নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পর্কগুলো এমনি হয়; শুধু সময়ের প্রয়োজনে অল্প সময়ের জন্য,পার্থিব সম্পর্কগুলো চোখে দেখা এক বিবর্ণ শূন্যতা। [email protected]

প্রথমকথা

সুন্দর হউক এই পৃথিবী এবং পৃথিবীর মানুষ। মানব হউক মানবিক।আমি সাধারণ অর্ধেক শিক্ষিত মানুষ, কিছু নেই আমার পরিচয়। জীবনে চলার পথে শিখি অবস্থা দেখে বুঝি,আমার শখ লেখালেখি করা, তাই করতে চেষ্টা করি।

প্রথমকথা › বিস্তারিত পোস্টঃ

একান্ত নিজের কথা।। প্রথমকথা।।

০৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:০১


সুখ বলে যদি কিছু থাকে
তা শুধু আপেক্ষিক
পরস্পরের একান্ত ভাললাগা,ভালোবাসা
সত্যি ভালোলাগা ভালোবাসা বলে কিছু নেই
শুধু অন্ধকার ধোঁয়াশা।




সুখ বলে যদি কিছু থাকে
তা বুঝার নয়,নয় অনুভবের
শুধু অকারণে ক্ষনিকের ভাললাগা।


সর্বস্বত্ব সংরক্ষিত প্রথমকথা।।

মন্তব্য ২৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:২৪

সুমন কর বলেছেন: ভালো হয়েছে। আর কিছু দিতে পারতেন।

০৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৮

প্রথমকথা বলেছেন:





দাদা ভাললাগাতে পেরে ধন্য, দিতে পারতাম। পরের পোষ্টে দেবো। মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ০৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:২৮

এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন:




খুব সুন্দর দুইটি লেখা দিলেন, খুব অর্থবহ লেখা। কবিকে শুভেচ্ছা।

০৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৯

প্রথমকথা বলেছেন:




প্রিয় কবি মন্তব্যে অনুপ্রেরণা পেলাম। ভাললাগা জানবেন।
অশেষ ধন্যবাদ।

৩| ০৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩২

তৃতীয় পক্ষ বলেছেন:




ভাললাগা জানবেন, খুব সুন্দর লিখেছেন।

০৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪১

প্রথমকথা বলেছেন:





অনুপ্রাণিত হলাম। অশেষ ধন্যবাদ।

৪| ০৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:১৫

সাহসী সন্তান বলেছেন: ভাললাগা, ভালবাসা যদি নাইবা থাকবে; তাহলে তার পিছে এত ছুটে চলা কেন? আমার মনে হয়, ভাললাগা থেকেই মূলত ভালবাসা সূত্রপাত হয়; ভালবাসা থেকে ভাললাগা নয়!

কবিতা ভাল হইছে! শুভ কামনা জানবেন!

০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:০১

প্রথমকথা বলেছেন:




আপনার গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ। প্রিয় সাহসী সন্তান ভাই,আপেক্ষিকতার কারণে ছুটে চলা।
আর ছুটে চলায় একটা অন্যরকম মাদকতা আছে। মন্তব্যে অনুপ্রাণিত হলাম। অশেষ ধন্যবাদ। ভাল থাকবেন।

৫| ০৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:২২

দিশেহারা রাজপুত্র বলেছেন:

সত্যিই আপেক্ষিক। ভালো ছিল দুটোই।

০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:০৬

প্রথমকথা বলেছেন:



Dear Friends,
Of course, relative. Why the life of a man who wants to get to another. Affinity love the understanding, not feeling. The different intoxication.

৬| ০৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:১২

টাইম টিউনার বলেছেন: সবকিছু ভালো লেগেছে , কিন্তু সুখ নয় অনুভবের এই টুকু খটকা লাগলো, ধন্যবাদ এত সুন্দর একটা কথামালা উপহার দেবার জন্য ।

০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:১৮

প্রথমকথা বলেছেন:



Dear Friends,
In fact, do not feel happiness, not to touch him. However, happiness is a type of drug, the person who found it, and when he gets out of this intoxication is touches. Take hesitation, because it is against the rules of conventional! Very nice comments. Nice inspiration.

৭| ০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৫

মনস্বিনী বলেছেন: ভাল।

০৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০৭

প্রথমকথা বলেছেন:




খুব সুন্দর করে সংক্ষিপ্ত মন্তব্য করেছেন, ভাল লাগল।

৮| ০৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

রূপক বিধৌত সাধু বলেছেন: ওহো! বড্ড বাস্তবতার চিত্রই এঁকেছেন!

০৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২১

প্রথমকথা বলেছেন:





বাস্তবতা না ছাই, নিজের অভিব্যক্তিগুলো শুধু উপস্থাপন করা মাত্র। সুন্দর মন্তব্য করেছেন।
অশেষ ধন্যবাদ।

৯| ০৭ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৪১

খায়রুল আহসান বলেছেন: প্রথমটা বোঝা গেল, দ্বিতীয়টা নয়। সুখ তো বেশ অনুভব করা যায়, তবু এটাকে "অনুভবের নয়" কেন বলেছেন?
ইংরেজীতে করা প্রতি মন্তব্যগুলো পরিস্কার বোধগম্য হয়নি।

১৩ ই আগস্ট, ২০১৬ রাত ৮:২৬

প্রথমকথা বলেছেন:




প্রিয় কবি মন্তব্যে খুব অনুপ্রেরণা ও উৎসাহ পেলাম।
অশেষ ধন্যবাদ।

১০| ০৯ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:১১

সৈয়দ জায়েদ আহমদ বলেছেন: হৃদয় ছুঁয়ে গেলো, কবি।।
খুব সুন্দর লিখছেন।

০৯ ই আগস্ট, ২০১৬ রাত ৮:২১

প্রথমকথা বলেছেন: খুব ভাল লাগল আপনার অভিমত, সাথে থাকবেন সব সময়। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

১১| ০৯ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:১৩

সৈয়দ জায়েদ আহমদ বলেছেন: হৃদয় ছুঁয়ে গেলো, কবি।।
খুব সুন্দর লিখছেন।

১৩ ই আগস্ট, ২০১৬ রাত ৮:২৫

প্রথমকথা বলেছেন:




প্রিয় ভাই
অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

১২| ১২ ই আগস্ট, ২০১৬ ভোর ৫:২২

শুভ্র বিকেল বলেছেন: হুম ঠিকই বলেছেন। সুখ আপেক্ষিক।
শুভেচ্ছা জানবেন ধন্যবাদ।

১৩ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৩০

প্রথমকথা বলেছেন:




শুভ্র বিকেল ভাই
খুব ভাল লেগেছে আপনাকে দেখে, সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.