নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধ্যান এবং ধারনা অবশ্যই এক না।সমগোত্রীয়।ধারনা পরিবেশ দ্বারা প্রভাবিত,ধ্যান নহে।ধারনা এক হতে পারে, ধ্যানজ্ঞানব্যাক্তিবিশেষ ভিন্ন।

নিদাঘ প্রসুন

আমার মাঝে চরম ইগো প্রবলেম আছে। ইগো বললে ভুল হবে, আমার কড়া ও স্পষ্ট ব্যাক্তিত্ব অনেকের পছন্দ হবে না। কিন্তু আমার এত প্রবলেমের মাঝেও এত বন্ধু আর বড়ভাই আমার পাশে থাকে ভাবতেই অবাক লাগে। হয়তোবা ছেলে হিসেবে অনেক ভাল। আমার পুরো পরিবার আমার ভয়ে থাকে, বলা যায় ভয় পায়। আমি আলালের ঘরের দুলাল। আমার বাবা তার একমাত্র ছেলের শতভুল ক্ষমা করে দিতে পারে সেটা আমি জানি, কারন বাবার এই বিশ্বাস আমি অর্জন করেছি। আশা করি কখনো এই বিশ্বাস নষ্ট হতে দিব না। আমার প্রধান শত্রু আমার আবেগ। কন্ট্রোল করতে হিমশিম খেতে হয়। বাবা মায়ের একমাত্র ছেলে। বাবা ব্যাংকার মা হোম মিনিষ্টার।একটা ছোট বোন আছে যাকে আমি আমার কবিতার খাতা থেকে ভালবাসি। আমার মায়ের মতে হুমায়ন আহমেদ নামক এক লেখক আমার মাথা নষ্ট করেছে, তাই এই ফালতু লেখক আমার বাসায় নিষিদ্ধ। হাজার চেষ্টা করেও আমাকে বুঝতে পারবেন না। অনেক জটিল মননের মানুষ কিন্তু মধ্যম পন্থা অবলম্বন করি। আমাকে আন্ডারস্টেমিয়েড করা আপনার বৃথা চেষ্টা। ফেসবুক -

নিদাঘ প্রসুন › বিস্তারিত পোস্টঃ

মাত্র ৮০০ কোটি টাকা !!

১৪ ই মার্চ, ২০১৬ রাত ১১:৫৩

৮০০ কোটি গেছে কোন সমস্যা না , এটা সহস্র ঘটনার একটা মাত্র উদাহরণ ।
বাংলাদেশ হল নেমসিকার আর ট্রেন্ড ভরপুর মানুষের চিড়িয়াখানা । আমি নিজেও ট্রেন্ডের শিকার , এই স্ট্যাটাস ট্রেন্ড থেকেই দেওয়া । ট্রেন্ডের সুফল অনেক বিরাট কিছু যদিও আপাতত আমরা এর সুফল থেকে কুফলে বেশি নজর দেই বা দিচ্ছি ।
২০১৫-১৬ অর্থবছরে এদেশে বাজেট ছিল ২ লাখ ৯৪ হাজার কোটি টাকার মত যার ঘাটতি ছিল প্রায় ৮৭ হাজার কোটি টাকা । আমার সো কল্ড গরীব দেশ প্রতি বাজেটে বিভিন্ন দেশ বা সংস্থার কাছে হাত পাতে যেমন এবার প্রায় ৬ হাজার কোটি টাকা আমরা ধার হিসেবে এনেছি ।ঘটনা সেটা না , একটা বেসরকারি জরিপ সংস্থা বলছে এই দেশে শুধুমাত্র একবছরে দুর্নীতি হয় প্রায় ৪৫ হাজার কোটি টাকা , আবার বলছি ৪৫ হাজার কোটি টাকা ! সহজ ভাষায় মোট বাজেটের ৭ ভাগের ১ ভাগ শুধু সো কল্ড দেশপ্রেমিকেরাই ভোগ করে । ৪৫ হাজার কোটি টাকার কাছে মাত্র ৮০০ কোটি টাক আমার কাছে কিছুই না । আমি চোখের সামনে এত অনাচার দেখি আর দিনশেষে ফেসবুকে যুদ্ধ করি কে নাস্তিক আর কে আস্তিক নিয়ে , ইন্ডিয়া না পাকিস্তানের , ছাত্রলীগ নাকি রাজাকার সেটা নিয়ে । আর যখন কিছু পারি না তখন সব দোষ ওই শেখের বেটির না !

একটা তথ্য আমার কাছে বেশ ভয়াবহ লাগছে যে এদেশের পুরো সিকিউরিটি সিস্টেম নিয়ন্ত্রন করে ভারতীয় প্রযুক্তিবিদেরা , আমি এ ব্যাপারে নিশ্চিত না । তবে তাই যদি হয় এদেশে সিএসই পইরা পোলাপাইন কি চুল ফেলছে ??

আমরা ভারতীয় উপমহাদেশীও রা পা চাটতে খুব ভালবাসি , পা চাটতে থাক সমস্যা নাই কিন্তু যার পা চাটছো তার থেকে ভাল কেউ আছে কি না সেটা দেখে নিও ।

আমি জানি কোন লাভ নাই অনলাইনে এসব প্যাঁচাল গেয়ে , কারন বাঙ্গালী একটা কাজই খুব ভাল পারে ধারনা থাকুক বা নাই থাকুক , জানা থাক আর না জানা থাক বড় গলায় একটা মন্তব্য করতে পারলেই সে রাজা ।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ১২:০০

সচেতনহ্যাপী বলেছেন: শেয়ার বাজার, হলমার্ক, ডেসটিনির সাথে নূতন যোগ হলো হ্যাকিং।।
আসলে রিজার্ভের পরিমানটার ওজন বেশী হওয়াতেই....... =p~ ।।

২| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ১২:০৫

মহা সমন্বয় বলেছেন: ৮০০ কোটি গেছে কোনই সমস্যা না ঠিক আছে.. কিন্তু সমস্যা অন্যখানে আর তা হচ্ছেে নিরাপত্তা, একটা দেশের কেন্দ্রীয় ব্যাংকের নিরাপত্তা ব্যাবস্থা যদি হয় তাহলে তো এই দুনিয়াড অনেক বড়।

আমাকে যদি বলা হয়, তোমার খাঁটের নিচে বাঘ আছে নির্দিধায় আমি তা বিশ্বাস করব। কিন্তু এই টাকা হ্যাঁকিংয়ের যে রুপকথা বলা হচ্ছে আমি তা বিশ্বাস করি না অবশ্যই এখানে জ্বল ঘোলা আছে।

৩| ১৫ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৫১

রিফাত_হাসান বলেছেন: মাত্র ৮০০ কোটি টাকা! আপনি ঠিক জানেন তো!!

ঠিক কি কারণ জানি না, সবাই ৮০০ কোটি টাকা লিখছে। ৮০০ কোটি টাকা আর ৬৩৫০কোটি টাকার (৮০০কোটি ইউএস ডলার) মধ্যে অনেক অনেক পার্থক্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.