নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

ইফতেখার ভূইয়া

গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

ইফতেখার ভূইয়া › বিস্তারিত পোস্টঃ

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকার আশে-পাশের কিছু দেয়াল চিত্র

০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৫৫

আগস্ট ৫ এর কয়েকদিন পর থেকেই ঢাকা শহরের বিভিন্ন স্থানের রাস্তার পাশের দেয়ালগুলোর লিখা ও চিত্রকর্ম পাল্টে যেতে থাকে। আমি নিশ্চিত পুরো বাংলাদেশের মানুষই সেটা দেখেছেন ও জেনেছেন। বিষয়টি আমার নজরও এড়িয়ে যায় নি। পুরো বিষয়টিই আমার বেশ ভালো লেগেছে।

আগস্ট এর ১২ তারিখ টি.এস.সি. গিয়েছিলাম কোন একটা কারনে। হঠাৎই মনে হলো একটু ঘুরে দেখা প্রয়োজন। সাথেই ক্যামেরা ছিলো, ভাবলাম কিছু ভিডিও করে নিয়ে গেলে দেশের অন্যান্য অঞ্চল ও প্রবাসের বাঙালী লোকজনও দেখতে পারবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকার আশে-পাশের কিছু বর্তমান দেয়াল চিত্র। আমি যখন গিয়েছিলাম তখনও অনেক ছাত্র-ছাত্রী দেয়ালে কাজ করছিলেন। সিদ্ধান্ত অনেকটাই হঠাৎ করে নেয়াতে সময়ও তেমন হাতে ছিলো না। যতটুকু দেখেছি তা আপনাদের সাথে শেয়ার করছি।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:৪৭

শেরজা তপন বলেছেন: আঁকাআঁকি এখনো চলছে তাহলে!
দারুন এক ইতিহাস ক্যামেরা বন্দি করে রাখলেন।

০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:০৩

ইফতেখার ভূইয়া বলেছেন: বিষয়গুলো নিয়ে আমি আসলে কিছুটা উৎসুক ছিলাম। অনেক জায়গাতেই বেশ অসাধারণ দেয়াল চিত্র আঁকা হয়েছে যা আমার ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ।

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:১৪

ক্লোন রাফা বলেছেন: এগুলোকে গ্রাফিতি বলছে এবং এগুলো নিয়ে আহ্লাদিত হয়ে টক’শোতে আলোচনাও করছে কেউ কেউ‼️ কিছু মনে কইরেননা এগুলোকে আমি কোনভাবেই গ্র্যাফিতি বলে প্রকৃত গ্র্যাফিতির অপমান করতে পারবোনা।
যারা যা দেখেনি তাদের কাছে তা ভাল লাগতেই পারে এটা ভেবে যে এরা’তো আর প্রফেশনাল আঁকিয়ে না। আমার কাছে শুধুই রঙিন আবর্জনা মনে হোচ্ছে। এর চাইতে ভালো হইতো যদি বাংলাদেশের রঙে রঙিন করা হইতো!
ধন্যবাদ॥

০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:০৪

ইফতেখার ভূইয়া বলেছেন: একটা বিষয়কে সবাই একই দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবে না এটাই স্বাভাবিক। ধন্যবাদ।

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:২৩

আজব লিংকন বলেছেন: ইশ আমার পছন্দের গ্রাফিটি টা।
অনেক গ্রাফিতি নাই মুছে ফেলা হয়েছে।
সেকুলারিজমকে তার এত ঘৃণা করে কেন?

১৯ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৩২

ইফতেখার ভূইয়া বলেছেন: আমারও বেশ ভালো লেগেছে ঐ গ্রাফিটিগুলো, কারা যেন লিখায় ঘষা-মাজা করেছে। দুঃখজনক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.