নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিকেল এবং সন্ধ্যাটা ,গড়িয়ে সময় চাই কি রাত্রিটা (মানে রাত ১১ টা পর্যন্ত) সাময়িক অবকাশ কাটাবার ভালো একটা গন্তব্য হতে পারে শেফ’স টেবিল কোর্টসাইড । তাই বলে দুপুরে যেতে মানা করছি না। শেফ’স টেবিল কোর্টসাইড ঢাকার মাদানী এভিনিউতে ইউনাইটেড সিটি / ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সামান্য দূরে অবস্থিত ।
মেইন এন্ট্র্যান্স দিয়ে ঢুকেই সিঁড়ি দিয়ে উপরে উঠে দেখবেন খাবার-দাবারের পরিপাটি আয়োজন । জায়গা না পেলে হতাশ হবার কিছু নেই । সামনে এগিয়ে গেলে দেখবেন এরকম আরো আয়োজন । বসে পড়ুন যেখানে প্রয়োজন । খাবারের দাম বেশি ।
এগিয়ে যান পার্কমতন জায়গাটিতে। নীচে এর কিছু ছবি
শিশুদের জন্য রয়েছে পাশের প্লেইয়ার্ডে নানাবিধ ফ্রি আয়োজন । কিছু ছবি ।
এছাড়া টিকিট কেনার মাধ্যমে পেইড কিছু রাইড বা গেমসও উপভোগের সুযোগ রয়েছে । এখানে দুধ বা র চা, মালাই চা, ফুচকা, চটপটি, পপকর্ণ, ক্যান্ডি ফ্লস বা হাওয়াই মিঠাই ইত্যাদি পাওয়া যায় । রয়েছে বিশাল মাঠ। বল নিয়ে গেলে বাচ্চাদের সাথে কিছু সময় হইহুল্লোড় করে কাটানো যেতে পারে । আছে ফুলবাগানও ।
...
,,,,,
** "বুড়াপান" শব্দ কৃতজ্ঞতা - শায়মা আপা
০৬ ই মার্চ, ২০২২ বিকাল ৪:০৫
প্রত্যাবর্তন@ বলেছেন: হুম । ঘুরে আমারও ভালো লেগেছে ।
২| ০৬ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৩৩
শায়মা বলেছেন: নট অনলী পোলাপান। বুড়াপানদের জন্যও আনন্দদায়ক স্থান বটে।
০৬ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৪৫
প্রত্যাবর্তন@ বলেছেন: আপনি একদম ঠিক বলেছেন । আপনার বুড়াপান শব্দটা জোস । শিরোনামে যোগ করে দিলাম।
৩| ০৬ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৪৫
শায়মা বলেছেন: হা হা ঠিক তাই পোলাপান হলে বুড়াপান না কেনো?
০৬ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:০০
প্রত্যাবর্তন@ বলেছেন: ঠিক ঠিক । আপনার লজিক অভেদ্য ।
৪| ০৬ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:১৬
রাজীব নুর বলেছেন: আরেহ বাহ!!!
দারুন তো। অবশ্যই যাবো পুরো পরিবার নিয়ে।
০৬ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:০৩
প্রত্যাবর্তন@ বলেছেন: অবশ্যই যাবেন । আশা রাখি , নিরাশ হবেন না ।
৫| ০৬ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:২৯
আহমেদ জী এস বলেছেন: প্রত্যাবর্তন@ ,
হ্যা.... জায়গাটি বেশ সুন্দর। অনেক বিস্তৃতি নিয়ে খাবারের আয়োজন দেখলুম। বুড়াপান হয়ে গিয়েছিলুম। তবে ওখানে যাওয়ার পথটি এখনও মঙ্গল গ্রহের পিঠের মতো এবড়ো-থেবড়ো।
০৬ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:০৪
প্রত্যাবর্তন@ বলেছেন: হা হা ।আপনার নিদারুণ সুতীব্র উপমাটা পড়ে হাসছি ।
৬| ০৬ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:৩৫
ঋণাত্মক শূণ্য বলেছেন: গাজীপুরে কোন একটা রিসোর্টে যেন ২০১৫তে গিয়েছিলাম। সেখানে ছিলো খোলা মাঠ, পুকুর, গাছ-গাছালি, পুরাতন ভাঙ্গা একটা বাড়ি, কয়েকটা কুড়ে ঘর....... অদ্ভুত ভালো লেগেছিলো। ছবিগুলি সুন্দর লেগেছে; তবে কেমন যেন যান্ত্রিক যান্ত্রিক মনে হয়েছে
০৬ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:০৫
প্রত্যাবর্তন@ বলেছেন: আপনি যেখানে গিয়েছিলেন সেইটা অধিকতর প্রাকৃতিক আবহ ধারণ করে । তাই অদ্ভুত ভালো লেগেছিল ।
৭| ০৬ ই মার্চ, ২০২২ রাত ১০:৩৮
মরুভূমির জলদস্যু বলেছেন: গত বছর গিয়েছিলাম ২-৩ বার। খাবারের মূল্য আকাশচুম্বি, মান আহামরি কিছু না।
০৭ ই মার্চ, ২০২২ সকাল ১১:৪৮
প্রত্যাবর্তন@ বলেছেন: হুম, খাবারের দাম বেশি ।
©somewhere in net ltd.
১| ০৬ ই মার্চ, ২০২২ বিকাল ৩:৪০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর। ঘুড়ার মতই জায়গা।++++