![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এবার বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দিচ্ছে Internet.Org । কোনও রিচার্জ বা ডেটা রিচার্জ ছাড়াই Facebook, Messenger, Wikipedia, and Google Search করতে পারবেন। খুব শীঘ্রই Zambia তে একটি Internet.Org অ্যাপ লাঞ্চ করা হবে এরপর অন্যান্য উন্নতিশীল দেশগুলিতেও এই পরিষেবা দেওয়া হবে। ডাটা সার্ভিসের জন্য Internet.Org এয়ারটেলের সাথে পার্টনারশিপ করেছে। তাই এয়ারটেল ব্যবহারকারীরাই প্রথমে এই পরিষেবা ব্যবহার করতে পারবেন। পরে সব মোবাইল পরিষেবাতেই এই সুবিধে মিলবে বলে জানিয়েছে Internet.Org। নয়া অ্যাপসটির নাম ইন্টারনেট ডট ওআরজি (internet.org)। অ্যাপসটি ডাউনলোড করলেই আপনি কোনও ডেটা রিচার্জ ছাড়াই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
আরও জানতে হলে এখানে ভিজিট করুন http://www.bdtunepage.com
internet-org-app
এবার মোবাইল ফোনের মাধ্যমে বিশ্বের যে কোনও প্রান্তে বসেই আপনি জানতে পারবেন স্থানীয় হাসপাতাল, চাকরির খবর, রেস্তোরাঁ, শিক্ষা-সংক্রান্ত সব তথ্য। যদিও ২০১০ সাল থেকেই ফেসবুক বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা “Facebook Zero” দিয়ে যাচ্ছে। যাতে কেবল ফেসবুক-ই বিনামূল্যে ব্যবহার করা যেত। কিন্তু Internet.Org এর নতুন অ্যাপ Facebook সহ Messenger, Wikipedia, AccuWeather and Google Search ও বিনামূল্যে সার্ফ করা যাবে।
free data
©somewhere in net ltd.