নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক
সময় ঠিক কিভাবে অতিবাহিত হচ্ছে ঠিক বুঝতে পারছি না। সকাল হচ্ছে, অফিস করছি, বিকেল হচ্ছে সন্ধ্যা গড়িয়ে রাত। এভাবেই চলছে জীবন। অনলাইনে সামুতে আসি, অনেকের লিখা পড়ি, কিছু বক্তব্য, মন্তব্য, তর্ক-বিতর্ক দেখি, কখনো কখনো নিজেও ঝামেলায় জড়িয়ে যাই। অন্যের সমস্যা জানতে না চাইলেও মনের ভেতর কোথায় যেন একটা লুকায়িত ইচ্ছে ঘাপটি মেরে বসে থাকে। কে কি করছে জানতে ইচ্ছে করে। এ-কথা ও-কথা ব্যস ক্যাচাল শুরু। মাঝে মাঝে ভালোই লাগে, আবার বিরক্তও হই। কিন্তু সামু ছেড়ে আর যাওয়া হয়ে ওঠে না।
দেখতে দেখতে এভাবেই ১৬ বছর হয়ে গেল। গতকাল কিছু পুরোনো মন্তব্য পড়ছিলাম। মন্তব্যকারীরর প্রোফাইলে গিয়ে দেখি তারা ব্লগকে জলাঞ্জলি দিয়ে বিদায় জানিয়েছে বহু আগেই। বুড়ো দাদুর মতো আমি আর অন্য ক'জন দাদু-দাদী এখনো ব্লগ ধরে ঝুলে আছি মনে হলো। সবখানেইতো নতুনদের জায়গা করে দিতে আমাদের চলে যেতে হচ্ছে, ভাবছি সামু থেকেও যেন আবার কবে বিদায় জানানো হয়, কে জানে! বয়স বাড়ছে, দৃষ্টিশক্তি কমছে, কীবোর্ড চাপার ইচ্ছে বা শক্তি দু'টোই কমছে তবে মন বলছে আর ক'টাদিন থেকে যাই। দেখি কতদিন টেকা যায়!
পুরোনো বা নতুন সবাইকেই শুভচ্ছো আর শুভ কামনা। ধন্যবাদ।
২৯ শে জুন, ২০২২ রাত ১:১৩
ইফতেখার ভূইয়া বলেছেন: সেটাই ভাবছি, অনেক ধন্যবাদ।
২| ২৯ শে জুন, ২০২২ রাত ১:০৭
রাজীব নুর বলেছেন: আপনিই মনে হয় সামুর সবচেয়ে পুরান ব্লগার!!
আপনাকে আন্তরিক অভিনন্দ।
২৯ শে জুন, ২০২২ রাত ১:১৪
ইফতেখার ভূইয়া বলেছেন: আরো কিছু সিনিয়র ব্লগার আছেন, আমার পুরোনো কিছু লিখায় তাদের প্রোফাইল লিঙ্ক হয়তো পেতে পারেন তবে তাদের বেশীর ভাগই বেশ অনিয়মিত। আপনাকেও ধন্যবাদ।
৩| ২৯ শে জুন, ২০২২ রাত ১:২৫
সোনাগাজী বলেছেন:
১৬ বচরের ব্লগিং! বিশাল ব্যাপার, অভিনন্দন।
২৯ শে জুন, ২০২২ রাত ১:৫২
ইফতেখার ভূইয়া বলেছেন: বছরের সংখ্যা বেশ বড় মনে হলেও লিখালিখি তেমন কিছুই করা হয় নি। ধন্যবাদ।
৪| ২৯ শে জুন, ২০২২ রাত ১:২৯
সোনাগাজী বলেছেন:
আমার ব্লগিং'এর ৭ বছরও পুর্ণ হলো না কখনো, সব সময়েই আমাকে নতুন ব্লগার হিসেবে থাকতে হলো; সময় গেলো, সময় গণনা হলো না।
২৯ শে জুন, ২০২২ রাত ১:৫৩
ইফতেখার ভূইয়া বলেছেন: চেষ্টা অব্যাহত রাখুন, হয়ে যাবে সেটাও। শুভ কামনা থাকছে।
৫| ২৯ শে জুন, ২০২২ রাত ১:২৯
আমিনুর রহমান বলেছেন: অভিনন্দন ও শুভ কামনা রইল। ভালো থাকবেন নিরন্তর।
২৯ শে জুন, ২০২২ রাত ১:৫৪
ইফতেখার ভূইয়া বলেছেন: অনেক ধন্যবাদ। আপনিও অনেক ভালো আর সুস্থ থাকুন সব সময়, এটাই চাওয়া।
৬| ২৯ শে জুন, ২০২২ রাত ১:৩৪
শূন্য সারমর্ম বলেছেন:
অভিনন্দন। টিকে থাকুন।
২৯ শে জুন, ২০২২ রাত ১:৫৪
ইফতেখার ভূইয়া বলেছেন: জ্বী, চেষ্টা করছি। ধন্যবাদ।
৭| ২৯ শে জুন, ২০২২ রাত ২:৫৫
কামাল৮০ বলেছেন: ব্লগ শুরুই হলো মাত্র সেই দিন।আরো পুরনো হলে অনেকে ত্রিশ চল্লিশ পার করে দিতো।জীবনের শেষ দিন পর্যন্ত থাকুন।
২৯ শে জুন, ২০২২ সকাল ৮:২৪
ইফতেখার ভূইয়া বলেছেন: ধন্যবাদ।
৮| ২৯ শে জুন, ২০২২ সকাল ৭:১৩
ইসিয়াক বলেছেন: অভিনন্দন!
