নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২০১২ সাল। কুমিল্লায় এক কলিগের ছোট ভাইয়ের বিয়েতে দাওয়াত পেলাম। দুপুরে অনুষ্ঠান। তাই ভাব্লাম, সকাল সকাল ঢাকা থেকে রওনা দিলে কিছু স্পট দেখা যাবে। সেই মত যাত্রা করলাম শুরু।
প্রথমে ঢুকলাম ময়নামতি যুদ্ধ সমাধিক্ষেত্রে। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈন্যদের কবরস্থান।
এরপর ছুটে গেলাম শালবন বৌদ্ধ বিহারে।
দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ধর্মসাগর আর বার্ড (BARD) ঘুরাঘুরি।
শালবন বিহার কুমিল্লা।
২৩ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৬
প্রত্যাবর্তন@ বলেছেন: ধনেপাতা নিন।
২| ২৩ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৯
ইসিয়াক বলেছেন: অনেক দিন পরে চুটিয়ে ব্লগিং করুন। ছবি ব্লগ দেখতে আমার ভালো লাগে।
ভালো থাকুন " সা. আ " ভাই
২৩ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৫
প্রত্যাবর্তন@ বলেছেন: আপনি পুরো গেসওয়ার্ক প্রকাশ করতে পারেন। আমার অনেক আইডি আগে ছিল। আপনার কাছে যেটা মনে হচ্ছে সেটা প্রকাশ করতে পারেন। কিন্তু সা. আ. হয় নাই।
৩| ২৩ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫০
জুল ভার্ন বলেছেন: চমৎকার ছবি ব্লগ!!!
২৩ শে নভেম্বর, ২০২১ রাত ৮:২৪
প্রত্যাবর্তন@ বলেছেন: ধন্যবাদ নিরন্তর।
৪| ২৩ শে নভেম্বর, ২০২১ রাত ১০:৫১
মরুভূমির জলদস্যু বলেছেন: দাওয়াতের সাথে সাথে মিনি ট্যুর হয়ে গেলো।
আমিও দেখেছি। তবে বার্ডে যাওয়া হয়নি।
২৩ শে নভেম্বর, ২০২১ রাত ১১:০৯
প্রত্যাবর্তন@ বলেছেন: হা হা। ভালোই বলেছেন।
৫| ২৪ শে নভেম্বর, ২০২১ রাত ১২:০৭
মহিউদ্দিন হায়দার বলেছেন: ছবি কি মোবাইল ক্যামেরা নাকি অন্য কোন ক্যামেরা দিয়ে তুলেছেন? ছবি অনেক সুন্দর হয়েছে।
২৪ শে নভেম্বর, ২০২১ রাত ১:১৩
প্রত্যাবর্তন@ বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
সাধারণত আমি ছবি তুলতে মোবাইল ব্যবহার করি না বললেই চলে। লাস্ট টুরে দেখার কিছু ছিল না মনে করে ক্যামেরা নেই নাই। পরে মোবাইল দিয়ে ছবি তুলে আপ্লোড দিয়েছি। ওটা ছিল মোবাইল ফটোগ্রাফির প্রথম আপ্লোড।
এই পোস্টের ছবিগুলো প্যানাসনিক লুমিক্স ডিজিটাল ক্যামেরায় তোলা হলেও আমি এফবি থেকে ডাউনলোড করে পোস্ট দিয়েছি। আলসেমি না করে কম্পু থেকে অরিজিনালগুলো আপ্লোড দিলে কে জানে হয়ত আরো ভালো হতে পারত।
উৎসাহিত করার জন্য আবারো কৃতজ্ঞতা।
৬| ২৪ শে নভেম্বর, ২০২১ রাত ১২:৪৫
সোহানী বলেছেন: অনেক স্মৃতি মনে পড়লো। চমৎকার সব ছবি।
২৪ শে নভেম্বর, ২০২১ রাত ১:১৫
প্রত্যাবর্তন@ বলেছেন: আপনার স্মৃতিতে অনুরনন তুলতে পেরেছে জেনে অনেক ভালো লাগলো। অগুনতি ধন্যযোগ।
৭| ২৪ শে নভেম্বর, ২০২১ রাত ৩:৪৮
নেওয়াজ আলি বলেছেন: ময়নামতি সুন্দর নাম বিভাগ হলে মন্দ হবে হবে না। সেনানিবাসও সুন্দর
২৪ শে নভেম্বর, ২০২১ সকাল ৭:৩৯
প্রত্যাবর্তন@ বলেছেন: ভেবে দেখার মত।
৮| ২৪ শে নভেম্বর, ২০২১ সকাল ৮:২০
শেরজা তপন বলেছেন: চাঁদের ছবিটা ভাল লেগেছে
২৪ শে নভেম্বর, ২০২১ সকাল ৮:৫৭
