার ভূইয়া

গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

ইফতেখার ভূইয়া › বিস্তারিত পোস্টঃ

৯/১১ মেমোরিয়াল ঘুরে দেখা (ভিডিও ব্লগ)

৩০ শে জুন, ২০২১ ভোর ৬:২০


বিগত ২৭শে জুন রবিবার সিদ্ধান্ত নিলাম ডাউনটাউন ম্যানহ্যাটান এলাকায় কিছুটা পায়চারি করবো। সাথে আমার গোপ্রো ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়লাম। যাবার আগে অবশ্য বেশ কিছুক্ষণ ম্যাপ নিয়ে ঘাটাঘাটি করলাম কারণ কিছুটা প্ল্যান করে বের হওয়া প্রয়োজন। ডাউনটাউন ম্যানহ্যাটান বেশ ঘিঞ্জি এলাকা। এখানকার রাস্তা-ঘাট ততটা খোলামেলা নয়। রাস্তার দু'ধারে অসংখ্যা বহুতলভবন হওয়াতে এখানে দিনের বেলাতেও প্রায়ই অন্ধকার থাকে। সাবওয়েতে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার স্টেশন থেকে বের হয়েই ক্যামেরা অন। সোজা যাওয়া হলো ৯/১১ মেমোরিয়ালে। এখানে দেখার মতো বেশ কিছু জিনিস আছে। ওকুলাস টাওয়ার, ৯/১১ মেমোরিয়াল মিউজিয়াম ছাড়াও অনেক দর্শনীয় স্থান রয়েছে।

দিন শেষে বাসায় ফিরে দেখলাম ১৪ কি.মি. রাস্তা হাটা হয়েছে। এতটা হাটা কখনো হেটেছি বলে মনে পড়ে না, হাটলেও হয়তো কখনো সেটা মাপা হয় নি। সেদিন আর কম্পিউটারে বসে ভিডিও এডিট করার মতো ইচ্ছে ছিলো না, পা-ও কিছুটা ব্যাথা করছিলো। পরের দিন মানে ২৮শে জুন ভিডিও এডিট এর কাজ শুরু করলাম। তারই ধারাবাহিকতায় আজ শেয়ার করছি ৯/১১ মেমোরিয়াল এর ভিডিওটি।

ছবি কপিরাইটঃ উই্কিপিডিয়া।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০২১ সকাল ৮:১৭

হাসান কালবৈশাখী বলেছেন:
সুন্দর! তবে স্থির চিত্র আরো বেশী দরকার ছিল। কমপক্ষে ১০টি।

৩০ শে জুন, ২০২১ সকাল ১০:৫৭

ইফতেখার ভূইয়া বলেছেন: ছবি ব্লগ হলে হয়তো অনেকগুলো ছবি আপলোড করা যেত তবে আপাতত ওদিকটায় পা মাড়াচ্ছি না। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

২| ৩০ শে জুন, ২০২১ সকাল ৮:৪২

আশিক মাসুম বলেছেন: ১৫ বছরে প্রথম আপনার ব্লগে পা রাখলাম, কেমনে কি|

হাসান সাহেবের সাথে সহমত

৩০ শে জুন, ২০২১ সকাল ১০:৫৮

ইফতেখার ভূইয়া বলেছেন: আমি আপনার রাডারের বাইরে ছিলাম হয়তো, তাই দেখতে পাননি। ভালো থাকুন। ধন্যবাদ।

৩| ০২ রা জুলাই, ২০২১ রাত ২:৪৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কিছুটা চিত্র জানা হলো,
বিশেষত করোনায় ওখানে বাঙালী পরিবারগুলো কিভাবে জীবন যাপন করছে
তা জানার আগ্রহ থাকল ।

...................................................................................................

০২ রা জুলাই, ২০২১ ভোর ৬:০৭

ইফতেখার ভূইয়া বলেছেন: এখানকার বাঙালী পরিবারগুলো চিত্র বেশ হতাশাজনক। তারা যথারীতি বাঙালী কায়দায় যত্র-তত্র জনসমাগমে যোগ দিয়েছে। নিষেধ থাকার পরেও অনেকেই মাস্ক পড়লেও গা-ঘেষে চলাচল করেছে, সরকারী আদেশ থাকার পরেও ছ'ফুট দূরত্ব বজায় রেখে চলেনি বিশেষ করে যেখানে বাঙালী রেষ্টুরেন্ট বা দোকান রয়েছে। করোনার কারনে কাঁচা-বাজারে গিয়ে খাবার দাবার কিনে স্টক করেছে। এক কথায় অরাজক একটি পরিবেশ তৈরী করতে এদের জুড়ি মেলা ভার। বেশীরভাগ পরিবারগুলো গাদাগাদি করে থাকে। দুই বেডরুমের এ্যাপার্টমেন্টে বাচ্চা-কাচ্চা সহ দু'টো পরিবার থাকার অসংখ্য নজির রয়েছে। করোনায় অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর (ভারতীয়, পাকিস্তানি, নেপালি, ভুটানিজ ইত্যাদি) তুলনায় মারা গেছে অনেক বেশী মানুষ। করোনায় একই পরিবারে ৩/৪ জন মারা যাওয়ার খবরও আমি দেখেছি এখানকার লোকার বাঙালী পত্রিকায়। এক কথায় ভয়াবহ অবস্থা।

৪| ০২ রা জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৪৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শুনে খুব হতাশ হলাম,
শিক্ষিত বাঙালী এমেরিকা গিয়েও
অশিক্ষিত থেকে গেল ।

০৩ রা জুলাই, ২০২১ ভোর ৬:০৬

ইফতেখার ভূইয়া বলেছেন: বিগত কয়েক দশকে আমেরিকাতে যেসব বাংলাদেশী এসেছেন এদের বেশীর ভাগই স্বল্পশিক্ষিত। নিতান্তই অক্ষরজ্ঞানহীন যারা এসেছেন এদের বেশীরভাগই ইমিগ্রেশনের মাধ্যমে আসা, মানে আত্নীয়-স্বজনের মাধমে এসেছেন। আমেরিকার মূল ধারার সমাজের সাথে এদের কোন সম্পর্ক নেই। বলতে পারেন অনেকটা সাব সোশ্যাল গ্রুপ হিসেবে এরা বসবাস করেন। খুব অল্প সংখ্যক লোক এখানে পড়াশোনা করতে এসেছেন বা উচ্চতর ডিগ্রী নিতে এসেছেন এবং কিছু সংখ্যক এখানে এসে পড়াশোনা করেছেন। প্রথম প্রজন্মের লোকজনের বেশীর ভাগই কোন অফিসিয়াল জব করেননা বা করেন নি। সুযোগ থাকার পরেও অনেকেই পারিবারিক দায়িত্বের চাপের কারণেও করতে পারেন নি। আমার সম-সাময়িক সময়ে আসা অনেকেই এখানে এসে পড়াশোনা না করে টাকার পেছনে দৌড়েছেন, কিছু টাকা পয়সা করেই বিয়ে-থা করে সংসারী হয়েছেন। দ্বিতীয় বা তৃতীয় প্রজন্ম তুলনামূলকভাবে ভালো অবস্থানে থাকলেও তারা বাঙালীয়ানা নামকা ওয়াস্তে ধরে আছেন। এদের অনেকেই বাংলা বলতে পারলেও লিখতে পারেন না, যদিওবা পারেন তাও কোন উচু মাত্রার বাংলা নয়। তবে তারা মূল ধারার সমাজের সাথে অনেকটাই মিশে গেছে। অনেকে বেশ ভালো জবও করছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.