নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

ইফতেখার ভূইয়া

গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

ইফতেখার ভূইয়া › বিস্তারিত পোস্টঃ

আজকে পত্রিকায় অদ্ভুত সব খবর চোখে পড়ছে

২৮ শে জুন, ২০২২ রাত ৮:১৬

সকালবেলা ঘুম থেকে উঠে প্রায় প্রতিদিনই দেশের খবর পড়া হয়, বেশীরভাগ ক্ষেত্রেই কোন পত্রিকার হোম পেইজে গিয়ে স্ক্রল করে মূলত হেডলাইনগুলোই দেখা হয়। খুব বেশী ইন্ট্রিগিং মনে না হলে সাধারণত বিস্তারিত পড়া হয় না। আজ কয়েকটি খবর আমার চোখে পড়লো, জানিনা কেন যেন ব্যাপারগুলো অদ্ভুত বলে মনে হচ্ছে।

ত্রিপলে ঢাকা মোটরসাইকেল নিয়ে পিকআপ উঠছে পদ্মা সেতুতে
বাটপারী বা দুই নম্বরি পথ খুঁজে বের করা যেন আমাদের বাঙালীর বিশেষ বৈশিষ্ট্য। পদ্মায় মোটরসাইকেল চলাচল বন্ধ করা হলে কি হবে? বাঙালী এর সমাধানও জানে। তবে এটা সত্য যে এক ঘটনার জেরে অসংখ্য মানুষের কষ্টটা যৌক্তিক নয়।


প্রধানমন্ত্রীকে ‘ধন্যবাদ’ জানাতে জাজিরায় ৬.১৫ কিমি দীর্ঘ ব্যানার
বাঙালী বরাবরই আবেগপ্রবণ জাতি। রাস্তা-ঘাট যত্র-তত্র ব্যানার, ফেস্টুন, পোস্টার লাগানোর মত বাজে কাজগুলো ৫০ বছরেও আমরা ছাড়তে পারিনি। সেতুর ইস্যুতে প্রধানমন্ত্রী ধন্যবাদ পাচ্ছেন আর পাওয়া উচিত বলেই আমারও মনে হয়। তবে ব্যানার ঝোলানোর বিষয়টি মূলত এক শ্রেনীর চাটুকার প্রকৃতির মানুষের কাজ বলেই আমার মনে হয়েছে, সাধারণ জনগণ এইসব কাজের আগে-পাছে নেই। ব্যানারটি সেতুতে ঝুলিয়ে দিলে মনে হয় ষোল করা পূর্ণ হয়।

পদ্মা সেতুর টোল প্লাজার ব্যারিয়ারে যাত্রীবাহী বাসের ধাক্কা
পদ্মা সেতু সম্পর্কিত কিছু অঘটন মনে হয় এখন থেকে হর-হামেশাই পড়তে হবে। বাঙালী আবেগে, খুশিতে ধৈর্য্য হারিয়ে সেতুর ব্যারিয়ারও ভেঙে ফেলা শুরু করেছে। এদের বোধদয় হবে কবে?

গাছে উঠে কাঁঠাল পাড়ায় বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে কারণ দর্শানোর নোটিশ
এটা কি দেখলাম?! ছাত্রী? স্পাইডার ম্যানের কন্যা হবে হয়তো! নাহ! সংবাদ পড়ে বুঝতে পারলাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেও তাদের স্বাভাবিক জ্ঞানেরও অভাব আছে। বিশ্ববিদ্যালয়ে কিছু ছাত্রী মনে করে এভাবে হুমকি দিয়ে নোটিশ দিয়ে তাদের অপমান করা হয়েছে। সম্ভবত এরা দীর্ঘদিন কাঠাল খায় নি।

হর্নে ক্ষিপ্ত হয়ে রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর জবি শিক্ষার্থীর
আমার দেশের বিশ্ববিদ্যালয়ে গুণধর শিক্ষার্থী। এরা পড়াশোনা করে কি করবে? শিক্ষা বা জ্ঞাণ কোনটাইতো অর্জন করা হয় নি।

আজব বাংলাদেশের আজব সব খবর!
সূত্রঃ প্রথম আলো

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০২২ রাত ৯:২৬

সোনাগাজী বলেছেন:



আপনি হাসতে চাইলে বাংলাদেশের খবর পড়লেই চলবে।

২৮ শে জুন, ২০২২ রাত ৯:৫৬

ইফতেখার ভূইয়া বলেছেন: ভালো বলেছেন। তবে ভাবছি এসব পত্রিকা পড়াই বাদ দেবো। দেশে ভালো কিছু এমনিতেও ঘটছে না।

