![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখিতে গিয়াছিলাম নরসিংদীর নাগরিয়াকান্দি সানফ্লাওয়ার গার্ডেন । পৌঁছাইয়া দেখি সানফ্লাওয়ার গার্ডেন টিকেট ৫০ টাকা, পাশে আপনঘর নামে আরেকটা দেখার জায়গা আছে সেটাও ৫০। আবার দুইটা একসাথে ৫০। বিষয়টা না বুঝিলেও হিসাবে ভুল করিনাই, দুইটা একলগে দেখার ব্যবস্থাযুক্ত টিকেটই লইলাম।
ঢাকা হইতে পূর্বাচল তিনশ ফিট, তারপর কাঞ্চন ব্রীজ হয়ে নাগরিয়াকান্দি সানফ্লাওয়ার গার্ডেনে যাওয়া যায় । গুলশান ১ হইতে যাইতে সোয়া এক/দেড় ঘন্টা লাগার কথা। একজন বুদ্ধি দিল যে, কাঞ্চন ব্রীজকে ডাইনে রেখে এর বামদিকে ঢাকা সিটি বাইপাস ধরে মাটির ঘর নামক স্পট সংলগ্ন রাস্তা ধরে গেলে সামান্য কিছু সময় বেশি লাগিবেক, তয় রাস্তা টনটনা । আর পূর্বোক্ত রাস্তা কিছুটা সংক্ষেপ তয় বেশ কিছু জায়গায় ঝাকানাকা ঝাকানাকা দেহ দোলা দে টাইপ ফিলিং হইতারে।
যাউজ্ঞা, সামনের দিকে আউজ্ঞা, স্পটে পৌঁছাইয়া প্রথমে মায়াবী হলুদ সন্ত্রাসের মুখোমুখি হইবার সিদ্ধান্ত নিলাম।
এরপর গেলাম আপনঘর । টিউলিপ সহ অন্যান্য ফুলের সাজে সজ্জিত জায়গাটা।
দুপ্রে খানাপিনার পরে গেলাম গোল্ডেন স্টার পার্ক, টিকেট একশত টাকা। উহা খুব বেশি দূরে নহে, নাগরিয়াকান্দি সানফ্লাওয়ার গার্ডেন হইতে নাগরিয়াকান্দি মেঘনা সেতু পার হইতে হয়, ম্যাপ কহিল কিমিখানেক দূরত্বে অবস্থিত। সেখানে পৌঁছানোর পর কিছু ছবি ।
এই ব্রীজ পার হয়ে সানফ্লাওয়ার গার্ডেন হতে গোল্ডেন স্টার পার্কে যাওয়া যায়।
০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:২৫
প্রত্যাবর্তন@ বলেছেন: আলসেমি লাগ্লো, নাহয় আরো কিছু ফুলের ছবি দেয়া যেত ।
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩৮
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার সব ফুলের ছবি।
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:০৫
প্রত্যাবর্তন@ বলেছেন: আনন্দিত হলাম বেশ।
৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: ফুলের মৌসুম । এখনকার গাঁদাগুলো কত বড় বড়। দেখলে। ছুঁয়ে দেখতে ইচ্ছে করে।
সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৪৮
প্রত্যাবর্তন@ বলেছেন: পোস্টে আসার জন্য আপনাকেও ধন্যবাদ।
৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩৫
এইচ এন নার্গিস বলেছেন: সুন্দর
০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:০২
প্রত্যাবর্তন@ বলেছেন: ধনেপাতা অগুনতি।
৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১:৩১
এইচ এন নার্গিস বলেছেন: খুব সুন্দর সুন্দর ফুল
০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:১৪
প্রত্যাবর্তন@ বলেছেন: পুনরায় এসে উৎসাহ দেবার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার আরেকটি ফুল সংক্রান্ত পোস্ট দেখতে পারেন ঃ
একটি ফুলেল পোস্ট
৬| ০৫ ই মার্চ, ২০২৫ দুপুর ২:০৮
এইচ এন নার্গিস বলেছেন: এখানে যেতেই হবে ।
০৮ ই মার্চ, ২০২৫ রাত ৯:৪২
প্রত্যাবর্তন@ বলেছেন: সুন্দর সময় কাটবে আশা করি।
৭| ৩০ শে মার্চ, ২০২৫ রাত ১:৫৭
এইচ এন নার্গিস বলেছেন: বাংলাদেশে এখন অনেক রিসোর্ট হয়েছে মনে হচ্ছে। এখন দরকার একটিভিটি ,যেমন জিপ লাইন , ফোক ড্যান্স এন্ড ডিনার ক্রুজ, জংগল সামিট ওয়াক ওয়ে , ওয়াটার স্পোর্টস ,ক্যাবেল কার, ইত্যাদি ইত্যাদি ।
৩০ শে মার্চ, ২০২৫ সকাল ৯:৪০
প্রত্যাবর্তন@ বলেছেন: আপনার সাজেশন সময়োপযোগী।
০৮ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:৪৬
প্রত্যাবর্তন@ বলেছেন: ওকে।
৯| ১১ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৩০
নকল কাক বলেছেন: আমার লেখা সিরিজ গল্প "এ্যমবুশ" এর ৩য় পর্ব "এ্যমবুশ ৩" পড়ার জন্য আপনাকে আমন্ত্রণ।
১৩ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৫৭
প্রত্যাবর্তন@ বলেছেন: ওকে।
১০| ১৪ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১২:১৪
নকল কাক বলেছেন: মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে লেখা ফিকশন সিরিজ গল্প এ্যমবুশের ৫ম পর্ব "এ্যমবুশ ৫" পড়ার জন্য আপনাকে আমন্ত্রণ।
১৪ ই এপ্রিল, ২০২৫ দুপুর ২:৩২
প্রত্যাবর্তন@ বলেছেন: পিলাচ দাগাইছি।
©somewhere in net ltd.
১|
০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:২৪
শায়মা বলেছেন: বাহ! এত রকম ফুলের সমারোহ!!!