![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মাঝে চরম ইগো প্রবলেম আছে। ইগো বললে ভুল হবে, আমার কড়া ও স্পষ্ট ব্যাক্তিত্ব অনেকের পছন্দ হবে না। কিন্তু আমার এত প্রবলেমের মাঝেও এত বন্ধু আর বড়ভাই আমার পাশে থাকে ভাবতেই অবাক লাগে। হয়তোবা ছেলে হিসেবে অনেক ভাল। আমার পুরো পরিবার আমার ভয়ে থাকে, বলা যায় ভয় পায়। আমি আলালের ঘরের দুলাল। আমার বাবা তার একমাত্র ছেলের শতভুল ক্ষমা করে দিতে পারে সেটা আমি জানি, কারন বাবার এই বিশ্বাস আমি অর্জন করেছি। আশা করি কখনো এই বিশ্বাস নষ্ট হতে দিব না। আমার প্রধান শত্রু আমার আবেগ। কন্ট্রোল করতে হিমশিম খেতে হয়। বাবা মায়ের একমাত্র ছেলে। বাবা ব্যাংকার মা হোম মিনিষ্টার।একটা ছোট বোন আছে যাকে আমি আমার কবিতার খাতা থেকে ভালবাসি। আমার মায়ের মতে হুমায়ন আহমেদ নামক এক লেখক আমার মাথা নষ্ট করেছে, তাই এই ফালতু লেখক আমার বাসায় নিষিদ্ধ। হাজার চেষ্টা করেও আমাকে বুঝতে পারবেন না। অনেক জটিল মননের মানুষ কিন্তু মধ্যম পন্থা অবলম্বন করি। আমাকে আন্ডারস্টেমিয়েড করা আপনার বৃথা চেষ্টা। ফেসবুক -
বেঁচে থাকুক কিছু পরাজয়ের প্রবোধে-
তোমার চুলের আর কল্পতরুদেখার অমেঘে
কিছু অভিলাষে কিছু ভাষাহীন চোখে, তুমি ছায়া বিলাবে?
আরও কত প্রহর অন্তরের তপ্ত প্রণামে তুমি , তুমি আসবে!
এই কল্পতরুর খেলায় তুমি মিশে গেছ-
তুমি জড়িয়ে আছো আমায় ফ্রয়েডীয় মত্ত খেলায় ।
অনুভোগে তোমায় অনিদ্রার আকাশের কল্পতারায়,
হঠাত তুমি! আমার বিস্মিত রিক্ত-বেদন।
এতটা অনুভবের উর্বশী চোখে তোমার -
যতটা উদাসী চুলের গন্ধে
আমি একাকার, শুধু মিশে আছি
দুরুত্বের নগ্ন পায়ে পথ চলেছি এক সুনিবার
প্রতিচ্ছায়ায়, হারানো ঠোঁটের স্পর্শ তলে
তোমার ততটা বিলুপ্ত চোরাপথে ।।
তুমি আমায় ছোট করবে অন্তরাত্মার অন্তরে
তুমি আমায় শুদ্ধ করবে শুদ্ধতার পরশে
তুমি আমায় লোভী করবে , তোমার মোহে-
ঢেউ খেলে যাওয়া উষ্ণ বন্দরে ।
মায়াবী অভিশাপে তোমার রুগ্নতার মিছিলে,তুমি এসেছিলে
নীল অসহায়ত্বে জমাট বাধা শিকলে তুমি বাঁধা পড়বে
এই তুমি , অনুরাধা হবে ।
উদাসীন তোমার বিস্ময়ে তীব্রতম উল্লাসে
তুমি অসহায় হবে-
ছড়িয়ে পড়বে তোমার শান্ত মেঘ
আমার গভীর নীলের মাঝে ।
অথচ যদি একদিন তোমার সেদিন-
মিশে থাকা তোমার
সবকটি অনুভবে, অনুরোধে
আমার জাপটে থাকা রৌদ্র অভিমানে ...
©somewhere in net ltd.