নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

ইফতেখার ভূইয়া

গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

ইফতেখার ভূইয়া › বিস্তারিত পোস্টঃ

প্রেমাংশুর রক্ত চাই - নির্মলেন্দু গুণ

১৮ ই অক্টোবর, ২০২১ ভোর ৫:৫৩


কবি নির্মলেন্দু গুণের কাব্যগ্রন্থ "প্রেমাংশুর রক্ত চাই" প্রথম ১৯৭০ সালে প্রথম প্রকাশিত হয়েছিলো। মুক্তিযুদ্ধ চলাকালে কলকাতা থেকেও এই কাব্যগ্রন্থটি পুনঃমুদ্রিত হয়েছিলা। পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে দ্বিতীয় সংস্করণে কবি "পুনরুদ্ধার" ও "ইনসমনিয়া" নামক আরো দুটি নতুন কবিতা যোগ করে দিয়েছেন যা প্রথম সংস্করণে অনুপস্থিত ছিলো। এই সংস্করণের প্রচ্ছদ অলংকরকণ করেছেন সব্যসাচী হাজরা।

কবি প্রকাশনী থেকে ২০১৭ সালে প্রকাশিত দ্বিতীয় সংস্করণে সর্বমোট কবিতা রয়েছে একত্রিশটি। কাব্যগ্রন্থটি সম্প্রতি সংশোধন ও সংরক্ষণ এর কাজ শেষ হয়েছে। ধন্যবাদ।

ছবি কপিরাইটঃ আর্ন্তজাল

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০২১ ভোর ৬:০৪

চাঁদগাজী বলেছেন:


উনার কবিতায় আমাদের জাতির কথা আছে?

২০ শে অক্টোবর, ২০২১ ভোর ৪:১৪

ইফতেখার ভূইয়া বলেছেন: কম-বেশী আছে, তবে সেটা আপনাকে পড়ে জানতে হবে। ধন্যবাদ।

২| ১৮ ই অক্টোবর, ২০২১ ভোর ৬:৫৭

সোহানী বলেছেন: প্রথম সংস্করণটা আমার কাছে আছে তবে দেশে।

২০ শে অক্টোবর, ২০২১ ভোর ৪:১৫

ইফতেখার ভূইয়া বলেছেন: বেশ ভালো, তবে এখন আর দেশে গিয়ে পড়তে হবে না আশা করছি। ধন্যবাদ।

৩| ১৮ ই অক্টোবর, ২০২১ সকাল ৭:৩৩

কামাল১৮ বলেছেন: কবি গুনের ঘনিষ্ট বন্ধু শশাঙ্ক পাল ৭১রে আমাদের সাথে থেকে যুদ্ধ করতে করতে মারা যায়।শশাঙ্কের কাছে গুনের অনেক গল্প শুনেছি।শশাঙ্কদের বাড়ীছিল ঝালকাঠির কির্তিপাশা।

২০ শে অক্টোবর, ২০২১ ভোর ৪:১৫

ইফতেখার ভূইয়া বলেছেন: তার ব্যাপারে কিছুটা জেনে ভালো লাগলো। কবির প্রতি শ্রদ্ধা। ধন্যবাদ।

৪| ১৮ ই অক্টোবর, ২০২১ সকাল ৯:৪৮

শাহ আজিজ বলেছেন: ৭৩/৭৪ সালে বইটি আমার হাতে আসে । আমার জীবনে এতবার জায়গা বদল হয়েছে যে হাজার বই উৎখাত হয়েছে । ৭৬ থেকে কবি নতুন পল্টন লাইন থেকে রিকশায় আমাদের শাহনেওয়াজ হলের সামনে দিয়ে যেতেন । আমি চা হাতে গুণমুগ্ধ দৃষ্টিতে কবির লম্বা কালো চুল , দাড়িতে ঢাকা মুখ আর চকচকে দুটো চোখ দেখতাম আর ভাবতাম আমারও একদিন এরকম চেহারা হবে । নিয়মিতই হতো এই দেখাদেখি । ততদিনে গুন আমার আইকন হয়ে গেছে । পিকিঙ্গে গুনের হুলিয়া পড়তাম দরাজ কণ্ঠে , শ্রোতাদের শরীরে শিহরন তুলিয়ে ------- হায় সেসব দিন ।

২০ শে অক্টোবর, ২০২১ ভোর ৪:১৬

ইফতেখার ভূইয়া বলেছেন: গুড ওল্ড ডেইজ। ধন্যবাদ।

৫| ১৮ ই অক্টোবর, ২০২১ সকাল ৯:৫৫

আহমেদ জী এস বলেছেন: ইফতেখার ভূইয়া,




.....হৃদয়ের মতো মারাত্মক
একটি আগ্নেয়াস্ত্র,আমি জমা দেই নি।

এমনটা যে কবির লেখনিতে এসেছে সে কবি কি শেষতক তেমন বিদ্রোহী থাকতে পেরেছিলেন ? মনে হয় না!

২০ শে অক্টোবর, ২০২১ ভোর ৪:১৭

ইফতেখার ভূইয়া বলেছেন: কবির ব্যাপারে বলতে পারছি না, তবে আমার ধারনা সময়ের সাথে মানুষের ধ্যান, চিন্তা-চেতনার পরিবর্তন আসে, সেটাই স্বাভাবিক বলে মনে হয়। ধন্যবাদ।

৬| ১৮ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:৪৬

রাজীব নুর বলেছেন: প্রেমাংশুর রক্ত চাই এই বইটি আমার আছে।

২০ শে অক্টোবর, ২০২১ ভোর ৪:১৯

ইফতেখার ভূইয়া বলেছেন: কাগুজে বই ধীরে ধীরে উঠে যাচ্ছে। নতুন প্রজন্ম কে তাই ডিজিটাল বই দিয়ে হলেও আমার ভাষা আর সাহিত্যের সাথে পরিচয় করিয়ে দেয়া আমাদেরই দায়িত্ব। প্রকাশনীর জন্মও মূলত সেই ধারনা থেকে। মোটামুটিভাবে বিভিন্ন কবির/লেখকের প্রায় ১৫ হাজার সাহিত্যকর্ম সংগ্রহ করে সাইটে সংরক্ষণ করেছি। আরো করবো আগামীতে। একদিন এই সাইটের দায়িত্ব আমার সন্তানের হাতে তুলে দেবো বলে আশা রাখি। আপনার কাছে বইটা আছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.