নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

..।

প্রত্যাবর্তন@

০০০০

প্রত্যাবর্তন@ › বিস্তারিত পোস্টঃ

অসময়ের সাজেকের কিছু ছবি

১৪ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:০৭



সাজেকে গিয়েছিলাম মার্চ ২০২১ এর শেষের দিকে । বলা যায় অসময় । কারণ জমাট বাঁধা মেঘের পরিবর্তে পেয়েছিলাম বালুর মত গুড়ো গুড়ো মেঘ । বরং এখনই সাজেক যাবার সময় । মেঘদল দল বেঁধে ঘুরার এইতো সময় । যাইহোক , মেঘবঞ্চিত সাজেকে তুলেছিলাম কিছু ছবি ।



থাকবেন নাকি এখানে ?





চলার পথে



রাতের আলোয়





বিকেল গড়িয়ে সন্ধ্যার নৈকট্যে





.।.।।


মন্তব্য ২২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন: চৎকার সব ছবি।
আমি গিয়েছিলাম বেশ কয়েক বছর আগে, তখন এতো ক্রাউড ছিলো না।
আবার যাওয়ার ইচ্ছে আছে।

১৪ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৬

প্রত্যাবর্তন@ বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।

হুম, এখন প্রচুর ক্রাউড।

২| ১৪ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:৫০

শায়মা বলেছেন: আমি যেতে চাই।

সাজেকে যাইনি কখনও।

১৪ ই নভেম্বর, ২০২১ রাত ৮:৫৬

প্রত্যাবর্তন@ বলেছেন: কিছুদিনের মধ্যেই চলে যান। এখনই তুলোর মত মেঘের স্তুপ দেখা যাবার কথা।

৩| ১৪ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৩

নতুন বলেছেন: কবে যাব পাহাড়ে.... আহা রে...

১৫ ই নভেম্বর, ২০২১ ভোর ৪:০০

প্রত্যাবর্তন@ বলেছেন: চলে যান একদিন

৪| ১৪ ই নভেম্বর, ২০২১ রাত ৯:০২

মেহেদি_হাসান. বলেছেন: আমিও মার্চের দিকে গিয়েছিলাম, জমাট মেঘ দেখতে পাইনি

১৫ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:১৭

প্রত্যাবর্তন@ বলেছেন: আসলে বর্ষার পরপরই গেলে উত্তম।

৫| ১৪ ই নভেম্বর, ২০২১ রাত ১১:৪২

রাজীব নুর বলেছেন: সাজেক এখনও কিছুটা সুন্দর আছে। কিন্তু নীলগিরি টাইলস আর রেস্টুরেন্ট করে প্রাকিতিক পরিবেশ টা নষ্ট করে ফেলেছে।

১৫ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:৪৫

প্রত্যাবর্তন@ বলেছেন: আপনার পর্যবেক্ষণ সঠিক।

৬| ১৫ ই নভেম্বর, ২০২১ রাত ১:৫৯

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর সুন্দর ছবি।

১৫ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:২৮

প্রত্যাবর্তন@ বলেছেন: অনেক অনেক ধনেপাতা

৭| ১৫ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:৩৯

মিরোরডডল বলেছেন:



ওয়াও !!! মাথা নষ্ট করা চমৎকার সব ছবি !
ট্রি হাউজ দেখলাম একটা, ওটাতে ছিলো ?
ওখানে যেতে হবে পূর্ণিমা রাতে !


১৫ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২২

প্রত্যাবর্তন@ বলেছেন: অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

লাকিলি আমরাও চাঁদনী রাত পেয়েছিলাম। ছাদে কাটিয়েছিলাম অনেকটা সময়। কিন্তু ডিজিটাল ক্যামেরা হওয়াতে সে সৌন্দর্য পরিপাটিভাবে ফ্রেম বন্দি করতে পারিনি।

৮| ১৫ ই নভেম্বর, ২০২১ রাত ৯:২৮

মনিরা সুলতানা বলেছেন: কী যে দারুণ সব ছবি !!!!!
ভালোলাগা।

১৫ ই নভেম্বর, ২০২১ রাত ১১:১৩

প্রত্যাবর্তন@ বলেছেন: উৎসাহিত করবার জন্য অনেক ধন্যবাদ।

৯| ২১ শে মার্চ, ২০২৫ রাত ১:২৭

এইচ এন নার্গিস বলেছেন: ট্রি হাউস রিসোর্ট প্রমট করতে পারলে এবং খুব বেশী বেশী প্রচার করলে ইউরোপিয়ান টুরিস্ট আসবে। এই দিকটায় আমাদের নজর দিতে হবে। আপনার ছবিতে দেখলাম। জানিনা এর মধ্যে বেড রুম এবং টয়লেট সাওয়ার আছে কিনা। এগুলো থাকতে হবে।

২৭ শে মার্চ, ২০২৫ দুপুর ১২:১৮

প্রত্যাবর্তন@ বলেছেন: আপনার কথাগুলো গুরুত্বপূর্ণ।

১০| ০৮ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১২:৩৫

এইচ এন নার্গিস বলেছেন: চমৎকার

০৮ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১:০৬

প্রত্যাবর্তন@ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

১১| ১০ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১:১২

এইচ এন নার্গিস বলেছেন: সেই ঝুল বারান্দা যা অতুলনীয় ! চমৎকার !

১২ ই এপ্রিল, ২০২৫ রাত ৮:২৪

প্রত্যাবর্তন@ বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.