নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক
"আমি বাংলার গান গাই" গেয়ে অসম্ভব জনপ্রিয়তা পাওয়া বাবু ভাইকে শেষবার দেখেছি দেশ ছাড়ার আগে। তারপর আর কোন খোঁজ-খবর রাখা হয়নি, কোন যোগাযোগও হয় নি। মূলত তার ঐ গানটি শোনার পর থেকেই আমি তার বিরাট ভক্ত বনে যাই, যদিও গানটি তার লিখা নয়। পরবর্তীতে অনেক ঘাঁটাঘাঁটির পর জানতে পারি তার জনপ্রিয়তার পূর্বেই "শঙ্খ বাজুক" নামে তার প্রথম এ্যলবামটি বাজারে এসেছিলো। এ্যালবামটিতে সর্বমোট বারোটি গান রয়েছে যার সবগুলো গানে তিনি নিজেই কন্ঠ দিয়েছেন, লিখেছেন এবং সুরারোপ করেছেন। বলতে পারেন এটি একটি মৌলিক এ্যালবাম। বেশীর ভাগ গানই মূলত দেশপ্রেম, মানুষ-মানবতা ও মুক্তিযদ্ধের চেতনা থেকে রচনা করা হয়েছে বলে আমার মনে হয়েছে। এ্যালবামটিতে অসাধারণ কিছু ট্র্যাক রয়েছে যা অনেকেরই মন কাঁড়বে বলে আমার বিশ্বাস।
বিশেষ করে "এই সবুজ মাটির বুকে"
"ঘুমিয়ে ছিলাম"
মানবতার গান "হরেক রকম দিন"
স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে লিখা "সবুজ এই পাহাড় তলে"
সবুজ এই পাহাড় তলে
আমাদের দিন কাটে আজ
আমাদের মুক্তি পাগল দিন,
ওপারেই স্বদেশ আমার
শিকলে বেঁধে রাখা
মা আমার ব্যাথায় মলিন।
শিখেছি ঠিক নিশানা, ভেবোনা মাগো তুমি
রক্তে দুলেছে আজ, প্রলয়ের ঢেউ,
আমরা হার মানি না, ছুঁয়েছি রক্তকমল
তোমাকে বন্দী রেখে, ফিরবো না কেউ।
কিংবা
গেরিলা যোদ্ধা সেজে, শত্রুর সামনে যাবো
বাতাসে উঠবে কেঁপে, বিস্ফোরণ,
ফিরে যদি না আসি আর, ঘুমিয়ে পড়লে মাগো
বুকেতে জড়িয়ে রেখো, ক্লান্ত জীবন।
ট্র্যাকগুলোর লিরিক্স লিখতে গিয়ে বহুবার আবেগপ্রবণ হয়েছি, চোখের কোন অশ্রু এসেছে। কখনো কখনো লিখতে গিয়ে বিরতি নিয়েছি নিজেকে সামলে নিতে।
আমার বিশ্বাস গানগুলো আগামী প্রজন্মের জন্য দেশপ্রেম এবং প্রেরণার উৎস হয়ে থাকবে। এ ধরনের একটি এ্যলবাম উপহার দেয়ার জন্য বাবু ভাইয়ের প্রতি থাকছে বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা। তার আরো বেশ কিছু এ্যালবামের গান সংরক্ষণের কাজ চলমান রয়েছে। এই এ্যলবামটির সবগুলো গানের লিরিক্স সংরক্ষণের কাজ শেষ হলো।
২৮ শে জুলাই, ২০২২ সকাল ১০:১৭
ইফতেখার ভূইয়া বলেছেন: জ্বী, ধন্যবাদ।
২| ২৮ শে জুলাই, ২০২২ সকাল ৯:৪৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: " দানবের হুংকারে দানবের জয়
যেন এই পৃথিবী মানুষের নয়
গোলামীতে কেটে যায় সারাবেলা, সারাদিন
ভোর রাতে মারা যায় ধর্ষিতা ইয়াসমিন
ঘুম ঘুম রাত যায়, ঘুম ঘুম দিন
ঘুম ঘুম রাত যায়, ঘুম ঘুম দিন
ক্ষয়ে যাওয়া সমাজের ক্ষয়ে যাওয়া মুখ
দেখেও তবু কারো জ্বলে না বুক
ভীণদেশি অশ্লীল নেচে ধর্ষিতার
হাহাকার বাতাসে কেঁদে যায় ! "
১৯৯৫ সালে ১৪ বছরের গৃহকর্মী ইয়াসমিন ধর্ষিত হয় এবং হত্যা করা হয় পুলিশ সদস্য দ্বারা। ইয়াসমিনের লাশ খেজুরের পাটিতে মুড়ে ভ্যানে ভ্যানে ঘুরেছে এবং ভীণদেশি নর্তকী মমতা কুলকার্নি বাংলাদেশে এসে নেচে গিয়েছিলো সে সময় !
