নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

ইফতেখার ভূইয়া

গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

ইফতেখার ভূইয়া › বিস্তারিত পোস্টঃ

লালনসমগ্র - লালনের আট শতাধিক গানের সংকলন

২৯ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:০৮


বাংলা গানের প্রচলিত বিভিন্ন ধারার মধ্যে লালনসঙ্গীত অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। আর তাই দীর্ঘদিন ধরেই ভাবছিলাম বাংলা গানের এই অমূল্য সম্পদকে যে করেই হোক, যতটুকুই সম্ভব হোক সংরক্ষণ করার আপ্রান চেষ্টা অব্যাহত রাখবো। সেই চেষ্টারই অংশ হিসেবে অতি সম্প্রতি আবদেল মাননান সম্পাদিত "লালনসমগ্র" গ্রন্থটি সংরক্ষণের কাজ শেষ করতে পেরেছি। বর্তমানে "শাহ আবদুল করিম" -এর গান সংরক্ষণের কাজ অব্যাহত রয়েছে।

প্রাথমিক উদ্যোগ আমার হলেও মূলত বন্ধু রাশেদের একক প্রেচষ্টাতেই পুরো কাজটি সম্পন্ন করা হয়েছে। বিভিন্ন সময়ে তাকে সহযোগিতা করার চেষ্টা করেছি যাতে কাজটি দ্রুত শেষ করা যায়। লালন শাহ রচিত গানের সঠিক সংখ্যা জানা আজও সম্ভব না হলেও গ্রন্থটিতে আট শতাধিক গান স্থান পেয়েছে। গ্রন্থটিতে কয়েকটি গানের পুনরাবৃত্তি থাকাতে তা সম্পাদনার সময় বাদ দিয়ে দেয়া হয়েছে।

স্বাভাবিকভাবেই পুরো গ্রন্থটির কাজ শেষ করা যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার ছিলো। শত প্রচেষ্টা থাকা সত্ত্বেও ছোটখাটো কিছু বানান ভুল থাকা নিতান্তই অস্বাভাবিক নয়। তেমন কোন কিছু চোখে পড়লে পাঠকগণ অবশ্যই তা আমাদের রিপোর্ট করে জানাতে পারবেন তদুপরি এ ব্যাপারে পাঠকের ক্ষমাসুন্দর দৃষ্টি আশা করছি।

পুরো গ্রন্থটি পড়তে পারবেন এখান থেকে

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- শুভকামনা রইলো।

২৯ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:১৪

ইফতেখার ভূইয়া বলেছেন: ধন্যবাদ।

২| ২৯ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:২৭

রাজীব নুর বলেছেন: লালনের গান আমার খুব পছন্দ। আমার ঘরে একটা লালনের ছবি আছে।

২৯ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:১৫

ইফতেখার ভূইয়া বলেছেন: জেনে ভালো লাগছে। তবে আজকের অস্থির পৃথিবীতে ঘরে লালনের ছবি রাখার চেয়ে মনে হয় তার চেতনা অন্তরে ধারন করা বড় বেশী জরুরী। ধন্যবাদ।

৩| ২৯ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:০৩

শেরজা তপন বলেছেন: অভিনন্দন আপনাকে।
সময় করে অবশ্যই পড়বো কেননা লালন অলটাইম ফেভারিট

২৯ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:১৬

ইফতেখার ভূইয়া বলেছেন: বিষয়গুলো নিয়ে কাজ করছি বেশ ক'বছর হলো। আপনাদের পড়া হলেই কাজগুলো সার্থকতা পাবে।

৪| ২৯ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:০৭

জুল ভার্ন বলেছেন: অভিনন্দন এবং শুভ কামনা। আমি লালন ভক্ত। তবে লালন আখড়ায় লালন ভক্তদের কার্যকলাপে খুবই বিব্রতবোধ করি।

২৯ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:১৭

ইফতেখার ভূইয়া বলেছেন: পৃথিবীর সব ভক্তরাই ক্ষেত্র বিশেসে উস্তাদের চেয়ে দুই কাঠি সরেস বেশী হয়ে থাকে। এখানেও এর ব্যতিক্রম নয়। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.