![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক
ক'দিন আগেই (সেপ্টেম্বর ১৯, ২০২৫) মাত্র ৫২ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন আসামের ছেলে জুবিন গার্গ। প্রতিভাবান এই মানুষটি ছিলেন একাধারে গীতিকার, সুরকার, অভিনেতা ও জনপ্রিয় সঙ্গীত শিল্পী। মূলত অসমীয়া ও বাংলা ভাষা ছাড়াও অন্তত আরো ৩০ টিরও বেশী ভাষায় তিনি গান গেয়েছেন। সঙ্গীতাঙ্গনে তার পদার্পন অনেক আগে হলেও তার ব্যাপারে প্রথম জানতে পারি "ইয়া আলী" গানটির মাধ্যমে। ২০০৬ সালে রিলিজ হওয়া হিন্দী ভাষার "গ্যাঙ্গস্টার" মুভিটিতে তার গাওয়া ঐ গানটি সে সময়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। যদিও ঐ মুভিটি সে সময়ে বাংলাদেশেও ব্যাপক সাড়া ফেলে মূলত গুরু জেমসের গাওয়া "ভিগি ভিগি" গানটির জন্য। এখান থেকেই জুবিন-দার ব্যাপারে কম-বেশী জানতে শুরু করি।
পরের বছর, মানে ২০০৭ সালে তার একক একটি স্টুডিও এ্যালবাম বের হয়েছিলো "জিন্দেগী" নামে। ঐ এ্যালবামটি এখন অনলাইনে খুব একটা খুঁজে পাওয়া না গেলেও আমার ব্যক্তিগত কালেকশানে রয়েছে। তার গায়কি ও কন্ঠ, দুটোই আমার কাছে বেশ ভালো লাগতো। অনেক বছর পর ২০১৩ সালে তার আরেকটি স্টুডিও এ্যালবাম "পাকিজা" রিলিজ হয়েছিলো। ঐ এ্যালবামটির টাইটেল ট্র্যাকটি আমার কাছে এক কথায় অসাধারণ লেগেছে। এ ছাড়াও ঐ এ্যালবামেরই "পিয়া" ও "কাফুর" ট্র্যাকটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে।
সূত্রমতে, তার গাওয়া গানের সংখ্যা ৪০ হাজারের মতো। খুব স্বাভাবিকভাবেই বলা যায় তার মিউজিক্যাল ক্যারিয়ার বেশ দীর্ঘ। তার কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন অগণিত পুরষ্কার ও কোটি মানুষের ভালোবাসা। মাত্র তিন বছর বয়স থেকে আমৃত্যু আগা-গোড়া একজন শিল্পী ছিলেন। কোন সন্দেহ নেই যে তার অকাল মৃত্যুর সংবাদে, তার অনেক ভক্তের মতোই আমিও বেশ ব্যথিত হয়েছি। মহান সৃষ্টিকর্তা তার পরিবার ও কাছের সবাইকে এই শোক সইবার শক্তি দিন, ওপারে ভালো থাকুন আমাদের প্রিয় শিল্পী এটাই প্রত্যাশা করি।
০৬ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৩
ইফতেখার ভূইয়া বলেছেন: উনার মৃত্যুর ব্যাপার শতভাগ সত্য না জেনে ঠিক বলতে পারছি না। তবে অপমৃত্যুর কথা কোথাও শুনেছি বলে মনে হচ্ছে। ঘটনা যা-ই হোক তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, এটাই এখন ধ্রুব সত্য। শিল্পীর আত্মার শান্তি কামনা করা ছাড়া তেমন কিছু আসলে আমাদের আর করার নেই। মন্তব্যের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৬ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৫৩
সৈয়দ কুতুব বলেছেন: জুবিনের ইয়া আলি গানটা আমি এখনো শুনি । বাংলাদেশে গান করেছে ঢাকার পোলা ভেরি ভেরি smart . বিষ দিয়ে মেরেছে তাই না ? মানুষ যে কত হারামি হয় এসব ঘটনা দেখলে বুঝা যায় ।