| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইফতেখার ভূইয়া
গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক
এ বছরের মাঝামাঝি দিকে এ্যাপল এর ম্যাক ও.এস. টাহো রিলিজ হওয়ার পর থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম আমার ডেল ল্যাপটপটিতে অপারেটিং সিস্টেমটি ইন্সটল করে ট্রাইআউট করতে। বিগত ম্যাক ও.এস. এর তুলনায় টাহো ইন্সটল (হ্যাকিন্টোশ) করা বেশ জটিল হয়ে গেছে। যাইহোক, বিগত কয়েক সপ্তাহ ধরে রাত-দিন জেগে কাজ করে অবশেষে টাহো ইন্টসল করা সম্ভব হয়েছে।
এখানে কিছু বিষয় বেশ গুরুত্বসহকারে মনে রাখা জরুরী। এ্যাপল যেহেতু ধীরে ধীরে তাদের কম্পিউটারগুলো কাস্টম এ্যাপল চিপসেট ভিত্তিক ডিভাইস হিসেবে রিলিজ করছে তাই থার্ড পার্টি ডিভাইসের সাপোর্টও অনেকটাই কমে এসেছে। বিশেষ করে ইন্টেল প্রসেসর ভিত্তিক যত এ্যাপল কম্পিউটার রয়েছে তাদের জন্য টাহোই হবে শেষ ঠিকানা। পরিষ্কারভাবে বলতে গেলে, টাহো এর পর আর কোন ভবিষ্যৎ ম্যাক ওএস-এ ইন্টেল প্রসেসর ভিত্তিক ম্যাক অথবা অন্য কোন কম্পিউটার জন্য সাপোর্ট থাকবে না। সেদিক থেকে বর্তমানে যারা ইন্টেলের দশম প্রজন্মের প্রসেসর ভিত্তিক কম্পিউটার ব্যবহার করছেন তারা বেশ সৌভাগ্যবান বলা যায়।
আমার ল্যাপটপটির প্রসেসর মূলত অষ্টম প্রজন্মের তাই এটাতেও টাহো ইন্সটল করা সম্ভব ছিলো। তদুপরি এখানে মনে রাখা জরুরী যে, টাহো অপারেটিং সিস্টেমে এ্যাপলের বহুল প্রচতি "এ্যাপলএইচ.ডি.এ." কেক্সট ফাইল পুরোপুরি সরিয়ে ফেলা হয়েছে। তাই এতদিন যারা পুরোনো কেক্সট ব্যবহার করছিলেন তাদেরকে অবশ্যই প্যাচ ব্যবহার করতে হবে অথবা "ভুডুএইচ.ডি.এ" কেক্সট ব্যবহার করতে হবে। পাশাপাশি যারা অতীতে আনঅফিশিয়াল ব্রডকম বা অন্যকোন তৃতীয় পক্ষের ওয়াই-ফাই মডিউল ব্যবহার করছিলেন তাদেরকেও বেশ ঝামেলা পোহাতে হবে। ইন্টেল ভিত্তিক মডিউল অবশ্য এখনো সমর্থন করছে।
ইথারনেট ব্যবহারেও আপনাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু মাথায় রাখতে হবে। যেমন রিয়েলটেক ভিত্তিক ইথারনেট সমর্থনের জন্য আপনাকে পুরোনো কেক্সট ব্যবহার করতে হবে। তবে ইন্টেল ভিত্তিক ইথারনেট হলে বিষয়গুলো অনেকটাই সহজ হয়ে যাবে।
টাহো বেশ বড় অপারেটিং সিস্টেম। তাই রিকভারি ইমেজভিত্তিক ইন্সটলেশনের জন্য ভালো ইন্টারনেট কানেকশান জরুরী। সেদিক থেকে আপনাকে অবশ্যই ওয়াই-ফাই বা ইথারনেট ভিত্তিক ড্রাইভার আগে থেকেই ই.এফ.আই.-এ যুক্ত করে রাখতে হবে। আরেকটি অত্যন্ত জরুরী বিষয় হলো, ইউ.এস.বি ম্যাপিং। মানে আপনার ল্যাপটপে যতগুলো এই.এস.বি. পোর্ট রয়েছে সেগুলো আগে থেকে ই.এফ.আই এর কেক্সট তৈরী করে তা টাহো-কে জানিয়ে দিতে হবে। অতীতে এ ধরনের ম্যাপিং না করলেও হতো কিন্তু এখন আর সঠিক ম্যাপিং ছাড়া টাহো ইন্সটল করা সম্ভব হবে না।
