নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

..।

প্রত্যাবর্তন@

০০০০

প্রত্যাবর্তন@ › বিস্তারিত পোস্টঃ

অসময়ের সাজেকের কিছু ছবি

১৪ ই নভেম্বর, ২০২১ বিকাল ৪:০৭



সাজেকে গিয়েছিলাম মার্চ ২০২১ এর শেষের দিকে । বলা যায় অসময় । কারণ জমাট বাঁধা মেঘের পরিবর্তে পেয়েছিলাম বালুর মত গুড়ো গুড়ো মেঘ । বরং এখনই সাজেক যাবার সময় । মেঘদল দল বেঁধে ঘুরার এইতো সময় । যাইহোক , মেঘবঞ্চিত সাজেকে তুলেছিলাম কিছু ছবি ।



থাকবেন নাকি এখানে ?





চলার পথে



রাতের আলোয়





বিকেল গড়িয়ে সন্ধ্যার নৈকট্যে





.।.।।


মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন: চৎকার সব ছবি।
আমি গিয়েছিলাম বেশ কয়েক বছর আগে, তখন এতো ক্রাউড ছিলো না।
আবার যাওয়ার ইচ্ছে আছে।

১৪ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৬

প্রত্যাবর্তন@ বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।

হুম, এখন প্রচুর ক্রাউড।

২| ১৪ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:৫০

শায়মা বলেছেন: আমি যেতে চাই।

সাজেকে যাইনি কখনও।

১৪ ই নভেম্বর, ২০২১ রাত ৮:৫৬

প্রত্যাবর্তন@ বলেছেন: কিছুদিনের মধ্যেই চলে যান। এখনই তুলোর মত মেঘের স্তুপ দেখা যাবার কথা।

৩| ১৪ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৩

নতুন বলেছেন: কবে যাব পাহাড়ে.... আহা রে...

১৫ ই নভেম্বর, ২০২১ ভোর ৪:০০

প্রত্যাবর্তন@ বলেছেন: চলে যান একদিন

৪| ১৪ ই নভেম্বর, ২০২১ রাত ৯:০২

মেহেদি_হাসান. বলেছেন: আমিও মার্চের দিকে গিয়েছিলাম, জমাট মেঘ দেখতে পাইনি

১৫ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:১৭

প্রত্যাবর্তন@ বলেছেন: আসলে বর্ষার পরপরই গেলে উত্তম।

৫| ১৪ ই নভেম্বর, ২০২১ রাত ১১:৪২

রাজীব নুর বলেছেন: সাজেক এখনও কিছুটা সুন্দর আছে। কিন্তু নীলগিরি টাইলস আর রেস্টুরেন্ট করে প্রাকিতিক পরিবেশ টা নষ্ট করে ফেলেছে।

১৫ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:৪৫

প্রত্যাবর্তন@ বলেছেন: আপনার পর্যবেক্ষণ সঠিক।

৬| ১৫ ই নভেম্বর, ২০২১ রাত ১:৫৯

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর সুন্দর ছবি।

১৫ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:২৮

প্রত্যাবর্তন@ বলেছেন: অনেক অনেক ধনেপাতা

৭| ১৫ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:৩৯

মিরোরডডল বলেছেন:



ওয়াও !!! মাথা নষ্ট করা চমৎকার সব ছবি !
ট্রি হাউজ দেখলাম একটা, ওটাতে ছিলো ?
ওখানে যেতে হবে পূর্ণিমা রাতে !


১৫ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২২

প্রত্যাবর্তন@ বলেছেন: অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

লাকিলি আমরাও চাঁদনী রাত পেয়েছিলাম। ছাদে কাটিয়েছিলাম অনেকটা সময়। কিন্তু ডিজিটাল ক্যামেরা হওয়াতে সে সৌন্দর্য পরিপাটিভাবে ফ্রেম বন্দি করতে পারিনি।

৮| ১৫ ই নভেম্বর, ২০২১ রাত ৯:২৮

মনিরা সুলতানা বলেছেন: কী যে দারুণ সব ছবি !!!!!
ভালোলাগা।

১৫ ই নভেম্বর, ২০২১ রাত ১১:১৩

প্রত্যাবর্তন@ বলেছেন: উৎসাহিত করবার জন্য অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.