নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধ্যান এবং ধারনা অবশ্যই এক না।সমগোত্রীয়।ধারনা পরিবেশ দ্বারা প্রভাবিত,ধ্যান নহে।ধারনা এক হতে পারে, ধ্যানজ্ঞানব্যাক্তিবিশেষ ভিন্ন।

নিদাঘ প্রসুন

আমার মাঝে চরম ইগো প্রবলেম আছে। ইগো বললে ভুল হবে, আমার কড়া ও স্পষ্ট ব্যাক্তিত্ব অনেকের পছন্দ হবে না। কিন্তু আমার এত প্রবলেমের মাঝেও এত বন্ধু আর বড়ভাই আমার পাশে থাকে ভাবতেই অবাক লাগে। হয়তোবা ছেলে হিসেবে অনেক ভাল। আমার পুরো পরিবার আমার ভয়ে থাকে, বলা যায় ভয় পায়। আমি আলালের ঘরের দুলাল। আমার বাবা তার একমাত্র ছেলের শতভুল ক্ষমা করে দিতে পারে সেটা আমি জানি, কারন বাবার এই বিশ্বাস আমি অর্জন করেছি। আশা করি কখনো এই বিশ্বাস নষ্ট হতে দিব না। আমার প্রধান শত্রু আমার আবেগ। কন্ট্রোল করতে হিমশিম খেতে হয়। বাবা মায়ের একমাত্র ছেলে। বাবা ব্যাংকার মা হোম মিনিষ্টার।একটা ছোট বোন আছে যাকে আমি আমার কবিতার খাতা থেকে ভালবাসি। আমার মায়ের মতে হুমায়ন আহমেদ নামক এক লেখক আমার মাথা নষ্ট করেছে, তাই এই ফালতু লেখক আমার বাসায় নিষিদ্ধ। হাজার চেষ্টা করেও আমাকে বুঝতে পারবেন না। অনেক জটিল মননের মানুষ কিন্তু মধ্যম পন্থা অবলম্বন করি। আমাকে আন্ডারস্টেমিয়েড করা আপনার বৃথা চেষ্টা। ফেসবুক -

নিদাঘ প্রসুন › বিস্তারিত পোস্টঃ

জাফর ইকবাল স্যার আর আমার চেতনা

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০০

বাঙালীর প্রধান সমস্যা ও শক্তি উভয়ের প্রধান কারন তাদের ক্রেজ । স্রোতের সাথে তাদের রয়েছে নিবিড় সম্পর্ক , অবস্থান পরিবর্তনের সম্পর্ক । এরা কখন কোন মোহনায় মিশবে সেটা তারা নিজেও জানে না । অনলাইনে এই স্রোতের ধারা দেখা যায় সবথেকে বেশি।

আমাদের কিছু বিরাট বিরাট সমালোচক আছে যারা সমালোচনা নামের শব্দটার মানেটাই চেঞ্জ করে দিয়েছেন , সমালোচনা মানেই তাদের কাছে বাপ-মা তুলে গালি কিংবা গরু-ছাগল উপাধী দেওয়া ।এবার আমাদের সেই বোকা মানুষ জাফর ইকবাল স্যার পড়েছেন তাদের সুনজরে । কিছুদিন আগে যারা জাফর ইকবাল স্যারকে দেবতা বানিয়ে পূজা করতেন তারা আজ সারাদিন এই বোকা মানুষটিকে গালি দিচ্ছে , এই তাদের চেতনা । আসলে তেমন নয় এরা নেমসিকার আবাল জাফর স্যারকে গালি দিয়ে যদি একটু নাম ছড়ায় ক্ষতি কি তাতে ! তোমার সমালোচনার গুষ্টি কিলাই ।

