নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক
কবি জীবনানন্দ দাশের অন্যতম বিখ্যাত কাব্যগ্রন্থ "বনলতা সেন" প্রথম প্রকাশিত হয়েছিলো ১৯৪২ সালে কলকাতা থেকে। গ্রন্থটি বাজারে নিয়ে আসে "কবিতা ভবন"। পরবর্তীতে বিভিন্ন সময় আরো অন্যান্য প্রকাশনা সংস্থা এই গ্রন্থটির বিভিন্ন কবি বাজারে নিয়ে আসে। বিভিন্ন সময়ে মূল গ্রন্থটির সাথে কিছু নতুন কবিতা সংযোজিত হয়েছে। প্রথম সংস্করণে মোট ত্রিশটি কবিতা থাকলেও পরে তার সাথে আরো তিনটি নতুন কবিতা যোগ করার ফলে সংখ্যা গিয়ে দাঁড়ায় তেত্রিশটি। সম্প্রতি প্রকাশনীতে কবির এই অন্যতম গ্রন্থটির সম্পাদনার কাজ শেষ হয়েছে। বরাবরের মতোই বন্ধু রাশেদের অক্লান্ত পরিশ্রমে কাজটি সম্পন্ন করা হয়েছে।
গ্রন্থটির সকল কবিতা পড়তে পাবেন এখান থেকে। গ্রন্থটির প্রচ্ছদ নেয়া হয়েছে "বিশ্বসাহিত্য ভবন" সংস্করণ থেকে।
২০ শে জুলাই, ২০২২ ভোর ৫:০১
ইফতেখার ভূইয়া বলেছেন: ধন্যবাদ।
২| ২০ শে জুলাই, ২০২২ সকাল ৯:৫৩
শূন্য সারমর্ম বলেছেন:
বনলতা ছেলে নাকি মেয়ে মীমাংসা হয়েছে?
২০ শে জুলাই, ২০২২ সকাল ১০:৪৫
ইফতেখার ভূইয়া বলেছেন: ওটা নিয়ে ব্যস্ত থাকুক পাঠকগণ । আমাদের কাজ সংরক্ষণ করে আপনাদের হাতে তুলে দেয়া। ধন্যবাদ।
৩| ২০ শে জুলাই, ২০২২ সকাল ১১:৩৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: দারুণ উদ্যোগ।
২০ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:২৩
ইফতেখার ভূইয়া বলেছেন: ধন্যবাদ।
৪| ২০ শে জুলাই, ২০২২ দুপুর ১২:১২
মরুভূমির জলদস্যু বলেছেন:
চমৎকার।
ঢুকে দেখলাম সম্পাদক হিসেবে আপনার নাম লেখা আছে।
আপনার বন্ধুর নামতো কোথাও দেখতে পেলাম না।
২০ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৩১
ইফতেখার ভূইয়া বলেছেন: বোঝাই যাচ্ছে আপনি গ্রন্থটির বেশীরভাগ কবিতা পড়েন নি। তেত্রিশটি কবিতার মধ্যে মাত্র দু'টো আমার নামে পাবেন বাকি ত্রিশটি বন্ধুর এডিট করা। এই গ্রন্থটির কাজ শুরু হয়েছিলো আমার হাত ধরে বেশ ক'বছর আগে। তথ্য সূত্রের অভাবে কাজ আর এগিয়ে নিয়ে যেতে পারিনি। পরে গ্রন্থটি হাতে আসার পর, কাজ শেষ করা হয়েছে।
পুরো সাইটের প্রায় ১৬০০০+ কাজের মধ্যে আমি করতে পেরেছি ৩০০০+ এর মতো, বাকিগুলো বন্ধুরই করা। মূলত পুরো সিস্টেমটির ব্যাক এবং ফ্রন্ট এন্ড ডিজাইন, কোডিং এবং তথ্য বিন্যাসের দায়িত্ব ছিলো আমার। সামুর একজন ব্লগারও খুব সম্ভবত আমাদের সাথে এই কাজে যুক্ত হতে যাচ্ছেন। ধন্যবাদ।
৫| ২০ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৪১
মরুভূমির জলদস্যু বলেছেন:
এই কবিতাগুলি আমার আগেই পড়া। তাই আপনার সাইটে গিয়ে পড়িনি।
শুধু প্রথমটিতে ঢুকে দেখেছি আপনার নাম দেয়া।
আপনাদে এই কাজের সাথে কি করে যুক্ত হওয়া যায়?
২০ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৪৭
ইফতেখার ভূইয়া বলেছেন: অবশ্যই যাবে। আপনি এখান থেকে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২০ শে জুলাই, ২০২২ ভোর ৪:১৪
কামাল৮০ বলেছেন: ভালো একটি উদ্যোগ।