শুভকামনা রইলো।
২৯ শে জুন, ২০২২ সকাল ৮:২৪
ইফতেখার ভূইয়া বলেছেন: আপনার জন্যেও শুভ কামনা থাকছে। ধন্যবাদ।
৯| ২৯ শে জুন, ২০২২ সকাল ৭:৫৩
রূপক বিধৌত সাধু বলেছেন: অভিনন্দন।
২৯ শে জুন, ২০২২ সকাল ৮:২৫
ইফতেখার ভূইয়া বলেছেন: অনেক ধন্যবাদ।
১০| ২৯ শে জুন, ২০২২ সকাল ১০:১০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ১৬টি বছর ব্লগে পার করার জন্য আপনাকে অভিনন্দন ও শুভেচ্ছা।
ব্লগারদের জীবনের একটা মূল্যবান সময় কেটে গেছে এই ব্লগে। ব্লগ একটা নেশার মতো। এখানে ঢুকলে চলে যাওয়া কঠিন। যারা সবকিছু গুটিয়ে চলে গেছেন, নিশ্চয়ই তারা অন্য কোথাও থিতু হয়েছেন, নইলে ব্লগ ছেড়ে থাকা সম্ভব না।
২৯ শে জুন, ২০২২ সকাল ১০:২০
ইফতেখার ভূইয়া বলেছেন: বিগত ১৬ বছরে সামুর পাশাপাশি অন্তত ৪/৫ টা সাইটে লিখেছি। ব্লগিং এর নেশা থেকেই শেষ পর্যন্ত নিজের সাইট-ও খুলতে হলো। আসলেই ব্লগিং এক রকম নেশা। মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
১১| ২৯ শে জুন, ২০২২ সকাল ১০:১৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ১৬ বছর অনেক সময়!!
দীর্ঘ সময় আপনি সামুকে দিয়েছেন। আপনি একটা অনুপ্রেরণা। অভিনন্দন জানাই । ভালো থাকবেন।
২৯ শে জুন, ২০২২ সকাল ১০:২১
ইফতেখার ভূইয়া বলেছেন: আসলেই অনেকটা সময়। অনেক ধন্যবাদ আর আপনিও ভালো থাকবেন।
১২| ২৯ শে জুন, ২০২২ সকাল ১০:১৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: অনেক পুরনো ব্লগার আর নিয়মিত লেখেন না। হয়তো সবাই একদিন হারিয়ে যাবে কালের অতল গহবরে।
২৯ শে জুন, ২০২২ সকাল ১০:২৩
ইফতেখার ভূইয়া বলেছেন: খুব একটা নিয়মিত হতে পারছি না। ব্যক্তিগত জীবন ধীরে ধীরে ব্যস্ত করে দিচ্ছে বিভিন্ন দিকে। সবাইকেই যেতে হবে, এটাই অমেঘ পরিণতি। ধন্যবাদ।
১৩| ২৯ শে জুন, ২০২২ সকাল ১০:৪৬
জুল ভার্ন বলেছেন: শুভ কামনা।
২৯ শে জুন, ২০২২ সকাল ১১:১১
ইফতেখার ভূইয়া বলেছেন: অনেক ধন্যবাদ।
১৪| ২৯ শে জুন, ২০২২ সকাল ১১:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: অভিনন্দন প্রিয় ব্লগার
২৯ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:৪১
ইফতেখার ভূইয়া বলেছেন: আপনাকেও ১১ বছর পূর্তির আভিনন্দন। অনেক ধন্যবাদ।
১৫| ২৯ শে জুন, ২০২২ দুপুর ১২:০২
নতুন বলেছেন: ১৬ বছর পূর্তিতে অভিনন্দন।
ব্লগিং একটা খুবই ভালো নেশা। বই পড়ার মতন, কিছুটা সময় বাস্তবতার ঝামেলা থেকে দুরে থাকা যায়।
২৯ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:৪৩
ইফতেখার ভূইয়া বলেছেন: ভলো বলেছেন। এটা আসলেই এক ধরনের নেশার মতো। আমরা সবাই কম-বেশী নিজের ভাবনাকে মেলে ধরতে চাই, খুব সম্ভবত সে কারনেই ব্লগিং ছেড়ে যাওয়া সম্ভব হয় নি। আপনাকেও ১৬ বছর পূর্তির অভিনন্দন। অনেক ধন্যবাদ আপনাকেও।
১৬| ২৯ শে জুন, ২০২২ দুপুর ১২:৩৩
অপু তানভীর বলেছেন: এখনও পর্যন্ত আপনিই এতো লম্বা সময় ধরে ব্লগে আছেন । ১৬ বছর অনেক লম্বা একটা সময় কোন কিছুর সাথে যুক্ত থাকা !
