| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইফতেখার ভূইয়া
গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক
এ বছরের মাঝামাঝি দিকে এ্যাপল এর ম্যাক ও.এস. টাহো রিলিজ হওয়ার পর থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম আমার ডেল ল্যাপটপটিতে অপারেটিং সিস্টেমটি ইন্সটল করে ট্রাইআউট করতে। বিগত ম্যাক ও.এস. এর তুলনায় টাহো ইন্সটল (হ্যাকিন্টোশ) করা বেশ জটিল হয়ে গেছে। যাইহোক, বিগত কয়েক সপ্তাহ ধরে রাত-দিন জেগে কাজ করে অবশেষে টাহো ইন্টসল করা সম্ভব হয়েছে।
এখানে কিছু বিষয় বেশ গুরুত্বসহকারে মনে রাখা জরুরী। এ্যাপল যেহেতু ধীরে ধীরে তাদের কম্পিউটারগুলো কাস্টম এ্যাপল চিপসেট ভিত্তিক ডিভাইস হিসেবে রিলিজ করছে তাই থার্ড পার্টি ডিভাইসের সাপোর্টও অনেকটাই কমে এসেছে। বিশেষ করে ইন্টেল প্রসেসর ভিত্তিক যত এ্যাপল কম্পিউটার রয়েছে তাদের জন্য টাহোই হবে শেষ ঠিকানা। পরিষ্কারভাবে বলতে গেলে, টাহো এর পর আর কোন ভবিষ্যৎ ম্যাক ওএস-এ ইন্টেল প্রসেসর ভিত্তিক ম্যাক অথবা অন্য কোন কম্পিউটার জন্য সাপোর্ট থাকবে না। সেদিক থেকে বর্তমানে যারা ইন্টেলের দশম প্রজন্মের প্রসেসর ভিত্তিক কম্পিউটার ব্যবহার করছেন তারা বেশ সৌভাগ্যবান বলা যায়।
আমার ল্যাপটপটির প্রসেসর মূলত অষ্টম প্রজন্মের তাই এটাতেও টাহো ইন্সটল করা সম্ভব ছিলো। তদুপরি এখানে মনে রাখা জরুরী যে, টাহো অপারেটিং সিস্টেমে এ্যাপলের বহুল প্রচতি "এ্যাপলএইচ.ডি.এ." কেক্সট ফাইল পুরোপুরি সরিয়ে ফেলা হয়েছে। তাই এতদিন যারা পুরোনো কেক্সট ব্যবহার করছিলেন তাদেরকে অবশ্যই প্যাচ ব্যবহার করতে হবে অথবা "ভুডুএইচ.ডি.এ" কেক্সট ব্যবহার করতে হবে। পাশাপাশি যারা অতীতে আনঅফিশিয়াল ব্রডকম বা অন্যকোন তৃতীয় পক্ষের ওয়াই-ফাই মডিউল ব্যবহার করছিলেন তাদেরকেও বেশ ঝামেলা পোহাতে হবে। ইন্টেল ভিত্তিক মডিউল অবশ্য এখনো সমর্থন করছে।
ইথারনেট ব্যবহারেও আপনাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু মাথায় রাখতে হবে। যেমন রিয়েলটেক ভিত্তিক ইথারনেট সমর্থনের জন্য আপনাকে পুরোনো কেক্সট ব্যবহার করতে হবে। তবে ইন্টেল ভিত্তিক ইথারনেট হলে বিষয়গুলো অনেকটাই সহজ হয়ে যাবে।
টাহো বেশ বড় অপারেটিং সিস্টেম। তাই রিকভারি ইমেজভিত্তিক ইন্সটলেশনের জন্য ভালো ইন্টারনেট কানেকশান জরুরী। সেদিক থেকে আপনাকে অবশ্যই ওয়াই-ফাই বা ইথারনেট ভিত্তিক ড্রাইভার আগে থেকেই ই.এফ.আই.-এ যুক্ত করে রাখতে হবে। আরেকটি অত্যন্ত জরুরী বিষয় হলো, ইউ.এস.বি ম্যাপিং। মানে আপনার ল্যাপটপে যতগুলো এই.এস.বি. পোর্ট রয়েছে সেগুলো আগে থেকে ই.এফ.আই এর কেক্সট তৈরী করে তা টাহো-কে জানিয়ে দিতে হবে। অতীতে এ ধরনের ম্যাপিং না করলেও হতো কিন্তু এখন আর সঠিক ম্যাপিং ছাড়া টাহো ইন্সটল করা সম্ভব হবে না।
আমার ল্যাপটপের ই.এফ.আই.-টি গিটহাবে শেয়ার করে দিয়েছি। একই মডেলের ল্যাপটপ কেউ ব্যবহার করে থাকলে এই ই.এফ.আই ব্যবহার করে চেষ্টা করে দেখতে পারেন। গিটহাবে দু'টো স্ক্রীণশট যুক্ত করে দিয়েছি বোঝার সুবিধার্থে। আরো কোন সুর্নিদিষ্ট প্রশ্ন থাকলে তা কমেন্টে জিজ্ঞেস করতে পারেন। আমার সাধ্যমত সহযোগিতা করার প্রয়াস থাকবে।
©somewhere in net ltd.