নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পানাম নগর নারায়ণগঞ্জ জেলার, সোনারগাঁতে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর। এখানে কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন রয়েছে। এটি ‘‘হারানো নগরী’’ নামেও পরিচিত। পানাম নগরীর নির্মাণশৈলী অপূর্ব এবং এর নগর পরিকল্পনা দুর্ভদ্য ও সুরক্ষিত। এটি মুলতঃ ছিল বঙ্গ অঞ্চলের তাঁত ব্যবসায়ীদের মূল কেন্দ্র বিন্দু ও আবাসস্থল।
ঢাকা হতে বাস যোগে সোনারগাঁয়ের মোগড়াপাড়া বাসষ্ট্যান্ড যেতে হবে। মোগড়াপাড়া হতে রিক্সা/অটোরিক্সা যোগে পানাম নগরীতে পৌঁছা যায়। তবে পর্যটকগন ইচ্ছা করলে পাশে সোনারগাঁও লোক ও কারুশিল্প জাদুঘর ঘুরে ৫ মিনিট হেঁটে পানামে পৌঁছাতে পারবে।
...............
পানাম নগরীতে মোগল স্থাপত্য শৈলীর প্রাধান্য লক্ষ্য করা যায়।
১৬ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:৪৪
প্রত্যাবর্তন@ বলেছেন: হুম একদিনে ঘুরার জন্য ভাল জায়গা । আপনার পোস্ট চোখ এড়িয়ে গিয়েছে , চোখে পড়লে অবশ্যই ঘুরে আসতাম। আপনার ছবিগুলো তো অসাম হয় ।
আপনিও ভাল থাকুন ।
২| ১৬ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:১৩
জুল ভার্ন বলেছেন: খুব সুন্দর ছবি পোস্ট।
পানাম নগরীতে বহু বছর আগে একাধিকবার গিয়েছিলাম। কিন্তু আপনার মতো এমন অনুসন্ধিতসু সৃজনশীল চোখে দেখা হয়নি!
১৬ ই নভেম্বর, ২০২১ দুপুর ২:২৩
প্রত্যাবর্তন@ বলেছেন: এমন উতসাহব্যঞ্জক মন্তব্যে অভিভূত !
অসংখ্য ধন্যবাদ ।
৩| ১৬ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:৪১
মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাই , সর্বশেষ মনে হয় ২০০২ সালে গিয়েছিলাম লোক ও কারু শিল্প মেলা চলা কালে। তার পরে আর যাওয়া হয়নি সময়াভাবে যদিও যেতে মন চায় সবসময়।
তবে না যাওয়ার সে বেদনা মিটে গেল আপনার পোস্ট এবং আর সব চমতকার ছবির মাধ্যমে। তাই ভাললাগার সাথে সাথে +++ রইলো পোস্টে ।
১৬ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:৫০
প্রত্যাবর্তন@ বলেছেন: আপনার মন জুড়ানো মন্তব্যে অসংখ্য কৃতজ্ঞতা ।
৪| ১৬ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪০
মনিরা সুলতানা বলেছেন: অনেক সুন্দর সব ছবি !
