নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

ইফতেখার ভূইয়া

গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

ইফতেখার ভূইয়া › বিস্তারিত পোস্টঃ

নূর ইসলামকে কিভাবে সহায়তা করা যায়?

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৪৫



নূর ইসলাম নামের এই বাচ্চাটি ময়লার স্তুপে কুঁড়িয়ে পাওয়া খেলনা মনে করে সাউন্ড গ্রেনেড নিয়ে খেলতে গিয়ে হাতের চারটি আঙুল হারিয়েছে। ধারনা করা হচ্ছে আন্দোলনের সময় ছোঁড়া অবিস্ফোরিত গ্রেনেড কুঁড়িয়ে পেয়েছে কিংবা থানা থেকে লুট হওয়া সরঞ্জামের মধ্যে থেকে কেউ এটা ফেলে চলে গেছে। কারণ যেটাই হোক, ছোট একটা বাচ্চা এত অল্প বয়সে তার ডান হাতের আঙুল হারানোতে তার মা-বাবার মতোই আমিও তার ভবিষ্যত নিয়ে বেশ উদ্বিগ্ন। ভাবছি ছেলেটা পড়াশোনা কিভাবে করবে বা আদৌ করতে পারবে কিনা!

আপাতত আমি দেশে নেই, থাকলে হয়তো নিজেই বাচ্চাটাকে দেখতে যেতাম ওর পরিবারের সাথে কথা বলে বোঝার চেষ্টা করতাম কি করা যায়। ভাবছি বাচ্চাটার জন্য এমন কিছু কি করা যায় যাতে ওর পড়াশোনা বন্ধ না হয়ে যায়, যাতে ও অন্তত উচ্চ-মাধ্যমিক পর্যন্ত পড়াশোনাটা চালিয়ে নিতে পারে। ওর বাবা-মা নিতান্তই দরিদ্র। আমি বাচ্চাটাকে সাহায্য করতে আগ্রহী। আপনাদের কারো সুন্দর ও গঠনমূলক কোন পরামর্শ থাকলে আমাকে জানাতে পারেন। মহান রাব্বুল আলামিন সকল বাচ্চাদের নিরাপদ রাখুন। ধন্যবাদ।

তথ্যসূত্র: প্রথম আলো

মন্তব্য ৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১:০৭

রূপক বিধৌত সাধু বলেছেন: সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে শিশুটির বাবা হৃদয় ওরফে টিপু রিকশাচালক। আর মা বিউটি আক্তার অন্যের বাসায় কাজ করেন। তাদের একমাত্র সন্তান নূর। চিকিৎসা ব্যয় বহনই তো দুঃসাধ্য পরিবারটির জন্য।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১:৩২

ইফতেখার ভূইয়া বলেছেন: সেটা একটা বিষয় অবশ্যই তবে সেটা দীর্ঘ-মেয়াদী সমস্যা নয় বলে আমার মনে হয়। পরিবারটির সাথে যোগাযোগ করে এটার সমাধান সম্ভব। আমি ভাবছি বাচ্চাটা পড়াশোনা আর ভবিষ্যৎ নিয়ে।

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ সহায় হউন

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৭

ইফতেখার ভূইয়া বলেছেন: আল্লাহ সবাইকে হেফাজত করুন।

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪৫

শাওন আহমাদ বলেছেন: আহা, কি ফুটফুটে বাচ্চা! এত মন খারাপের খবর চারদিকে, দম বন্ধ লাগে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:৫৭

ইফতেখার ভূইয়া বলেছেন: সত্যিই তাই। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.