নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

..।

প্রত্যাবর্তন@

০০০০

প্রত্যাবর্তন@ › বিস্তারিত পোস্টঃ

লোভ

২৬ শে জুলাই, ২০১৩ রাত ১:০৭

কেএফসিতে সুন্দরী মহিলার সাথে কথা বলতে বলতে কুড়কুড়ে মুড়মুড়ে মুরগি চিবুতে চিবুতে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করা সময়ে বৌয়ের ফোন পেয়ে বশিরের মেজাজটা অদৃশ্যভাবে তিরিক্ষি হয়ে উঠে | যেন নিটোল কাঁচের মত নিপাট সময়ে কেউ ঢিল ছুড়ল |

মুখমন্ডলের চিত্রপটে অবশ্য তা বুঝতে দেয় না |

এই সঙ্গিনীর সাথে বশিরের পরিচয় মহিলা যে অফিসে কাজ করে সেখানে কিছু লেনদেন করার সূত্র ধরে | পরিচয় থেকে আস্তে আস্তে গভীর সখ্যতা |

সঙ্গিনীকে নিজের অফিসের ফোনের কথা বলে সে বাইরে এসে বৌকে কলব্যাক করে |
~ এই শোন, তোমাকে তো বলতে ভুলে গেছি , আমার ডিভিশনের একজন প্রমোশন পেয়েছে | তার খাওয়া আজকে | বাসায় আজ খাব না |

আরো কিছু কথা বলে ফিরে আসতেই সঙ্গিনী জিজ্ঞেস করে,
- আজব তো | অফিসের ফোন এটেন্ড করতে বাইরে যাওয়া লাগে ?
~ না মানে, বাইরে গাড়িঘোড়ার শব্দে বুঝালাম যে আমি বাসার পথে অনেক দূর চলে গেছি | ইন কেইস যদি ব্যাক করার কথা বলত |
- ও |

খাওয়া শেষ হয় | সঙ্গিনী বলে ওঠে,
- এই তুমি আধঘন্টা পরে বাসায় এস | একসাথে বাসায় যাবার দরকার নেই |

এই আধঘন্টা হাতিরঝিলে চক্কর দেয়া যাক | এই ভেবে বশির হাঁটা শুরু করে |

প্রায়ান্ধকার সন্ধার ফুরফুরে বাতাসে বশিরের মনের দরোজা খুলে যায় | এই দরোজা দিয়ে সে আস্তে আস্তে এগোয় ভাবনার মঞ্জিলে |

ভাবনা গুলো কেমন ঘুড়ির মত | উড়ে | গোত্তা খায় | আবার উড়ে | আবার গোত্তা খায় |

এই টাইপের ভাবনা ফাবনা যে বশিরের আগে আসেনি তা নয় | মনের সাথে কত বোঝাপড়া হয়েছে | শেষবেশ যে লাউ সেই কদুই থেকে গেছে |

যেন নিজেকেই নিজে প্রশ্ন করে : এইভাবে লুকোচুরি আর প্রতারণা আর কতদিন ?

হু হু করে আসা বাতাসের তোড়ে বশিরের মনের ভাবনাগুলোকে ছক্কার গুটির মত এদিক ওদিক করায়। আচ্ছা, এই যে পরকীয়া বা নিজের স্ত্রী ব্যতীত ভিন্ন মানবীর দেহ ভোগের যে নেশা, এ কি সত্যি প্রকৃতি প্রদত্ত নাকি পুরুষের লোভের সংস্করণকেই প্রকৃতির নামে চালিয়ে দেয়া ? আবার বউকে ভালবাসবার তীব্রতা নেই বলে তাকে ছেড়ে যাবার কথাও কোনভাবে ভাবতে পারে না সে । একে কি মায়া বা করুণা বলে ?

বশির বেশি ভাবতে পারে না । তার মাথায় চাপ পড়ে । নিজের মনে কথা বলতে গিয়ে মাঝে মাঝে সে ঠোঁট আওড়াচ্ছিল । একটা লোক হঠাত এই ব্যাপারটা খেয়াল করল । সে কৌতূহলী চোখে বশিরকে দেখছিল | বশির হঠাত তাকাতেই লোকটার সাথে চোখাচোখি হল | বশিরের ধাক্কার মত লাগলো | কি তীব্র চোখের দৃষ্টি | এই রে, মনের ভাবনাগুলো আবার লোকটা পড়ে ফেলেনি তো | এহ, তাই কি হয় ? বশির মনে মনে হাসল |

সেই তীব্র দৃষ্টি বশিরের মনে সাময়িক ঘোর লাগা সৃষ্টি করে | হঠাত একটা দমকা বাতাস তাতে সুর সঙ্গত করলো | তার ইচ্ছে হল লোভের মায়াজাল কেটে বেরুবার | ঝিলের পানির মত টলটলে হবার লোভ জাগল বশিরের ।

