নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আয়নার সামনে দাড়িয়ে নিজের চেহারার দিকে তাকিয়ে কিছুই দেখি না। তবে, মানুষ হয়ে মানুষকে ভুল বোঝা আমার স্বভাবে নেই, আপনার পেশা যাই হোক না কেন।

প্রসেনজিৎ হালদার

প্রসেনজিৎ হালদার › বিস্তারিত পোস্টঃ

আমি নতুন...

১৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২১

লেখালেখির সখটি আমার বহু পুরোনো। জানি, বানান ভুল হয়, লেখার সার থাকে না, বিব্রতও করি। পড়ার অভ্যাস কম বলেই হয়তো এমন হয়। কিন্তু কি করবো। গুটিয়ে থাকতে ভালো লাগে না। সত্য বলছি, আমি নতুন।

উপলব্ধির জায়গাটি সবারই অনেক বিস্তীর্ন এবং মলিন। এখানেও নতুন আমি। জীবনের টানাপোড়েনে তা খুঁতিয়ে দেখার সময় হয়নি। সেই কবে থেকে চেষ্টা করছি, হয় ওঠে না।

ভালো মন্দের বিচারেও নতুন। এ বিচারের বিচারক হতে ইচ্ছে করে। মাঝে মাঝে হইও। যখন ভালো হয় তখন খুশি হই। আর যখন খারাপ হয় তখন সবাই খারাপ বলে। বলছি না স্বাধীনতার অভাব। কিন্তু, কিছু একটাতে তো অভাব থাকেই। এখানেও নতুন আমি।

অনুপ্রেরণা দিতে শিখিনি, বরং কটাক্ষ করেছি। পদে পদে। তবে, এখন বুঝতে চেষ্টা করি। এর ক্ষমতা অসীম। এখানেও নতুন আমি।

আমি নতুন, এখানে-সেখানে, খুঁজে পাই নিজেকে আবারো নতুন করে। নতুন আমিকে।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১১

নজসু বলেছেন:



আপনাকে স্বাগতম।
নতুনত্বকে জয় করুন।

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৪

নতুন বলেছেন: নতুন তো আমি... ;)

ব্লগে স্বাগতম... হ্যাপী ব্লগিং

৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১০

আখ্যাত বলেছেন: উসাইন বোল্টরাওতো হামাগুড়ি দিয়ে হাটতো একদিন। তাছাড়া আপনার কলমকে মোটেও শিশু মনে হয়নি, যুবকই মনে হয়েছে? কলমটিকে কোষমুক্ত রাখুন।

৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

রাজীব নুর বলেছেন: স্বাগত জানাই আপনাকে।

৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

রাজীব নুর বলেছেন: স্বাগত জানাই আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.