আমার ল্যাপটপের ই.এফ.আই.-টি গিটহাবে শেয়ার করে দিয়েছি। একই মডেলের ল্যাপটপ কেউ ব্যবহার করে থাকলে এই ই.এফ.আই ব্যবহার করে চেষ্টা করে দেখতে পারেন। গিটহাবে দু'টো স্ক্রীণশট যুক্ত করে দিয়েছি বোঝার সুবিধার্থে। আরো কোন সুর্নিদিষ্ট প্রশ্ন থাকলে তা কমেন্টে জিজ্ঞেস করতে পারেন। আমার সাধ্যমত সহযোগিতা করার প্রয়াস থাকবে।
৩১ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৭:৪৫
ইফতেখার ভূইয়া বলেছেন: ধন্যবাদ।
২|
৩১ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১২:১০
আদিত্য ০১ বলেছেন: সিক্সথ জেনারেশনে কি সম্ভব? মেমোরি ১২ জিবি, স্টোরেজ ১ টেরা
৩১ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৭:৪৯
ইফতেখার ভূইয়া বলেছেন: সম্ভব বলেই মনে হচ্ছে। রেডডিটে একটা থ্রেডে একজনকে দেখলাম তিনি তার সিক্সথ জেনারেশন কম্পিউটারে টাহো ইন্সটল করতে সমর্থ হয়েছেন তবে বেশ কিছু প্যাঁচ হয়তো লাগবে। শুব কামনা থাকছে।
৩|
৩১ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:৫১
আদিত্য ০১ বলেছেন: লেখক বলেছেন: সম্ভব বলেই মনে হচ্ছে। রেডডিটে একটা থ্রেডে একজনকে দেখলাম তিনি তার সিক্সথ জেনারেশন কম্পিউটারে টাহো ইন্সটল করতে সমর্থ হয়েছেন তবে বেশ কিছু প্যাঁচ হয়তো লাগবে।
আমারটা হল ASUS XU4410, 6th generation. memory 4GB storage 1tb HDD. ৮ বছরের বেশি পুরুনো
আমি এটাকে একটু মডিফাই করেছি, ১টেরা এইসডিডিকে রিপ্লেস করে ২৫৬ এসএসডি লাগাইছি, আর এইচডিডিকে ডিভিডি রাইটারকে রিপ্লেস করে কেডি কেইজ দিয়ে লাগাইছি, আর মেমোরি ৮ জিবি লাগাইছি এক্সট্রা স্লটে। বেশ ভালোই পারফর্মেন্স। ওএস দুইটা লিনাক্স আর উইন্ডোস ভালোই চলছে। প্রসেসর সিক্সথ জেনেরেশন হওয়াতে থ্রেড কম ক্লকওয়াইজ পার্ফফর্মেন্স চলার মত আর কি।
৩১ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৭
ইফতেখার ভূইয়া বলেছেন: ম্যাকওএস ব্যবহার করতে চাইলে আমি সবাইকে উৎসাহিত করবো অন্তত ১৬ গি.বা. (ডুয়েল চ্যানেল) মেমরি ব্যবহার করার জন্য। বুট ড্রাইভের জন্য অন্তত ৫১২ গি.বা., সম্ভব হলে তার চেয়েও বড় এস.এস.ডি. ব্যবহার করার পরামর্শ দেবো। কারন ঐ ড্রাইভে প্রচুর রিড-রাইট হয়। বড় ড্রাইভ হলে সেটার আয়ু দীর্ঘ হওয়ার সম্ভাবনা বেশী। লিনাক্স তুলনামূলকভাবে অনেক কম মেমরিতেও চলতে পারে তাই পুরনো পিসিতেও পারফরম্যান্স ভালোই পাওয়ার কথা।