অভিনন্দন !
২৯ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:৪৬
ইফতেখার ভূইয়া বলেছেন: আপনার উপরের মন্তব্যকারী ব্লগার "নতুন" কিন্তু আরো পুরোনো হ্যাঁ ১৬ বছর দীর্ঘ সময় কিন্তু আমার এখনো মনে হয় এইতো সেদিন ব্লগে এলাম। অনেক ধন্যবাদ আপনাকেও।
১৭| ২৯ শে জুন, ২০২২ দুপুর ১২:৫৬
মরুভূমির জলদস্যু বলেছেন: অভিনন্দন আপনাকে।
২৯ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:৪৬
ইফতেখার ভূইয়া বলেছেন: অনেক ধন্যবাদ।
১৮| ২৯ শে জুন, ২০২২ দুপুর ১:২৪
পদাতিক চৌধুরি বলেছেন: বর্ণময় মাইলফলক 16 বছরের ব্লগিং জীবনে অভিনন্দন ও শুভেচ্ছা আপনাকে।
২৯ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:৪৭
ইফতেখার ভূইয়া বলেছেন: পদাতিক দা, অনেক ধন্যবাদ আপনাকেও। আপনার সুস্থ আর সুন্দর জীবন কামনা করছি।
১৯| ২৯ শে জুন, ২০২২ বিকাল ৩:৫৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এখানে টিকে থাকাই বড় কথা!
যে ভাবেই হোক টিকে থাকুন!
২৯ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:৪৮
ইফতেখার ভূইয়া বলেছেন: খাঁটি কথা। চেষ্টা করছি, রাব্বুল আলামিন যে ক'দিনের অনুমতি দিয়েছেন সে ক'দিন আছি ইনশাল্লাহ।
২০| ২৯ শে জুন, ২০২২ রাত ৮:৩৬
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আরো কিছু সিনিয়র ব্লগার আছেন, আমার পুরোনো কিছু লিখায় তাদের প্রোফাইল লিঙ্ক হয়তো পেতে পারেন তবে তাদের বেশীর ভাগই বেশ অনিয়মিত। আপনাকেও ধন্যবাদ।
আমি কি ১৬ বছর পর্যন্ত যেতে পারবো?
বুঝতে পারছি না সম্ভব কিনা।
২৯ শে জুন, ২০২২ রাত ১০:২৭
ইফতেখার ভূইয়া বলেছেন: আমার ধারনা আপনি পারবেন।
২১| ২৯ শে জুন, ২০২২ রাত ৮:৪০
আরাফাত৫২৯ বলেছেন: এই ব্লগে আমারো ১৩ বছর হয়ে গেলো । সেই ২০০৯ সালে ভরা যৌবনে ব্লগ লেখা শুরু করেছিলাম। সেই সময় ব্লগটা অনেক প্রাণবন্ত ছিল। প্রয়াত ইমন জুবায়ের ভাই, ম্যাভেরিক সহ দুর্রদান্ত সব ব্লগার। সেই সময় প্লাস - মাইনাস ছিল। দারুন দারুন লেখা ছিল। দারুন বন্ধুত্ব ছিল। আমি সব মিস করি ।
তারপর ব্লগটা আস্তে আস্তে অনেক বদলে যেতে শুরু করলো। বিশেষ করে ২০১৩ সালের পরে । আমি নিজেও প্রায় ছয় বছর ব্লগ খুলে দেখি নাই । ইচ্ছাও করে নাই। তারপরে মাঝে মাঝে একটা দুইটা পোস্ট দিয়ে আবার কয়েক বছরের জন্য গায়েব হয়ে যেতাম । গত ৪-৫ বছর এভাবেই চলছে।
আগে সামুতে সব সময় হাজার খানেক ব্লগার থাকত । পোস্ট করার ১০-২০ মিনিটের মাঝেই পোস্ট প্রথম পাতা থেকে সরে যেত। আর এখন ২০-৩০ জন ব্লগারও থাকে না । একদিন পরেও পোস্ট প্রথম পাতাতেই আটকে থাকে ।