এই মহান ব্যাক্তিরা নিজেদের আধুনিক মনা , সহনশীল ,মুক্তিযুদ্ধের চেতনা বাজ বলে পরিচয় দেয় । তারা নাকি যাবতীয় বিদ্বেষের বিপক্ষে আসলে রণে রতিক্রিয়া করে ।
এতদিন এই মহান ব্যাক্তিদের প্রধান অস্ত্র জাফর স্যার কে তারা কিভাবে একটা বক্তব্যের জন্য রাস্তায় নিয়ে আসে তা আমার জ্ঞানে আসে না হয়তো আসবেও না , চাইও না । আমি জাফর স্যারের বক্তব্য কি তা নিয়ে মাথা ঘামাচ্ছি না আর ব্যাবচ্ছেদ করারো ইচ্ছা পোষন করছি না , তিনি ভুল না ঠিক তা বলছি না আপনি আপনার কোন যোগ্যাতায় তাকে ছাগু বলেন সেটা নিয়ে ব্যাবচ্ছেদ করছি ।
উগ্রবাদী মানেই ভয়ানক । সেটা জামাত ছাগু হোক আর প্লাষ্টিক মুক্তমনা ইসলাম কে গালি দেওয়া ছাগল হোক । আপনি কেমন আধুনিক মনা সহনশীল যে কোটি মানুষের আবেগ কে গালি দেন তা জানি না । অনলাইনে বসে যেমন মেয়ে বন্ধু কে প্রেগনেন্ট করতে পারবেন না তেমনি বিদেশে বসে ইসলাম কে গালি দিয়ে সমাজ চেঞ্জ করতে পারবেন না । অন্যের আবেগ কে শ্রদ্ধা করুন নিজের অবস্থানের দাম পেতেও পারেন । আমি পারফেক্ট না আমার সমালোচনা করুন , জামাতের সমালোচনা করুন , ভন্ড হুজুর দের সমালোচনা করুন কিন্তু আমার ধর্মকে গালি দিবেন সেটা হবে না ।

ক্লাস ফাইভে জাফর স্যার আমার মধ্যে একটা বীজ বোপন করে দেন , মুক্তিযুদ্ধের চেতনা । শুধু আমার মাঝে না লক্ষ-কোটি কিশোরের মধ্যে এই চেতনা নিয়ে আসেন তোমাদের মত প্লাস্টিক দেশপ্রেমিক দিয়ে তা হবে না সেটা জানি । যে লোক শুধু দেশকে ভালবেসে ক্যালটেক কিংবা বেল কমিউনিকেশন থেকে তার প্যাটার্ন ফেলে চলে আসেন আমাদের মানুষ বানাতে তার সমালোচনা আমি কিভাবে করি তাও ছাগু খেতাব দিয়ে ।

মাথা অনেক গরম আছে কয়দিন ধরে , শরীর টাও ভাল না এই ভন্ড রা আমাকে পাগল বানিয়ে ছাড়বে ।বন্ধু জাহিদের জন্য এইরকম কিছু চেতনা বাজ দের কাছে গিয়েছিলাম , তাদের কাছে এইসব ফালতু কাজের সময় নেই । রাস্তায় কিভাবে চুম্মাচুম্মি করা যায় তা নিয়ে ব্যাস্ত তারা ।

ভাই , চাইলেই হুমায়ন আজাদীয় সমালোচনা করা যায় তার আগে জনতে হয় সমালোচনা কি যেটা হুমায়ন আজাদ জানতেন । আগে সমালোচনার কোর্স কমপ্লিট করে আসেন ।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১০

এন.এ.আনসারী বলেছেন: না মানা যায় এমন কথায় লেখেন নি আপনি.... খুব ভাল লাগলো

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১১

নিদাঘ প্রসুন বলেছেন: ধন্যবাদ

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩২

ক্থার্ক্থা বলেছেন: ভাল লাগল আপনার কথাগুলো ।

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৭

অগ্নি কল্লোল বলেছেন: বাঙালি করেছো মানুষ করো নি!! ধন্যবাদ।। আমরা বাঙালিরা মানুষকে কিভাবে শ্রদ্ধা করতে হয় তা এখনও শিখি নি।।

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৪

বিজন রয় বলেছেন: ভাল লিখেছেন।
+++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.