হাঁটতে হাঁটতে বাসস্টান্ডের কাছে চলে এসেছে সে | উঠান পেরিয়ে দুই পা’র মত রাস্তার ওপাশে গেলেই বাসে উঠে পৌঁছে যাওয়া যাবে বাড়ি | কিন্তু রাস্তা পেরুবার আগ মুহূর্তে পা টা কেমন স্লথ আর ভারী হয়ে গেছে তার | পিছন থেকে লোভ নামক একটা বস্তু তাকে চুম্বকের মত টানছে |



মন্তব্য ৪৬ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১:১৭

খেয়া ঘাট বলেছেন: লোভ- বড়ই বাজে জিনিস। এড়িয়ে চলা কঠিন।
লিখা ভালো লেগেছে।

২৬ শে জুলাই, ২০১৩ রাত ১:৫৬

প্রত্যাবর্তন@ বলেছেন: আপনি ঠিকই বলেছেন ।

লোভ সর্বনাশা ।


আপনাকে অনেক ধন্যবাদ ।

২| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১:২২

অর্থনীতিবিদ বলেছেন: লেখাটিতে সমাজের একটি বাস্তব চিত্র ফুটে উঠেছে। লেখককে ধন্যবাদ। প্রকৃতপক্ষে লোভ অনেক সর্বনাশের মূল। এটিকে নিয়ন্ত্রন করতে পারলে প্রতিটি মানুষ, সমাজ, দেশ আরো সুন্দর, আরো প্রাচুর্যময় হয়ে উঠবে।

২৬ শে জুলাই, ২০১৩ রাত ২:১৭

প্রত্যাবর্তন@ বলেছেন: স্বাগতম । সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ ।

৩| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১:২২

বোকামন বলেছেন:
অনুগল্প সার্থক হলো; প্রশ্নটিতে-
একে কি মায়া বা করুণা বলে ?
[২+]

২৬ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৪৪

প্রত্যাবর্তন@ বলেছেন: আপনার প্রশংসায় আমি ধন্য ।

৪| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১:৪১

সাসুম বলেছেন: একে মায়া বা করুণা বলে না, এটাই পিউর ভালবাসা। বাকী সব মোহ। দু'দিন গেলেই কেটে যাবে। কথন ওই মায়া হোক আর করুণা হোক তার কাছেই যেতে হবে।
লিখা ভাল হয়েছে তাই লেখককে শুভেচ্ছা।

২৬ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪৯

প্রত্যাবর্তন@ বলেছেন: নানা মানুষ, নানা মত । তাই ভাবনার বৈচিত্রও ঢের । আপনাকে অনেক ধন্যবাদ ।

৫| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ২:০১

নষ্ট কাক বলেছেন: চমৎকার হয়েছে লিখাটা ।

এত অল্প কথায় যারা বিশাল বেপার গুলিকে ফুটিয়ে তোলতে পারে
তাদের প্রতি বিরাট হিংসা লাগে । আমি পারি না কেন ? :(

ভালো লাগা রইল "প্লাস" ।

২৬ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:০৭

প্রত্যাবর্তন@ বলেছেন: :!> :#>

অকুন্ঠ কৃতজ্ঞতা স্বীকার করছি ।

৬| ২৬ শে জুলাই, ২০১৩ সকাল ১০:১৫

সপ্নাতুর আহসান বলেছেন: সুন্দর উপস্থাপনা। অল্প কথায় বিরাট বাঁশ * লোভ

২৬ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৩

প্রত্যাবর্তন@ বলেছেন: উৎসাহিত হলাম । শুভকামনা ।

৭| ২৬ শে জুলাই, ২০১৩ সকাল ১১:০১

সেলিম আনোয়ার বলেছেন: লোভে পাপ পাপে মরণ
সে কথাটি হলো স্মরণ।
তবু কি আর হয়রে মতি
লোভে পড়ে তাই চরম ক্ষতি।


সুন্দর লিখেছেন।বর্ণনা দারুণ হয়েছে । ভাল লাগলো ।বি ঃ দ্রঃ লোভ সর্বদাই পরিত্যাজ্য ।

২৬ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০২

প্রত্যাবর্তন@ বলেছেন: ভারি সুন্দর ছড়া । ধন্যবাদ জানবেন ।

৮| ২৬ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:১৯

আরমিন বলেছেন: হুম, লোভ কাটিয়ে উঠা দায় ! :(

২৬ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১৮

প্রত্যাবর্তন@ বলেছেন: হুম । :( :(

৯| ২৬ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভালো লিখেছেন।

২৬ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:২২

প্রত্যাবর্তন@ বলেছেন: :D :D :D

১০| ২৬ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:০৬

ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার লিখা, বেশ ভাল্লাগসে ||

২৬ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৪

প্রত্যাবর্তন@ বলেছেন: আপনি আমাকে আনন্দিত করলেন ।

১১| ২৬ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

মামুন রশিদ বলেছেন: গল্পটা অনেক ছোট, কিন্তু চমৎকার লিখেছেন । ঘরে বৌ রেখে পরনারী ভোগ করা, এটাও লোভ । লোভের হাতছানি এড়িয়ে চলা বড় কঠিন ।