আমি এই ল্যাপটপে মূলত ট্রাই আউট করেছি, এটাতে আগেও লিনাক্স ছিলো আর ট্রাই শেষে লিনাক্সে ব্যাক করেছে। তবে হ্যাকিন্টোশের কথা মাথায় রেখেই আমি বছর দু'ই আগে ডেলের অপটিপ্লেক্স ৩০৮০ মাইক্রো পিসি ক্রয় করেছিলাম। ওটাতে দশম প্রজন্মের আই৫ ১০৫০০টি (৬ কোর ১২ থ্রেড) প্রসেসর রয়েছে। ১৬ গি.বা. মেমরি রয়েছে আর সাথে ৫১২ গি.বা. এস.এস.ডি.। ওটাতেও টাহো ইন্সটল করেছি আর ওটা ব্যবহার করেই লিখছি। অবশ্য মূল ওয়ার্কস্টেশন এখনো উইন্ডোজভিত্তিক। বর্তমান বিল্ড নিয়ে একটা লিখা লিখেছিলাম বছরের শুরুর দিকে। সময় করে ঘুরে দেখে আসতে পারেন। ধন্যবাদ।
৪|
০১ লা জানুয়ারি, ২০২৬ ভোর ৬:৪৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমার কাছে খুবই জটিল লাগে এই সব।
একারণে মাঝে মাঝে মনে হয় ছোট বেলা থেকে ক্লাসে এগুলো থাকলে এখন এতো জটিল মনে হতো না।
০৮ ই জানুয়ারি, ২০২৬ রাত ১০:০৬
ইফতেখার ভূইয়া বলেছেন: আসলে বিষয়গুলো জটিল নয় তবে এগুলো বোঝার জন্য কিছু প্রাথমিক জ্ঞাণ জরুরী। প্রযুক্তির সব বিষয় পাঠ্য-পুস্তকে অর্ন্তভূক্তি আদতে সম্ভব নয়। এগুলো ক্রমাগত পরিবর্তন হতেই থাকে। তবে বেসিক ধারনাটা এখনো প্রায় একই। ধন্যবাদ।
৫|
০১ লা জানুয়ারি, ২০২৬ সকাল ১০:২১
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
০৮ ই জানুয়ারি, ২০২৬ রাত ১০:০৬
ইফতেখার ভূইয়া বলেছেন: হুম।
৬|
১০ ই জানুয়ারি, ২০২৬ রাত ৩:৩৮
ডঃ এম এ আলী বলেছেন:
বিষয়টি আমার কাছে একটু জটিল । তবে আপনার পোস্টের দিক নির্দেশনা থেকে
কোন সুফল পেতে পারি কিনা তা নিয়ে নিকট আত্মিয় সফ্ট ওয়ার ইঞ্জিনিয়ারের
সাথে বসে চেষ্টা করে দেখব ।
মুল্যবান লেখাটির জন্য ধন্যবাদ ।
শুভেচ্ছা রইল
১৩ ই জানুয়ারি, ২০২৬ ভোর ৪:২৭
ইফতেখার ভূইয়া বলেছেন: আপনার বাসায় যদি ইন্টেলের (মূলত) প্রসেসর ভিত্তিক কোন ল্যাপটপ কিংবা ডেস্কটপ কম্পিউটার থেকে থাকে তবে এখন আগের চেয়ে অনেক সহজেই হ্যাকিন্টোশ বিল্ড করে ম্যাক ওস ব্যবহার করতে পারবেন। এতে হাজার হাজার টাকা খরচ করে ম্যাক কম্পিউটার কেনার প্রয়োজন হবে না। তবে পিসির কনফিগারেশন ভালোভাবে জেনে এ ধরনের কাজে হাত দেয়া উচিত। আপনার ব্যবহৃত মূল কম্পিউটারটিতে কখনোই হ্যাকিন্টোশ ট্রাই না করার অনুরোধ থাকবে। এ বিষয়ে কোন তথ্য জানার প্রয়োজন হলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। উত্তর দেয়ার সর্বোচ্চ প্রয়াস থাকবে। মন্তব্যের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:১৫
রাজীব নুর বলেছেন: হ্যা জানলাম।
ধন্যবাদ।