প্রত্যাবর্তন@ বলেছেন: শুকরিয়া।
৯| ২৪ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:২১
মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর ছবি।+++++
২৪ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:৫০
প্রত্যাবর্তন@ বলেছেন: ধইন্যা ধইন্যা ।
১০| ২৪ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:৫১
অপু তানভীর বলেছেন: ময়নামতিতে গিয়েছিলাম অনেক দিন আগে । সেই ২০১৪ সালের দিকে ।
চমৎকার ছবি ।
২৪ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:০৩
প্রত্যাবর্তন@ বলেছেন: আমিও সেই যে ২০১২ তে গিয়েছি , আর যাওয়া হয়নি ,।
অসংখ্য ধন্যবাদ ।
১১| ২৪ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো। এসব ঘুরে আসছি তবে তখন ক্যামেরা ছিলো না
২৪ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:৩০
প্রত্যাবর্তন@ বলেছেন: আহা ! ক্যামেরা থাকলে আপনার থেকে দুর্দান্ত কিছু ছবি পেতাম ।
১২| ২৪ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:৪২
মিরোরডডল বলেছেন:
এতো ছবির মাঝে চাঁদ আর ফুলের ছবিটাই বেশী ভালো লেগেছে ।
২৫ শে নভেম্বর, ২০২১ রাত ৮:৪৭
প্রত্যাবর্তন@ বলেছেন: ভালো লেগেছে জেনে ভাল্লাগ্লো।
১৩| ২৪ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:৪০
মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাইজান সবগুলি ছবিই ব্যাপোক সৌন্দর্য হয়েছে তার জন্য পোস্টে রইলো +++ আর আপনাকেও ধন্যবাদ নিজের এলাকাকে সবার সাথে নতুন করে পরিচয় করিয়ে দেবার জন্য।
তয় দুঃখ একটাই আপনি মোগ এলাকা ঘুইরে চলি আসলেন কিন্তু মোর লগে বাত-চিত অইলোনা , ইডা কিমন ঐলো ভাইজান।
২৫ শে নভেম্বর, ২০২১ রাত ৮:৪৮
প্রত্যাবর্তন@ বলেছেন: ২০১২ সালে তো আপনার সাথে পরিচয় ছিল না। আবার যদি সামনে কখনো যাই, তখন হয়ত দেখা হবে।
১৪| ২৫ শে নভেম্বর, ২০২১ রাত ৯:৫৮
হাসান মাহবুব বলেছেন: কুমিল্লা আমার শ্বশুরবাড়ি। প্রতিটা জায়গাতেই গেছি। শ্বশুরবাড়ি যেখানে, সেই গ্রামটাও অনেক সুন্দর।
২৫ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৩১
প্রত্যাবর্তন@ বলেছেন: কুমিল্লা আমার গ্রামের বাড়ি। কিন্তু লাস্ট কবে গেছি, নিজেই বলতে পারব না। কেউ থাকেওনা তাই যাওয়াও হয় না।
১৫| ২৫ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:৫১
মেহবুবা বলেছেন: দু'বার গিয়েছি, বার্ডে থাকবার সুযোগ হয়েছে ; চমৎকার অভিজ্ঞতা! এই সব জায়গাগুলো দেখবার সুযোগ হয়েছে। সেবার বিহারে বাবুই পাখির বাসা দেখেছিলাম তালগাছে। একজন ঘাস কাটছিল রোদে তখন আমার পুত্রধন তার কাউবয় টুপি তাঁকে দেয়াতে সে অভিভুত! কত কিছু মনে পড়ছে।
আপনার ছবিগুলো দারুন!
২৭ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:০৩
প্রত্যাবর্তন@ বলেছেন: অল্প কথায় অনেক সুন্দরভাবে অভিজ্ঞতা শেয়ার করেছেন।
উৎসাহিত করার জন্য অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৩ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৪
ইসিয়াক বলেছেন: সুন্দর।