২৬ শে জুলাই, ২০১৩ রাত ৯:৩৩

প্রত্যাবর্তন@ বলেছেন: আপনার এবং অন্যদের চমৎকার মন্তব্য আরো ভাল করবার প্রেরণা যোগাবে ।

অনেক ধন্যবাদ ।

১২| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪৫

প্রিয়ভাষিণী বলেছেন: এটা পাওয়ার লোভ-এ দিলাম :P

২৬ শে জুলাই, ২০১৩ রাত ১১:০৭

প্রত্যাবর্তন@ বলেছেন: হা হা হা । শিরোনামের সাথে মিলিয়ে মজার কমেন্ট

১৩| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪৬

প্রিয়ভাষিণী বলেছেন: এটা মানে এই মন্তব্য।
বাড়তি দুই ;)

২৬ শে জুলাই, ২০১৩ রাত ১১:২২

প্রত্যাবর্তন@ বলেছেন: B-) B-)

১৪| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১:০৪

আরজু পনি বলেছেন:

বশিরের মনে তবু্ও কখনো অনুশোচনা, দ্বিধা আসে....এমন মানুষ্ও আছে যাদের ভেতর এই দ্বিধা্ও আসে না...বিবেক বলেই হয়তো কিছু কাজ করে না তাদের!

অনেক দারুণ লিখেছেন।।

২৭ শে জুলাই, ২০১৩ রাত ৯:৩১

প্রত্যাবর্তন@ বলেছেন: আপনার অব্জার্ভেশন একদম সত্যি ।

অনেক অনেক ধন্যবাদ ।

১৫| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ২:১৬

মাহমুদ০০৭ বলেছেন: কোন টা কি বোঝা বড় দায় ।
ছোটো কলেবরে বড় জিজ্ঞাসা ।
আপনাকে সাধুবাদ

২৭ শে জুলাই, ২০১৩ রাত ১০:০৫

প্রত্যাবর্তন@ বলেছেন: ছোটো কলেবরে বড় জিজ্ঞাসা ।

মন্তব্যটা ভাল লেগেছে ।

আপনাকে ধন্যবাদ ।

১৬| ২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:২৮

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

২৭ শে জুলাই, ২০১৩ রাত ১০:২৭

প্রত্যাবর্তন@ বলেছেন: নিয়মিত পাঠে মন্তব্যে উৎসাহ দিয়ে যাবার জন্য অজস্র কৃতজ্ঞতা জানুন

১৭| ২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪১

পরিবেশ বন্ধু বলেছেন: অনেক ভাললাগা +

২৭ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪৬

প্রত্যাবর্তন@ বলেছেন: অনেক ধন্যযোগ ।

১৮| ২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২৯

অদৃশ্য বলেছেন:





প্রিয় প্রত্যাবর্তন

অত্যন্ত সুন্দর সাবলীলভাবে অনেক অনেক সুন্দর একটি অনুগল্প লিখে ফেলেছেন... এতো অল্প কথায় এমন সুন্দর একটি গল্প ও তার অনন্য সুন্দর সমাপ্তি... দূর্দান্ত...


শুভকামনা...

২৮ শে জুলাই, ২০১৩ দুপুর ২:২৮

প্রত্যাবর্তন@ বলেছেন: :!> :#> B-) B-)

১৯| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩৬

প্রিয়ভাষিণী বলেছেন: মন্তব্য করতে আপনার নতুন কোন পোস্টে যেতে পারি বুঝতে পাচ্ছি না |-)

২৮ শে জুলাই, ২০১৩ রাত ৯:০৭

প্রত্যাবর্তন@ বলেছেন: =p~ =p~

২০| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ১:২৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: হুম, পরকীয়ার লোভ বড় মারাত্তক

০১ লা আগস্ট, ২০১৩ রাত ১০:৫৬

প্রত্যাবর্তন@ বলেছেন: হুম । বড় বিটকেলে নেশা ।

২১| ০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪২

না পারভীন বলেছেন: খুব সাবলীল লেখা । শুধু সাবলীল ই নয় প্রতিটি লাইনে যত্নের ছোয়া আছে , আকর্ষন আছে । লেখকের প্রতি প্রত্যাশা বেড়ে গেছে ।

০১ লা আগস্ট, ২০১৩ রাত ১১:২০

প্রত্যাবর্তন@ বলেছেন: :!> :#>

অনেক ধন্যবাদ ।

প্রত্যাশার ভারে এই দুর্বল লেখক না আবার ন্যুব্জ হয়ে পড়ে !

২২| ০৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৩১

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভালো লাগলো গল্প!!!

০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:১৬

প্রত্যাবর্তন@ বলেছেন: আপনাদের ভাল লাগা আমার প্রাপ্তি

২৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৬

নাভিদ কায়সার রায়ান বলেছেন: ভালো লাগলো।

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২৩

প্রত্যাবর্তন@ বলেছেন: স্বাগতম । আপনাকে ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.