![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চিন্তাবিদ। একজন দার্শনিক। ভালোবাসি নতুন বিষয় সম্পর্কে জানতে, চিন্তা করতে। যদিও আমার চিন্তা-ভাবনা দিয়ে কারও কিছু যায়-আসে না, তবুও আমি বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করি। আমি বলি কম, শুনি বেশি। কাজ করি কম, ভাবি বেশি।
ঈদের পরে কেমন আছেন সবাই? আমি আছি মোটামুটি। মন কিছুটা খারাপ। ১ সপ্তাহের বেশি হয়ে গেল, অথচ এখনও সামুর প্রথম পাতায় লেখার পারমিশন পেলাম না। ভেবেছিলাম টাইম ট্রাভেল নিয়ে ১টা পোস্ট দিব, কিন্তু উপরোক্ত কারণে আর দিতে পারছি না। আচ্ছা, প্রথম পাতায় লেখার পারমিশন দিলে কি এমন ক্ষতি হয়? যদি ব্লগের রুলস ভেঙ্গে কোন পোস্ট করি তখন না হয় একশন নিক। কি বলেন সবাই?
যাই হোক, আমি এইবার আমার বড়ভাবীর গ্রামের বাড়ীতে বেড়াতে গিয়েছিলাম। গ্রামের বাড়ী গাজীপুর কালিগন্জের অনেক ভিতরে, আওড়াখালী বাজার ছাড়িয়ে আরও অনেকখানি ভিতরে। গ্রামটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এখন মধুমাস। তাই আম, জাম, কাঠালের কোন অভাব ছিলো না। খুবই ভালো জাতের ও অত্যন্ত মজাদার কাঠাল ও জাম খেয়েছি। জামগুলো এত বড় বড় সাইজ ও এত মিষ্টি ছিল যে কি বলবো! আর কাঠাল গুলোও ছিল সেই মজা। সেই তুলনায় আম কিছুটা কম মজার ছিল (হয়তো মাটির গুণাগুনের কারনে)।
আর বাড়ির সামনে ছিল অনেক বড় বিল (যা আসলে ধানক্ষেত)। এখন বর্ষাকাল হওয়ায় ক্ষেতে পানি আসা শুরু হয়েছে। আর কিছুদিন পরে সম্পূর্ণ পানিতে তলিয়ে গিয়ে বিল হয়ে যাবে। তখন নাকি মানুষ নৌকা নিয়ে বিলে মাছ ধরতে নামে। সবার কাছে বিলের মাছ অনেক মজা লাগে (কিন্তু আমার কাছে একদমই লাগেনা)। আমি হচ্ছি শহরের পল্ট্রি মুরগি। তাই আমার কাছে ফার্মের জিনিসপত্রই ভালো লাগে।
যাই হোক, ভাবীর গ্রামের বাড়ীতে বেড়িয়ে মজা পেয়েছি। শুধু ২টা জিনিসের কষ্ট ছিলো। আর জিনিস ২টি ছিল একটি আরেকটির সাথে সম্পর্কিত। একটি হল অসহ্য রকমের ভ্যাপসা গরম। যা বুঝলাম, ঢাকা শহরে এমন ভ্যাপসা গরম নেই। গ্রমের বাড়ীতে চারিদিকে ঘন গাছপালা, বড় বড় গাছ থাকার কারনে এমনিতেই ঘরের ভিতরে বাতাস ঢুকে কম। তার উপরে ওই সময়ে বাতাসের কোন প্রবাহও ছিলো না। গাছের কোনও পাতাও নড়ত না।
আর দ্বিতীয়টি হল লোডশেডিং (গ্রাম বলে কথা)। একদিন রাতে একটু বৃষ্টি হল (যদিও বৃষ্টির পরও গরম কমেনি), আর অমনি বৃষ্টি শুরু হতে না হতেই লোডশেডিং! এই অসহ্য গরমে সেই যে কারেন্ট গেল, সারা রাতেও আর এল না (যদিও বৃষ্টি থেমে গিয়েছিল অনেক আগেই)! কারেন্ট এলো পরদিন দুপুরে! মাঝে সকালে অল্প সময়ের জন্য ২/১ বার এসেছিল, কিন্তু আবার চলে গিয়ে একেবারে দুপুরের দিকে এসেছিল। তার কিছুক্ষণ পরেই আমরা সেখান থেকে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দেই। এত আনন্দের মাঝেও এই স্মৃতিটুকু দুঃসহ বেদনা হয়ে রইল।
আপনাদের সবার ঈদ কেমন কাটলো?
১৩ ই জুন, ২০২৫ রাত ১১:৫৫
আধুনিক চিন্তাবিদ বলেছেন: হুম....প্রচুর গরম পড়েছে। আমার ব্লগে আসার জন্য ধন্যবাদ।
২| ১৮ ই জুন, ২০২৫ সন্ধ্যা ৭:৪২
মিরোরডডল বলেছেন:
ভ্রমণ ব্লগে কিছু ছবি দিলে ভালো লাগে।
গ্রামের কিছু ছবি দেয়া যেতো, বর্ষার বিল নিশ্চয়ই সুন্দর!
১৯ শে জুন, ২০২৫ সন্ধ্যা ৭:২৮
আধুনিক চিন্তাবিদ বলেছেন: হুম, আসলেই সুন্দর। তবে এখনও ভরা বর্ষা আসেনি। ভরা বর্ষায় বিল সবথেকে বেশি সুন্দর লাগে।
ছবি দিলে আসলেই ভালো হয়। কিন্তু আমি আসলে কখনই তেমন ছবি তুলি না, তাই দেয়া হয়নি।
আমার ব্লগে এসে ঘুরে যাওয়ার জন্য অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৩ ই জুন, ২০২৫ রাত ১০:৪৫
জুল ভার্ন বলেছেন: বেড়ানোর সুযোগ নাই, তবে পারিবারিক প্রয়োজনে এখন ঢাকার বাইরে। গরমে অতিষ্ঠ।