নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

ইফতেখার ভূইয়া

গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

ইফতেখার ভূইয়া › বিস্তারিত পোস্টঃ

অসময়ের গান - সোলস

০৮ ই নভেম্বর, ২০২২ সকাল ৭:২৮


বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ডদলগুলোর একটি হলো "সোলস"। দলটির জন্মলগ্ন থেকেই বিভিন্ন সময়ে বেশ কিছু প্রতিভাবান শিল্পী এই দলটির হয়ে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন তপন চৌধুরী, নকিব খান, কুমার বিশ্বজিৎ ও অকাল প্রয়াত রকস্টার আইয়ুব বাচ্চুর মতো গুণী শিল্পী। মূলত বাংলাদেশের স্বাধীনতা ঠিক পরবর্তী সময়েই এই দলটির আর্বিভাব ঘটে।

"অসময়ের গান" এ্যালবামটি ১৯৯৭ সালে প্রথম বাজারে আসে। সাউন্ডটেকের ব্যানারে রিলিজ হওয়া এই এ্যালবামটিতে সর্বমোট বারোটি ট্র্যাক রয়েছে। সাউন্ড গার্ডেনে ধারনকৃত এই এ্যালবামটির রেকর্ডিং টেকনিশিয়ান হিসেবে ছিলেন চারু ও আসাদ এবং মিক্সিং ও মাস্টারিং করেছেন ইমরান ও এম. আর. চৌধুরী। কাভার ডিজাইন করেছেন রেহমান আরিফ।

উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে, এভাবেই যদি, আমি আর ভাববোনা, আবেগের সুরে, দাঁড়িয়ে ছিলাম ইত্যাদি। সম্প্রতি এ্যালবামটির সবগুলো ট্র্যাকের লিরিকস গীতিকার, কন্ঠশিল্পী ও সুরকাররে তথ্যসহকারে সংরক্ষণের কাজ শেষ হয়েছে। সবগুলো ট্র্যাকের লিরিক্স পাওয়া যাবে এখানে। ধন্যবাদ।

মন্তব্য ১৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০২২ সকাল ৮:১৮

শেরজা তপন বলেছেন: বাহ ভাল কাজ করছেন প্রিয় একটা ব্যান্ড নিয়ে।

০৮ ই নভেম্বর, ২০২২ সকাল ৮:৪৩

ইফতেখার ভূইয়া বলেছেন: ধন্যবাদ তপন দা। তাদের আরো কিছু এ্যালবামের কাজ চলমান রয়েছে ধীরে ধীরে সেগুলোও তুলে ধরার ইচ্ছে আছে।

২| ০৮ ই নভেম্বর, ২০২২ সকাল ১০:৩০

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আহা ! একসময় মাতিয়ে রেখেছিলো ।

০৮ ই নভেম্বর, ২০২২ রাত ৯:৫০

ইফতেখার ভূইয়া বলেছেন: সত্যিই তাই। ধন্যবাদ।

৩| ০৮ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:০৩

নেওয়াজ আলি বলেছেন: চট্টগ্রামের আগ্রাবাদ অরূপ ভবনে (জাতীয় জাদুঘরের সাথে) নব্বই দশকে সোলষের অফিস ছিলো । ঠিক স্মরণ নাই এখন।

০৮ ই নভেম্বর, ২০২২ রাত ৯:৫১

ইফতেখার ভূইয়া বলেছেন: আচ্ছা, জানা ছিলো না। ধন্যবাদ।

৪| ০৮ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:৩৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
'পায়ের আওয়াজ শুনি ' খুবই পছন্দের গান।

০৮ ই নভেম্বর, ২০২২ রাত ৯:৫১

ইফতেখার ভূইয়া বলেছেন: জ্বী, ভীষণ সুন্দর একটা গান। ধন্যবাদ।

৫| ০৮ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:৫৩

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ । জানলাম। কখনও প্রয়োজন হলে- এখান থেকে লিরিক্স নিয়ে নিবো।

০৮ ই নভেম্বর, ২০২২ রাত ৯:৫১

ইফতেখার ভূইয়া বলেছেন: অবশ্যই। ধন্যবাদ।

৬| ০৮ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:৪৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




আপনার ওবেসাইট আরোও সমৃদ্ধ হোক এই প্রত্যাশা করছি।

০৮ ই নভেম্বর, ২০২২ রাত ৯:৫২

ইফতেখার ভূইয়া বলেছেন: আপাতত আমরা ১৮ হাজারের বেশী সাহিত্যকর্ম সংরক্ষণের কাজ শেষ করেছি। বেশ কিছু কাজ চলমান রয়েছে। অনেক ধন্যবাদ।

৭| ২৬ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:২৭

সাহাদাত উদরাজী বলেছেন: দারুন কাজ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.