নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

ইফতেখার ভূইয়া

গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

ইফতেখার ভূইয়া › বিস্তারিত পোস্টঃ

কাঁচা আম কোথায় পাবো?

১২ ই জুন, ২০২৪ রাত ১০:৫২


অনেক বছর পর, এ বছর বেশ কাঁচা আম খাওয়া হলো। প্রবাসে কাঁচা আম পাওয়ার আমার জন্য কিছুটা কঠিন। যদিও বা পাওয়া যায়, কাঁটাকুটি খানিকটা ঝামেলার বিষয় হয়ে দাঁড়ায়। শুকনো মরিচের গুড়ো আর লবন দিয়ে কাঁচা আম গজগজ করে চিবিয়ে খেতে আমার বেশ ভালো লাগে। সমস্যা হলো বিগত বেশ ক'দিন ধরে আমি কাঁচা আম খুঁজে পাচ্ছি না। বেশীরভাগই পাকা আম পাওয়া যাচ্ছে।

ক'দিন আগেই শ্বশুর বাড়ী থেকে ২০/২৫ কেজি আম এসেছে। বেশ কিছু ছিলো রাজশাহীর আর কিছু ছিলো নিজস্ব গাছে। ইচ্ছে মত মিষ্টি পাকা আমও খাওয়া হচ্ছে প্রায় প্রতিদিনই। আজ বিকেলেও গিন্নি ছেলেকে নিয়ে বাসার কাছের মার্টে গিয়েছিলো কিন্তু কাঁচা আম পায় নি। উপায় অন্ত না পেয়ে চাল-ডাল ডট কম থেকে কিছু বাজার করা হলো, সাথে কাঁচা আমের অর্ডার দেয়া হলো। আফসোস দিয়ে গেল আধা কাঁচা আধা পাকা আম। মেজাজ আমার ভীষণ রকম খারাপ হয়ে গেল। কাঁচা আম লিখে বিক্রি করছে আর দিয়ে যাচ্ছে অন্য কিছু। বাটপারীর একটা সীমা থাকা দরকার।

বুঝতে পারি যে এখন ধীরে ধীরে পাকা আম বাজারে আসছে। কিন্তু কাঁচা আম খাওয়ার ইচ্ছেটা এখনো উবে যায় নি। কেউ কি বলতে পারবেন কোথায় কাঁচা আম পাওয়া যাবে? বাজার মূল্যেই কিছু কাঁচা আম কিনতে আগ্রহী। কেউ তথ্য দিয়ে সহায়তা করতে পারলে বেশ ভালো হতো। ধন্যবাদ।

আপডেট (জুন ২৮,২০২৪): বিগত দু'সপ্তাহে বেশ ক'বার কাঁচা আম কিনতে গিয়ে ঠকে এসেছি। বিক্রেতা আমের পাশে কেটে সাদা একটা আম সাজিয়ে রেখে আমাকে আধা কাঁচা-পাকা আম ধরিয়ে দিয়েছে। বাসায় এসে বারবারই নিজেকে প্রতারিত মনে হয়েছে। নীতি-নৈতিকতা মানুষের সম্পূর্ণরূপে উঠে গেছে। সব মিথ্যেবাদীর দল।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০২৪ রাত ১১:৩০

ঢাকার লোক বলেছেন: নিকটবর্তী কোনো কাঁচাবাজার, যেখানে শাক সবজি বিক্রি করে, খুঁজে দেখতে পারেন।

১৩ ই জুন, ২০২৪ বিকাল ৪:০৫

ইফতেখার ভূইয়া বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.