নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

ইফতেখার ভূইয়া

গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

ইফতেখার ভূইয়া › বিস্তারিত পোস্টঃ

আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে কি আমরা দাঁড়াতে পারি না!

২২ শে আগস্ট, ২০২৪ রাত ১১:৪৮

চলমান বন্যায় ব্যাপক শস্য ও জান-মালের ক্ষয়ক্ষতির আশঙ্কা করাটা মোটেই অমূলক বলে মনে হচ্ছে না। পত্রিকায় বেশ কিছু খবর পাচ্ছি যা দেখে এটা সুস্পষ্ট যে আটটি জেলার প্রায় ৩০ লাখ মানুষ মানবেতর জীবন-যাপন করছে। বিষয়টি আমাকে বেশ ভাবাচ্ছে, তারচেয়েও বেশী খারাপ লাগছে এই ভেবে যে ঘরে বসে আছি কিন্তু মানুষের সাহায্যে এগিয়ে আসতে পারছি না। কিছু শারীরিক সীমাবদ্ধতাও রয়েছে।

সামুর ব্লগারগণ অতীতেও দেশের বন্যার্তদের সাহায্যে এগিয়ে এসেছিলেন। খুব জানতে ইচ্ছে করছে চলমান আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে সামু কর্তৃপক্ষ আবারও দাঁড়াবে কি না। একটা উদ্যোগ নেয়া হলে আমি কিছু সহযোগীতা করতে চাই। আমার ধারনা ব্লগের অনেকেই তাদের সাধ্যমত এগিয়ে আসবেন। এ ব্যাপারে কর্তৃপক্ষ কিছু ভাবছেন কি না জানি না তবে আশা করবো বরাবরের মতোই কর্তৃপক্ষ এগিয়ে আসবেন। এটা জোর করে চাপিয়ে দেয়ার মতো কোন বিষয় নয়, তবে একটা জনহিতকর উদ্যোগে সামু যদি শরিক হয় তবে আমার মনে হয় খুব ভালো হতো। এ ব্যাপারে ব্লগারগণ কি ভাবছেন? আপনাদের মতামত পেলে হয়তো একটা উদ্যোগ নেয়া হয়ে যেতেও পারে। সবাইকে ধন্যবাদ।

আপডেট (আগস্ট ২৩, ৭:১১ পি.এম.): আমি প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে অনুদান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০২৪ রাত ১২:০৯

কাছের-মানুষ বলেছেন: ব্লগারদের পক্ষ থেকে, বিশেষ করে মডু টিমের পক্ষ থেকে একাউন্ট খুলে সাহায্যের আবেদন করে, আমরা কনট্রিবিউশন করতে পারি। আমার মনে হয়, অনেকেই এগিয়ে আসবে।

২৩ শে আগস্ট, ২০২৪ রাত ১২:৫১

ইফতেখার ভূইয়া বলেছেন: পূর্ণ সহমত পোষণ করছি। ধন্যবাদ।

২| ২৩ শে আগস্ট, ২০২৪ রাত ১২:২৭

মিথমেকার বলেছেন: একটি মানবিক উদ্যোগ নেয়া অত্যন্ত জরুরী!

২৩ শে আগস্ট, ২০২৪ রাত ১২:৫১

ইফতেখার ভূইয়া বলেছেন: সহমত পোষণ করছি। ধন্যবাদ।

৩| ২৩ শে আগস্ট, ২০২৪ রাত ১:০৮

অস্বাধীন মানুষ বলেছেন:
এই টার কি কোনো বিচার হওয়ার দরকার নাই।

২৩ শে আগস্ট, ২০২৪ রাত ২:৫৪

ইফতেখার ভূইয়া বলেছেন: অবশ্যই আছে তবে এখন আমাদের ওটা নিয়ে না ভেবে, দেশের মানুষের পাশে দাঁড়ানো বেশী জরুরী বলে আমার মনে হয়। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.