আজ আমার মধ্যে বয়স । অনেক কিছু মিস করি সেই সময়ের ।
৩০ শে জুন, ২০২২ রাত ১২:২৯
ইফতেখার ভূইয়া বলেছেন: আপনাকেও ১৩ বছর পূর্তির শুভেচ্ছা জানাই। জ্বী আমিও তাদের লিখা বেশ মিস করি। দিনগুলো বেশ সুন্দর ছিলো। আশা করছি ধীরে ধীরে সামু আরো প্রতিভাবান ব্লগারদের পদচারণায় মুখরিত হবে। ধন্যবাদ।
২২| ২৯ শে জুন, ২০২২ রাত ১১:৫৭
ল বলেছেন: অভিনন্দন।
৩০ শে জুন, ২০২২ রাত ১২:২৮
ইফতেখার ভূইয়া বলেছেন: অনেক ধন্যবাদ।
২৩| ৩০ শে জুন, ২০২২ রাত ১:০০
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনাকে অভিনন্দন।
দেশে এবং বিদেশে আপনার জীবনের পর্যায়গুলি আপনার পোস্টগুলিতে ফুটে উঠেছে। আমি সংক্ষেপে এবং অনেক ক্ষেত্রে দ্রুত সেগুলি পড়ার চেষ্টা করেছি। কোন পোস্ট পুরোপুরি আবার কোন পোস্ট দ্রুত পাঠ করেছি। আপনার সন্তান সম্পর্কে পোস্টে তথ্য আছে। কিন্তু আপনার বিয়ে সম্পর্কে কোন কিছু চোখে পড়লো না মনে হয়।
৩০ শে জুন, ২০২২ রাত ১:০৯
ইফতেখার ভূইয়া বলেছেন: আপনাকেও ধন্যবাদ সময় নিয়ে পড়ার জন্য। চেষ্টা করেছি ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব বেশী খোলাসা না করতে আর সময়টাও সে সময় খুব একটা ভালো যায় নি। ক্যারিয়ার, পড়াশোনা নিয়েও বেশ ব্যস্ততা ছিলো সে সময়।
২৪| ৩০ শে জুন, ২০২২ রাত ১:৫১
মনিরা সুলতানা বলেছেন: অভিনন্দন ইফতেখার ভূইয়া !
বর্ষপূর্তির শুভেচ্ছা গ্রহন করুন।
৩০ শে জুন, ২০২২ রাত ২:১৭
ইফতেখার ভূইয়া বলেছেন: অনেক ধন্যবাদ। আপনাকেও ১০ বছর পূর্তির শুভেচ্ছা।
২৫| ৩০ শে জুন, ২০২২ রাত ৮:৫৫
মামুনুর রহমান খাঁন বলেছেন: ১৬ বছর পূর্তিতে অভিনন্দন আপনাকে।
আমারও দেখছি ১৫ বছর ৩ মাস হয়ে গেছে
অফ টপিক: আপনার সাইটে নজরুলের গানের কালেকশন কত হলো এখন পর্যন্ত?
৩০ শে জুন, ২০২২ রাত ৯:০২
ইফতেখার ভূইয়া বলেছেন: আপনাকেও ১৫ বছর পূর্তির শুভেচ্ছা জানাই।
সেটা ১৬০০+ হবে নিশ্চিত।
২৬| ০৫ ই জুলাই, ২০২২ রাত ১২:১২
এম ডি মুসা বলেছেন: একটি সন্তানের বয়স কিশোর বয়সের সমান
০৫ ই জুলাই, ২০২২ রাত ১২:৩১
ইফতেখার ভূইয়া বলেছেন: একেবারে ভুল বলেন নি। ধন্যবাদ।
২৭| ০৫ ই জুলাই, ২০২২ সকাল ৮:২৩
পাকাচুল বলেছেন: অভিনন্দন। অন্তত ২৫ বছর চালিয়ে যাবেন, এই কামনা রইল
০৫ ই জুলাই, ২০২২ সকাল ১১:১২
ইফতেখার ভূইয়া বলেছেন: আপনার কামনা সত্যি হোক এটাই প্রত্যাশা করছি। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৯ শে জুন, ২০২২ রাত ১:০৪
মোহাম্মদ গোফরান বলেছেন: অভিনন্দন আপনাকে। ১৬ বছর কম সময় নয়। থাকুন যে কটা দিন সম্ভব । যাবেন কেন ?