কি অদ্ভুত সময়।
মাহামুদুরজ্জামান বাবু আমার পছন্দের শিল্পী। তার একটা এলব্যাম 'অন্ধ তীরন্দাজ' এখনো শোনা হয়।
২৮ শে জুলাই, ২০২২ সকাল ১০:১৮
ইফতেখার ভূইয়া বলেছেন: উনার অন্যান্য এ্যালবাম এবং ইয়াসমিন সম্পর্কে আমি অবগত। বিষয়গুলো মনে হলে খারাপ লাগাটাই স্বাভাবিক।
৩| ২৮ শে জুলাই, ২০২২ সকাল ১০:০০
জুল ভার্ন বলেছেন: মাহামুদুরজ্জামান বাবু যা-ই গায় তার চাইতে ভাব লয় বেশী- যা আমার অপছন্দ!
২৮ শে জুলাই, ২০২২ সকাল ১০:১৯
ইফতেখার ভূইয়া বলেছেন: সঙ্গীত শিল্পীদের সবাই ক্যামেরার সামনে ভালো পারফর্ম করেন না। খুব সম্ভবত ওখানে অনেকেই স্বস্তি বোধ করেন না।
৪| ২৮ শে জুলাই, ২০২২ সকাল ১০:৫৫
সোনাগাজী বলেছেন:
আমাদের জীবন কাহিনী নিয়ে গেয়েছেন।
২৮ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:২০
ইফতেখার ভূইয়া বলেছেন: আচ্ছা।
৫| ২৮ শে জুলাই, ২০২২ দুপুর ১২:৩০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ওনার গান ভালোই লাগে।
২৮ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:২১
ইফতেখার ভূইয়া বলেছেন: জ্বী, আমারও ভালো লাগে। ধন্যবাদ।
৬| ২৮ শে জুলাই, ২০২২ দুপুর ১:১৭
মোগল সম্রাট বলেছেন: উনি এখন কোথায়? বাংলাদেশের কেউিএকটু সেলিব্রেটি হয়ে উঠলেই শুনি স্ব-পরিবারে আমেরিকা, কানাডা কিংবা ইউরোপে সেটেল হয়ে গেছে।
উনার খবর কি?
২৮ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:২২
ইফতেখার ভূইয়া বলেছেন: যতদূর জানি উনি সম্ভবত এখন দেশেই আছেন। মাঝে উনি বেশ ক'বছর কানাডাতে ছিলেন, সম্ভবত উনার স্ত্রী ওখানে পি.এইচ.ডি করছিলেন। পরে সম্ভবত দেশে ফিরেছেন। পুরো বিষয়টা আমার পরিষ্কার জানা নেই। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৮ শে জুলাই, ২০২২ সকাল ৮:৫৮
অধীতি বলেছেন: ওনার খালি গলায় গাওয়া গানের অংশটুকো অসাধারণ লেগেছে আমার কাছে।
ভোর হয়নি আজ হলো না। গুণী শিল্পী।