![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক
আজ ১৪ই জুলাই পালিত হচ্ছে "জুলাই নারী দিবস"। এ উপলক্ষে সংস্কৃতি মন্ত্রনালয়ের তত্ত্বাবধানে বিশেষ অনুষ্ঠান হতে চলেছে সন্ধ্যে ৬টা থেকে। শহীদ মিনারে এই অনুষ্ঠানটি পালন করা হবে। অনুষ্ঠান শেষে থাকবে "ড্রোন শো"। বিস্তারিত জানতে পারবেন এখান থেকে। অনুষ্ঠানটিতে যাওয়ার বিশেষ ইচ্ছে রয়েছে। তবে আবহওয়ার পূর্বাভাস দেখে খুব একটা ভরসা পাচ্ছি না। আর কেউ কি যাচ্ছেন বা যেতে চাচ্ছেন? মন্তব্যে জানাতে পারেন। অনুষ্ঠানে উপস্থিত থাকলে দেখাও হয়ে যেতে পারে। ধন্যবাদ।
১৪ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:৩৭
ইফতেখার ভূইয়া বলেছেন: সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো থাকা হবে। আগের গণভবন-টাই কি এখন "জুলাই মিউজিয়াম" হয়েছে?
২| ১৪ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:৪৯
আরোগ্য বলেছেন: আচ্ছা আদতে কি কোন পুরুষ দিবস আছে? এসব দিবস পালন কি নারীর অবমূল্যায়ন নয় অথচ পৃথিবী টিকে থাকার জন্য নারী পুরুষ উভয়ের ভূমিকা বিদ্যমান।
১৫ ই জুলাই, ২০২৫ দুপুর ১:০৭
ইফতেখার ভূইয়া বলেছেন: ইতিহাস, সমাজ ও সভ্যতা বির্নিমানে নারীর অবদান কখনোই পুরুষের সমান বলে ব্যক্তিগতভাবে আমি মনে করি না। তাদের আরো এগিয়ে আসার প্রয়োজন আছে। নারী দিবস করে তাদের কিছুটা উৎসাহিত করা হয় বটে তবে বরাবরই আনুষ্ঠানিকতার বাইরে তাদের অবদান নিয়ে প্রশ্ন থেকেই যায়। জুলাই আন্দোলনে অনেক নারী অংশগ্রহণ করেছেন বটে তবে সেটা কখনোই পুরুষের সমান সংখ্যায় কখনোই নয়। আর যারা আত্মহুতি দিয়েছেন রাজপথে, তাদের সংখ্যায়ও নারী-পুরুষে ব্যাপক ব্যবধান রয়েছে।
এই আন্দোলনের সময় আমি বাংলাদেশে অবস্থান করেছিলাম, সামনে থেকে সব দেখেছি, আন্দোলনের বেশ কিছু ভিডিও আমার ব্যক্তিগত চ্যানেলের বাংলাদেশ প্লে-লিস্টে দেয়া আছে, প্রয়োজনে সেটাও দেখতে পারেন। বলার উদ্দেশ্য নারীর অংশগ্রহণকে ছোট করে দেখা নয় বরং প্রকৃত সত্যটা তুলে ধরা। নারী দিবস করে সেই বিভাজনের দাগটা টেনে দেয়া ছাড়া আর কোন কাজ হয় নি।
৩| ১৫ ই জুলাই, ২০২৫ দুপুর ১:৫৭
রাজীব নুর বলেছেন: আপনাকে ধন্যবাদ বিষয়টা অবগত করার জন্য।
১৫ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:৫০
ইফতেখার ভূইয়া বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ জানাই।
৪| ১৫ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:২৫
আরোগ্য বলেছেন: আপনার এই প্রতিমন্তব্যে নারীবাদীদের গায়ে ফোসকা পড়বে। সত্যটা অকপটে তুলে ধরার জন্য সাধুবাদ জানাই। সবার জন্য সবকাজ নয়। নিজ নিজ ফিল্ডে সবাই সক্রিয় থাকবে এতেই সকলের কল্যান।
১৫ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৬:০০
ইফতেখার ভূইয়া বলেছেন: বিগত কয়েক দশক ধরে চলে আসা ও প্রচলিত তথাকথিত নারীবাদী ধারনার সাথে একমত নই। আমি মনে করি, নারী কে নারী মনে করারও আগে সে একজন মানুষ, সে হিসেবে তার অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র, প্রশাসন, সমাজ তথা আমাদের সবার দায়িত্ব। সংবিধানও সকল নাগরিককে সম-দৃষ্টিতে দেখার সুযোগ করে দিয়েছে। সমাজের আর দশজন মানুষের মত তাকেও মানুষ হিসেবেই গণ্য করতে হবে সবার আগে। নারী বলে তার জন্য স্পেশাল কোন সুযোগ-সুবিধার পক্ষে আমি নাই। তাদের জন্য মেট্রো কিংবা বাসে আলাদা সিটের ব্যবস্থা করা, সংসদে সংরক্ষিত আসন রাখা বরাবরই প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে প্রমাণ করে তারা পুরুষের সমকক্ষ নয়। তাদের এ ধ্যান-ধারনা থেকে বের হয়ে আসা উচিত। নিজস্ব মেধা, জ্ঞান ও প্রচলিত সুযোগ কাজে লাগিয়ে নারীকে তার অবস্থান নিজেই তৈরী করতে হবে। এ ক্ষেত্রে পুরুষের মুখাপেক্ষী হওয়া কিংবা বিশেষ সুবিধা পাওয়ার প্রত্যাশা ও দাবী করা, তাদের অক্ষমতারই বহিঃপ্রকাশ।
মনে রাখতে হবে নারী ও পুরুষ পরস্পরের প্রতিযোগী নয়, সহযোগী। সুন্দর ও সুস্থ সমাজ ব্যবস্থার জন্য সবাইকে সমানভাবে এগিয়ে আসতে হবে এবং অবদান রাখতে হবে। তা না হলেও সাম্যতার প্রত্যাশা করা বোকামি ও অযৌক্তিক। ধন্যবাদ।
৫| ১৬ ই জুলাই, ২০২৫ রাত ৯:৪১
জুল ভার্ন বলেছেন: জ্বি ভাই, গণভবনই জুলাই মিউজিয়াম। মেইন স্ট্রাকচারাল চেঞ্জ করেনি, তবে কিছু ছোট ছোট স্থাপনা তৈরী করেছে। এই বিষয় নিয়ে আমি একটি পোস্ট দেবো।
১৯ শে জুলাই, ২০২৫ ভোর ৪:১০
ইফতেখার ভূইয়া বলেছেন: অপেক্ষায় থাকছি, ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৪ ই জুলাই, ২০২৫ বিকাল ৪:১৮
জুল ভার্ন বলেছেন: যদি ৫ আগস্ট পর্যন্ত দেশে থাকেন এবং ঐদিন জুলাই মিউজিয়ামে যান তাহলে দেখা হবে.... এবং এবং একটা সারপ্রাইজ আছে....