নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

ইফতেখার ভূইয়া

গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

ইফতেখার ভূইয়া › বিস্তারিত পোস্টঃ

ত্রিদিব দস্তিদারের কবিতা সমগ্র

৩১ শে অক্টোবর, ২০২২ রাত ১২:৩৫


"ভালো বাসতে বাসতে ফতুর করে দেবো" কবিতা দিয়ে ব্যাপক পরিচিত পাওয়া চির তরুন ও বোহেমিয়ন কবি ত্রিদিব দস্তিদার। তিনি একাধারে কবি ও গীতিকার। সত্তর দশকের উত্তাল কালপর্বে এই রক্তিম তরুণ নিজেকে সমর্পিত করেন মাটি, মানুষ ও কবিতার অগ্নিমন্ত্রে। ১৯৭১-এ মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ এবং ১৯৭২-এ তাঁর কবিতার প্রথম প্রকাশ। আজীবন সংসার বিমুখ কবি তার জীবদ্দশায় সর্বমোট পাঁচটি কবিতাগ্রন্থ প্রকাশিত হয়েছিলো। তার কিছু অগ্রন্থতিত ও অপ্রকাশিত কবিতাও আমাদের হাতে এসেছে। ক্ষণজন্মা এই কবি ২০০৪ সালের ২৫ নভেম্বর মাত্র ৫৩ বছর বয়সে পরলোক গমন করেন।

কবির সবগুলো কবিতা গ্রন্থ সম্প্রতি সংরক্ষণের কাজ শেষ হয়েছে যা পড়তে পারবেন এখান থেকে।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০২২ রাত ৩:০৯

স্প্যানকড বলেছেন: লেখার শুরুতে যাহা লিখেছেন তাহা অমিতাভ দাশগুপ্ত এর একটা কবিতার লাইন যদি ভুল করে না থাকি। ভালো থাকবেন।

৩১ শে অক্টোবর, ২০২২ ভোর ৪:০৪

ইফতেখার ভূইয়া বলেছেন: অমিতাভ দাশগুপ্তের সাহিত্যকর্ম সংরক্ষণের কাজে হাত দেয়া হয় নি এখনো, তাই নিশ্চিত নই। কবি ত্রিদিব দস্তিদারের ঐ নামে একটি কবিতা গ্রন্থ প্রকাশ হয়েছে ১৯৯৯ সালে। ধন্যবাদ।

২| ৩১ শে অক্টোবর, ২০২২ ভোর ৬:৫১

সোনাগাজী বলেছেন:


মুক্তিযোদ্ধা কবির জন্য শুভেচ্ছা

০১ লা নভেম্বর, ২০২২ রাত ১২:১৭

ইফতেখার ভূইয়া বলেছেন: ধন্যবাদ।

৩| ৩১ শে অক্টোবর, ২০২২ সকাল ৭:১৪

খায়রুল আহসান বলেছেন: একটি অসামান্য কাজ করেছেন। আপনাকে অভিনন্দন এবং কবির প্রতি শ্রদ্ধা!

০১ লা নভেম্বর, ২০২২ রাত ১২:১৯

ইফতেখার ভূইয়া বলেছেন: চেষ্টা করছি স্যার। কাজগুলো বেশ সময় নিয়ে করতে হয়, ছুটির দিনগুলোতে সারাদিন বসে বসে এগুলোই করছি আপাতত। সপ্তাহের দিনগুলোতে অফিস নিয়েই ব্যস্ত থাকতে হয়, নিজের জন্য খুব বেশী সময় পাওয়া যায় না। এখনো অনেক কাজ বাকি পড়ে আছে। মন্তব্যে অনুপ্রানিত বোধ করছি। অনেক ধন্যবাদ।

৪| ৩১ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:০৬

রাজীব নুর বলেছেন: ত্রিদিব এর কবিতা আগে কখনও পড়ি নাই।

০১ লা নভেম্বর, ২০২২ রাত ১২:২১

ইফতেখার ভূইয়া বলেছেন: বাংলা সাহিত্য তথা কবিতা অনেক বিশাল বড় একটা ব্যাপার। কাজ করতে গিয়ে বুঝতে পারছি এর ব্যাপকতা। সময় করে পড়লে, শেয়ার করলেই কেবল কাজের সার্থকতা। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.