নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ একজন মানুষ। বলার মতো বিশেষ কিছু নেই। মনের ভাবনাগুলো তুলে ধরতে চাই। ভালো লাগে কবিতা, লিখা-লিখি আর ছবি তোলা, এইতো! https://prokashoni.net

ইফতেখার ভূইয়া

গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

ইফতেখার ভূইয়া › বিস্তারিত পোস্টঃ

ভালোলাগা শিল্পী - মুসাররাত নাজির

৩০ শে জুন, ২০২৫ দুপুর ১২:০৩


উপরের ছবিতে যে ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছেন তিনি পাকিস্তানের এক সময়কার বেশ জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও চলচ্চিত্র অভিনেত্রী। মুসাররাত নাজির মূলত ৫০ ও ৬০ এর দশকে বেশ কিছু উর্দূ ও পাঞ্জাবী ভাষায় নির্মিত পাকিস্তানী চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। তবে তার সঙ্গীত জীবন আরো দীর্ঘ। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর তিনি তার স্বামীর সাথে কানাডা পাড়ি জমান। সেই থেকে মূলত তিনি নিজেকে জনস্মুখ থেকে ধীরে ধীরে সরিয়ে নেন। তার সঙ্গীত জীবনে খুব অল্প সময়ের মাঝেই বেশ কিছু জনপ্রিয় গানে কন্ঠ দিয়ে ব্যাপক গ্রহণযোগ্যতা পান।

বছর খানেক আগে ভারতীয় সঙ্গীত শিল্পী (কাজীনামা) তার চ্যানেলে মুসাররাতের গাওয়া "আহিস্তা আহিস্তা" ট্র্যাকটি নতুন করে রিমিক্স করে প্রকাশ করেন। গানটি উপ-মহাদেশের অনেক শ্রোতার কাছেই বেশ ভালোলাগে এবং মোটামুটি বেশ আলোড়ন তৈরী করে। অনেকটা খাম-খেয়ালিপনার মাঝেই আমি গানটি খুঁজে পাই এবং মনযোগ দিয়ে বেশ ক'বার শোনার পর বেশ ভালোও লাগে। আপনারাও শুনে দেখতে পারেন এখান থেকে।


অনেক পুরোনো শিল্পী এবং দীর্ঘদিন মিডিয়া থেকে অনুপস্থিত থাকায় তার নতুন কোন এ্যালবাম পাওয়া যায় নি। অনেক খোঁজাখুজি করে "কুবাজ" থেকে গানটির অরিজিনাল ট্র্যাকটিও নামিয়ে নেই এবং মনযোগ দিয়ে শুনি। অরিজিনাল ট্র্যাকটি শুনতে পাবেন এখানে।


মূলত এখান থেকেই তার গানের প্রতি একরকম ভালোলাগা শুরু হয়। পুরোনো বেশ কিছু এ্যালবাম খুঁজে পেয়ে সেগুলোও কালেকশানে সংরক্ষণ করলাম। সব এ্যালবাম এখনো শোনা হয় নি। কিছু ট্র্যাক শোনার পর মনে হেয়েছে গানগুলো নতুন করে রি-ক্রিয়েট করা হলে বেশ ভালো হতো। যাইহোক, আমি উর্দূ ভালো বুঝি না আর পাঞ্জাবী ভাষাতো একেবারেই নয়। তারপরেও মুসাররাতের আরো কিছু একক গানের এ্যালবাম সংগ্রহ করার ইচ্ছে আছে। হয়তো ধীরে সুস্থে সেটাও করা হবে।

উনার জন্ম ১৯৪০ সালে। বুঝতেই পারছেন, বেশ বয়স হয়েছে। শিল্পীর সুস্থতা ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। ধন্যবাদ।

ছবি কপিরাইট: ডিজার, তবে আমার এডিট করা।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০২৫ বিকাল ৩:২৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: তারা বেঁচে আছেন কাজের মাধ্যমে।

০১ লা জুলাই, ২০২৫ রাত ১২:৩০

ইফতেখার ভূইয়া বলেছেন: স্বাভাবিক নিয়ম সেটাই। ধন্যবাদ।

২| ৩০ শে জুন, ২০২৫ বিকাল ৩:২৪

অধীতি বলেছেন: জানতাম না ওনার সম্পর্কে। ধন্যবাদ।

০১ লা জুলাই, ২০২৫ রাত ১২:৩১

ইফতেখার ভূইয়া বলেছেন: এখনতো জেনেছেন। ধন্যবাদ।

৩| ০১ লা জুলাই, ২০২৫ দুপুর ২:০৬

রাজীব নুর বলেছেন: আমার ব্যর্থতা দেখুন, আমি আজই তাকে প্রথম চিনলাম।

০১ লা জুলাই, ২০২৫ রাত ৯:৩৬

ইফতেখার ভূইয়া বলেছেন: এখানে ব্যর্থতার কিছু নেই। যার যে ব্যাপারে ভালোলাগা কাজ করে সে বিষয়ে হয়তো একটু-আধটু বেশীই জানে আর এটাই স্বাভাবিক। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.