নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক
আমরা যারা আশির দশকে প্রথমার্ধে জন্মেছি তাদের বেশীরভাগ মানুষই "শাফিন আহমেদ" নামটির সাথে বেশ পরিচিত, বিশেষ করে যারা বাংলা ব্যান্ড সঙ্গীতের ভক্ত বা অনুরাগী রয়েছেন তারা অবশ্যই তার নামটি শুনে থাকবেন। মূলত বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডদল "মাইলস"-এর মূল কন্ঠশিল্পী হিসেবেই আমরা তাকে চিনেছি, জেনেছি।
৯৩-এ যখন মাইলসের "প্রত্যাশা" এ্যালবামটি বের হলো তখন আমি বেশ ছোট। স্কুলে যাওয়া-আসার পথে ক্যাসেটের দোকানে তাদের এ্যালবামের কাভার (রানওয়েতে দাঁড়ানো) ছবিটি প্রায়ই দেখতাম। প্রায়ই তাদের গান উচ্চস্বরে বাজানো হতো। তখন বাসায় অবশ্য কোন ক্যাসেট প্লেয়ার ছিলোনা, সিডিতো অনেক দূরের বিষয়। গানগুলো শুনতে বেশ ভালো লাগতো। বড় হয়ে স্কুলের টিফিনের টাকা জমিয়ে একটা ওয়াকম্যান কেনা হলো কিন্তু হেডফোন কেনার টাকা নেই। আরো কিছুটা টাকা জমিয়ে স্পিকার কেনা হলো। সেইতো শুরু।
বেশ ক'বছর পর বাবাকে চাপাচাপি করে সনির একটা বুমবক্স কেনা হলো। যখন আরেকটু বড় হলাম, বাসায় কম্পিউটার এলে ১৯৯৬ সালে, সেটার সিডি-রমে শোনাহত গান। ২০১৭ সালের দিকে পছন্দের একটা স্টেরিও কেনা হলো (একটা ভিডিও জুড়ে দিলাম)।
এই সবগুলো প্লেয়ারেই মাইলসের গান শুনেছি, এখনো শুনছি।
মাইলস-এর বেশীরভাগ জনপ্রিয় গানই শাফিন আহমেদের গাওয়া। যতদিন, যতবারই গানগুলো শুনবো ততবারই তার কথা মনে পড়বে, ছোটবেলার স্মৃতিগুলো ভেসে উঠবে চোখের সামনে। শাফিন আহমেদ আমাদের মাঝে আর নেই, তবে তার ভক্ত আর গানের মাঝেই তিনি বেঁচে থাকবেন। ওপারে ভালো থাকুন তিনি।
©somewhere in net ltd.
১| ০২ রা আগস্ট, ২০২৪ দুপুর ১২:২১
সাহাদাত উদরাজী বলেছেন: এক সময়ে উনার গান শুনতাম, তিনি খুব স্টাইলিষ্ট ছিলেন, রিয়েল হিরো!