নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধ্যান এবং ধারনা অবশ্যই এক না।সমগোত্রীয়।ধারনা পরিবেশ দ্বারা প্রভাবিত,ধ্যান নহে।ধারনা এক হতে পারে, ধ্যানজ্ঞানব্যাক্তিবিশেষ ভিন্ন।

নিদাঘ প্রসুন

আমার মাঝে চরম ইগো প্রবলেম আছে। ইগো বললে ভুল হবে, আমার কড়া ও স্পষ্ট ব্যাক্তিত্ব অনেকের পছন্দ হবে না। কিন্তু আমার এত প্রবলেমের মাঝেও এত বন্ধু আর বড়ভাই আমার পাশে থাকে ভাবতেই অবাক লাগে। হয়তোবা ছেলে হিসেবে অনেক ভাল। আমার পুরো পরিবার আমার ভয়ে থাকে, বলা যায় ভয় পায়। আমি আলালের ঘরের দুলাল। আমার বাবা তার একমাত্র ছেলের শতভুল ক্ষমা করে দিতে পারে সেটা আমি জানি, কারন বাবার এই বিশ্বাস আমি অর্জন করেছি। আশা করি কখনো এই বিশ্বাস নষ্ট হতে দিব না। আমার প্রধান শত্রু আমার আবেগ। কন্ট্রোল করতে হিমশিম খেতে হয়। বাবা মায়ের একমাত্র ছেলে। বাবা ব্যাংকার মা হোম মিনিষ্টার।একটা ছোট বোন আছে যাকে আমি আমার কবিতার খাতা থেকে ভালবাসি। আমার মায়ের মতে হুমায়ন আহমেদ নামক এক লেখক আমার মাথা নষ্ট করেছে, তাই এই ফালতু লেখক আমার বাসায় নিষিদ্ধ। হাজার চেষ্টা করেও আমাকে বুঝতে পারবেন না। অনেক জটিল মননের মানুষ কিন্তু মধ্যম পন্থা অবলম্বন করি। আমাকে আন্ডারস্টেমিয়েড করা আপনার বৃথা চেষ্টা। ফেসবুক -

নিদাঘ প্রসুন › বিস্তারিত পোস্টঃ

করুনা নয় , একটি মানবিক দাবি নিয়ে এসেছি

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৫

মোঃ জাহিদুল ইসলাম, বয়স মাত্র ১৮!
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম সেরা বিষয় অর্থনীতির মেধাবী শিক্ষার্থী। আজ যুদ্ধ করছে মৃত্যুর সাথে। জাহিদ দুরারোগ্য "Ewing Sarcoma" ক্যান্সারজনিত রোগে আক্রান্ত। এখন ভর্তি আছে মহাখালী ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে।
ইতোমধ্যে ক্যান্সার তার সমগ্র দেহের বিভিন্ন অংশসহ হাড়ে ছড়িয়ে পড়েছে এবং পা থেকে কোমর পর্যন্ত অবশ হয়ে গেছে। গত ২৬ জানুয়ারি রেডিয়েশন অনকোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ শেখ গোলাম মোস্তফা তাকে উন্নত চিকিৎসার জন্য টাটা মেমোরিয়াল সেন্টার, মুম্বাই এ রেফার করেন। এছাড়াও বিশেষজ্ঞ ডাক্তার এর মতে, তার পূর্ণাঙ্গ সুস্থতার জন্য ১ বৎসর বা অধিক সময় নিয়মিত চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখতে হবে। যার জন্য অনেক টাকার প্রয়োজন।
কিন্তু জাহিদের পিতা একজন দরিদ্র কৃষক। তার পরিবারের পক্ষে এ বিপুল পরিমাণ খরচ বহন করা সম্ভব নয়।
তাই বলে কি জাহিদ বিনা চিকিৎসায় মারা যাবে?? কখনো না। মানবতা আজো হারিয়ে যায় নি। মানবতা আবার জেগে উঠবে জাহিদের জন্য।
আমাদের সহযোগিতাই পারে জাহিদকে বাঁচিয়ে তুলতে।
তার চিকিৎসার খরচ যোগাড় হবেই। ইনশাল্লাহ।

আর্থিক সহায়তার জন্যঃ
বিকাশঃ
01736430163 (পার্সোনাল নাম্বার)
ডাচ বাংলা মোবাইল একাউন্টঃ 017364301632
ডাচ বাংলা ব্যাংক একাউন্ট নংঃ 1011030559125,
দিলকুশা, মতিঝিল ব্রাঞ্চ।
যোগাযোগঃ 01736430163 (জাহিদের ভাই)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.