২| ২৮ শে জুন, ২০২২ রাত ১০:০০

হাসান কালবৈশাখী বলেছেন:
মোটরসাইকেল বাতিল করা ঠিক হয়নি।
স্পিড লিমিট মেনে চললে লেন ভিত্তিক চলাচল করলে মোটরসাইকেল কোন সমস্যা নয়।
বাংলাদেশে আমি কোন যানবাহনকেই লেন মেনে চলতে দেখিনি। প্রতিটি রাস্তায় সুন্দর ভাবে দাগ দেয়া লেন থাকলেও ইহা কি কারণে দেওয়া হয়েছে, লেন পরিবর্তন করতে কি কি নিয়ম মানতে হয় কোন ড্রাইভারই জানেনা। শুধু মোটরসাইকেল কে দোষ দেওয়া কেন?

২৯ শে জুন, ২০২২ রাত ১২:৪৬

ইফতেখার ভূইয়া বলেছেন: সহমত পোষণ করছি। ধন্যবাদ।

৩| ২৮ শে জুন, ২০২২ রাত ১০:০৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নারী হয়েছে বলে কি তাদের সাদ আহ্লাদ বাই!
ছাত্র যদি উঠতে পারে কাঁঠাল গাছে তবে ছাত্রী
কেনো নয়! সবাইতো নারীর সমান অধিকার চায়,
গাজীসাবও!

২৯ শে জুন, ২০২২ রাত ১২:৪৭

ইফতেখার ভূইয়া বলেছেন: হা হা হা =p~

৪| ২৮ শে জুন, ২০২২ রাত ১০:১৮

সোনাগাজী বলেছেন:



লেখক বলেছেন: ভালো বলেছেন। তবে ভাবছি এসব পত্রিকা পড়াই বাদ দেবো। দেশে ভালো কিছু এমনিতেও ঘটছে না।

ছোট ১টি অনুন্নত দেশে ১৯ কোটী মানুষ বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন; কিন্তু মিডিয়ার লোকদের জ্ঞানের অভাবে সঠিক চিত্র পাওয়া যাচ্ছে না।

২৯ শে জুন, ২০২২ রাত ১২:৪৮

ইফতেখার ভূইয়া বলেছেন: কথা সত্য।

৫| ২৮ শে জুন, ২০২২ রাত ১১:৩৯

শূন্য সারমর্ম বলেছেন:

পত্রিকা শুধু শিরোনামে চোখ বুলানো হয়, ভিতরে ডুকার মত কিছু থাকে না।

২৯ শে জুন, ২০২২ রাত ১২:৫১

ইফতেখার ভূইয়া বলেছেন: কিছু ভিজিট পাওয়ার আশায় রুচিহীন নারীর ছবি আর ভারতীয় সংবাদ দিয়ে সয়লাব করে রেখেছে পত্রিকাগুলো। মাঝে মাঝে মনে হয় এটা কি বাংলাদেশের পত্রিকা! কালে ভদ্রে কিছু গুণীজনের কলাম দেখতে পাই।

৬| ২৯ শে জুন, ২০২২ রাত ১২:১৮

রাজীব নুর বলেছেন: পত্রিকাতে দরকারী খবরের চেয়ে অদরকারী খবর বেশী।

২৯ শে জুন, ২০২২ রাত ১২:৫১

ইফতেখার ভূইয়া বলেছেন: বেশ ভালো বলেছেন, সহমত পোষণ করছি।

৭| ২৯ শে জুন, ২০২২ বিকাল ৩:৫৩

বিটপি বলেছেন: ত্রিপল দিয়ে ঢেকে নিতে হবে কেন? নরমালি পিকআপে উঠিয়ে নিলে তো কেউ বাধা দেবেনা। সেতু পার করে নামিয়ে দিলেই হল।

পদ্মা সেতু চালু হবার পরে কিছু কিছু শব্দ ঘুরে ফিরে আসছে।
তেল, চাটা, মোসাহেব, পদলেহন ইত্যাদি।

২৯ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:৫১

ইফতেখার ভূইয়া বলেছেন: আমারও তাই ধারনা, তবে পরে মনে হয়েছে খুব সম্ভবত ক্যামেরার কারনে ত্রিপল ব্যবহার করা হয়েছে যাতে মোটরসাইকেল মালিক কোনভাবে বিপদে না পড়েন সে জন্যে। যে শব্দগুলোর কথা উল্লেখ করেছেন, ওগুলো আমাদের জাতিগতভাবে জনপ্রিয় তাই হয়তো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.