নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

..।

প্রত্যাবর্তন@

০০০০

প্রত্যাবর্তন@ › বিস্তারিত পোস্টঃ

এক টিকেটে দুই ছবি থুক্কু এক টিকেটে পাশাপাশি দুইটি ফুলেল স্থান দেখিয়া আনন্দ লাভের একটি দিন, লগে গোল্ডেন স্টার পার্কও আছিলো

০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:১৪



দেখিতে গিয়াছিলাম নরসিংদীর নাগরিয়াকান্দি সানফ্লাওয়ার গার্ডেন । পৌঁছাইয়া দেখি সানফ্লাওয়ার গার্ডেন টিকেট ৫০ টাকা, পাশে আপনঘর নামে আরেকটা দেখার জায়গা আছে সেটাও ৫০। আবার দুইটা একসাথে ৫০। বিষয়টা না বুঝিলেও হিসাবে ভুল করিনাই, দুইটা একলগে দেখার ব্যবস্থাযুক্ত টিকেটই লইলাম।



ঢাকা হইতে পূর্বাচল তিনশ ফিট, তারপর কাঞ্চন ব্রীজ হয়ে নাগরিয়াকান্দি সানফ্লাওয়ার গার্ডেনে যাওয়া যায় । গুলশান ১ হইতে যাইতে সোয়া এক/দেড় ঘন্টা লাগার কথা। একজন বুদ্ধি দিল যে, কাঞ্চন ব্রীজকে ডাইনে রেখে এর বামদিকে ঢাকা সিটি বাইপাস ধরে মাটির ঘর নামক স্পট সংলগ্ন রাস্তা ধরে গেলে সামান্য কিছু সময় বেশি লাগিবেক, তয় রাস্তা টনটনা । আর পূর্বোক্ত রাস্তা কিছুটা সংক্ষেপ তয় বেশ কিছু জায়গায় ঝাকানাকা ঝাকানাকা দেহ দোলা দে টাইপ ফিলিং হইতারে।

যাউজ্ঞা, সামনের দিকে আউজ্ঞা, স্পটে পৌঁছাইয়া প্রথমে মায়াবী হলুদ সন্ত্রাসের মুখোমুখি হইবার সিদ্ধান্ত নিলাম।


এরপর গেলাম আপনঘর । টিউলিপ সহ অন্যান্য ফুলের সাজে সজ্জিত জায়গাটা।












দুপ্রে খানাপিনার পরে গেলাম গোল্ডেন স্টার পার্ক, টিকেট একশত টাকা। উহা খুব বেশি দূরে নহে, নাগরিয়াকান্দি সানফ্লাওয়ার গার্ডেন হইতে নাগরিয়াকান্দি মেঘনা সেতু পার হইতে হয়, ম্যাপ কহিল কিমিখানেক দূরত্বে অবস্থিত। সেখানে পৌঁছানোর পর কিছু ছবি ।










এই ব্রীজ পার হয়ে সানফ্লাওয়ার গার্ডেন হতে গোল্ডেন স্টার পার্কে যাওয়া যায়।








মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:২৪

শায়মা বলেছেন: বাহ! এত রকম ফুলের সমারোহ!!!

০১ লা ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:২৫

প্রত্যাবর্তন@ বলেছেন: আলসেমি লাগ্লো, নাহয় আরো কিছু ফুলের ছবি দেয়া যেত ।

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩৮

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার সব ফুলের ছবি।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:০৫

প্রত্যাবর্তন@ বলেছেন: আনন্দিত হলাম বেশ।

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৩০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ফুলের ছবিগুলো চমৎকার!!!

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:০৮

প্রত্যাবর্তন@ বলেছেন: অনেক ধন্যবাদ।

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ফুলের মৌসুম । এখনকার গাঁদাগুলো কত বড় বড়। দেখলে। ছুঁয়ে দেখতে ইচ্ছে করে।

সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৪৮

প্রত্যাবর্তন@ বলেছেন: পোস্টে আসার জন্য আপনাকেও ধন্যবাদ।

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩৫

এইচ এন নার্গিস বলেছেন: সুন্দর

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:০২

প্রত্যাবর্তন@ বলেছেন: ধনেপাতা অগুনতি।

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১:৩১

এইচ এন নার্গিস বলেছেন: খুব সুন্দর সুন্দর ফুল

০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:১৪

প্রত্যাবর্তন@ বলেছেন: পুনরায় এসে উৎসাহ দেবার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার আরেকটি ফুল সংক্রান্ত পোস্ট দেখতে পারেন ঃ

একটি ফুলেল পোস্ট



আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.