নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

ইফতেখার ভূইয়া

গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

ইফতেখার ভূইয়া › বিস্তারিত পোস্টঃ

তরুনের জয়গান

০২ রা আগস্ট, ২০২৪ রাত ১০:৩৭

ওরা দুর্বার, ওরা ক্ষিপ্র, ওরা দুর্বিনীত, অদম্য,
ওরা এগিয়ে যায়, করে সব শেকল ছিন্ন-ভিন্ন।
ওরা বিদ্যুৎ, ওরা বজ্র, ওরা শাণিত ছুরির চেয়েও ধারালো
ওরা অকাতরে দিয়ে যায় প্রান, জেগে ওঠে আবারও।

ওদের বুকেই জ্বলে গণতন্ত্রের লেলিহান তপ্ত শিখা,
মুখ থেকে ছুঁড়ে দেয় আগ্নেয়গিরির মত শব্দমালা,
ওরা এগিয়ে যায় বার বার মাড়িয়ে বুলেট-গ্রেনেড
ওদের মাঝেই দেখি আমি আগামী মুক্তির আভা।

ওরা দাবী তুলেছিলো নিজের অধিকারের
ওরা বলেছিলো সাম্যতার কথা,
ওরা রাজপথে হয়েছে নির্যাতিত, গুলিবিদ্ধ
সয়েছে যত ভাই হারানোর ব্যাথা।

ওরা রক্ত দিয়েছে, করেছে পণ আরো রক্ত দেবে
তবুও ছিনিয়ে আনবেই তোমার-আমার স্বাধীনতা,
এসো হাতে হাত রেখে নতুনের জয়গান করি
গাই সাম্যের গান, এই হোক বারতা।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০২৪ রাত ১১:৪৮

কাঁউটাল বলেছেন:

০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১২:১০

ইফতেখার ভূইয়া বলেছেন: অনেক সুন্দর আর অর্থবহ একটি ছবি। ধন্যবাদ।

২| ০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১২:২৮

সেলিম আনোয়ার বলেছেন: রৌদ বৃষ্টি ঝড় মাথার উপর অতঃপর
আছে প্রাণ নাশ গ্রেফতার হুমকি
স্বৈরাচারের পুলিশ -লীগের চোখ রাঙানি ধমকি
নির্বিচারে তারা করতে পারে গুলি
তাদের মাঝে লুকিয়ে আছে ঠাণ্ডা মাথার খুনী
ইতিমধ্যে গণহত্যায় মরেছে কয়েক শত
কয়েক হাজার হয়েছে ক্ষতবিক্ষত রক্তাক্ত, রাজপথ থাকার ঘর কিছুই যে নেই বাকি হেলিকপ্টার যুদ্ধ জাহাজ আছে ট্যাঙ্কার
এতো বাঁধা মৃত্যু আশঙ্কা সঙ্গে নিয়ে ই থাকি।
কোনো কিছুই আর দমাতে পারেনা
স্টুডেন্ট পাওয়ার অপ্রতিরোধ্য তারুণ্যের বলে
মা বাবা দেয় ভয়ভীতি সব বিসর্জন সন্তানের মুখপানে চেয়ে
তারাও পথে নামে পথে নামে সচেতন জনতা
তাইতো রাজপথে নেমেছে মানুষের ঢল
প্রবাসীরাও দারুন সচেতন প্রয়োজনে রেমিট্যান্স বন্ধ, ছাত্র ছাত্রী তরুণ সমাজ ওরাই যে দেশের হৃৎস্পন্দন ওরা ই দেশের ভবিষ্যৎ আমরা সবাই নিবেদিত ওদের ই জন্য,
গাই যৌবনের ই গান
তোমাদের লাল সালাম হে মৃত্যুঞ্জয়ী চির তারুণ্য।

০৩ রা আগস্ট, ২০২৪ রাত ১২:৪৬

ইফতেখার ভূইয়া বলেছেন: ভীষণ সুন্দর লিখেছেন সেলিম ভাই। লাল সালাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.