১৬ ই নভেম্বর, ২০২১ রাত ১০:৩৪
প্রত্যাবর্তন@ বলেছেন: প্রেরণাদায়ক মন্তব্যে কৃতজ্ঞতা।
৫| ১৬ ই নভেম্বর, ২০২১ রাত ৮:১৫
বোকার স্বর্গ বলেছেন: আমিও গিয়েছিলাম। রহস্যময় একটা জায়গা মনে হয়েছে আমার কাছে।
১৬ ই নভেম্বর, ২০২১ রাত ১০:৩৬
প্রত্যাবর্তন@ বলেছেন: কিছুটা তো বটেই।
৬| ১৬ ই নভেম্বর, ২০২১ রাত ৮:৩৬
মেহেদি_হাসান. বলেছেন: যাওয়ার ইচ্ছে আছে
১৬ ই নভেম্বর, ২০২১ রাত ১০:৩৮
প্রত্যাবর্তন@ বলেছেন: একদিনের ছুটি কাটিয়ে আসুন, মন্দ লাগবে না।
৭| ১৭ ই নভেম্বর, ২০২১ রাত ১২:২৪
প্রামানিক বলেছেন: নব্বই সালে যে পানাম নগরী দেখে এসেছিলাম এখন আর সেরকম নাই। ধন্যবাদ
১৭ ই নভেম্বর, ২০২১ রাত ১২:৫২
প্রত্যাবর্তন@ বলেছেন: সময়ে সবকিছু কিছু না কিছু পরিবর্তিত তো হয়েই যায়
৮| ১৭ ই নভেম্বর, ২০২১ রাত ১২:৫৪
মরুভূমির জলদস্যু বলেছেন: বেশীরভাগ ছবিইতো মনে হচ্ছে পানমের না!
বড়সর্দারবাড়ি আর মিউজিয়াম প্রাঙ্গণের ছবিও আছে।
১৭ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:৪৩
প্রত্যাবর্তন@ বলেছেন: হাটতে হাটতে যেসব জায়গায় গিয়েছি, সেখান থেকেও দুই একটা দিয়েছি! এক জায়গার সব ছবি দেই নাই। আবার যাদুঘরের ছবি আরো কিছু ছিল, কিন্তু দিতে ইচ্ছা করল না। কিছু ছবিতে নিজেদের লোকের ছবি থাকায় দেয়া গেল না।
৯| ১৭ ই নভেম্বর, ২০২১ রাত ৩:০১
নেওয়াজ আলি বলেছেন: চমৎকার সব ছবি
১৭ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:৩৪
প্রত্যাবর্তন@ বলেছেন: ধইন্যা পাতা অসংখ্য
১০| ১৭ ই নভেম্বর, ২০২১ সকাল ৮:৪৬
রূপক বিধৌত সাধু বলেছেন: গত শনিবার যাওয়ার কথা ছিল। কোনো কারণে যাওয়া হয় নি। সামনে একদিন যাব।
১৭ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:৪৫
প্রত্যাবর্তন@ বলেছেন: হুম, চলে যান একদিন। ভাল্লাগবে।
১১| ১৭ ই নভেম্বর, ২০২১ সকাল ৯:০১
শেরজা তপন বলেছেন: বহু বছর আগে গিয়েছিলাম ওখানে( তখন ফটোগ্রাফির একটা প্রজেক্ট ছিল)
দারুন ছবি ও বর্ণনা।
১৭ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:৪৯
প্রত্যাবর্তন@ বলেছেন: আপনাকে অফুরন্ত ধন্যবাদ।
১২| ১৮ ই নভেম্বর, ২০২১ রাত ১০:২৮
জ্যাকেল বলেছেন: এইখানে কি পুরনো বিল্ডিং গুলা মালিকানা? মালিকানা হইলে কেনার ইচ্ছা ছিল।
২১ শে নভেম্বর, ২০২১ রাত ৯:৩৫
প্রত্যাবর্তন@ বলেছেন:
১৩| ২৩ শে নভেম্বর, ২০২১ সকাল ৮:৩৫
জ্যাকেল বলেছেন: ব্যাপারটা সিরিয়াস ছিল। আপনি ইমু দিয়ে হালকা পাতলা করে দিলেন।
২৩ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:৪৬
প্রত্যাবর্তন@ বলেছেন: আপনার এই মন্তব্যে ইমো সংকটে পড়ে গেলাম। কোন ইমো দিব তাই ভাবতেছি।
©somewhere in net ltd.
১| ১৬ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিও ঘুরে এসেছিলাম। অনেক ভালো লেগেছে। এখানে ছবি দিয়েছিলাম মনে হয়।
ভালো লাগলো পোস্ট ভালো থাকুন