নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদা আমৃত্যু পূর্ন হবেনা জেনেও নিজ স্বার্থে মানবতার মুখোশ খুলে ফেলি। ভুলে যাই -মৃত্যুর আয়োজনই জীবন https://innalillahi.com/ pitamata.com/ bddesh.com/ ..

প্রতিদিন বাংলা

প্রতিদিনবাংলা

প্রতিদিন বাংলা › বিস্তারিত পোস্টঃ

‘ভূতের’ ভয়ে কলেজে মিলাদ,অর্থাৎ-শেষ আশ্রয় সেই আল্লাহ`য়

১৩ ই জানুয়ারি, ২০২২ ভোর ৫:৩৩

পত্রিকায় যা বলছে -
কুমিল্লা সরকারি মহিলা কলেজের পাশেই হোস্টেল। বেশ কয়েকদিন ধরে এই কলেজ হোস্টেলের মেয়েদের মধ্যে ‘ভূতের’ আতঙ্ক বিরাজ করছে। রাত হলে তারা অদ্ভুত শব্দ শুনতে পান। এ আওয়াজ সহজে বন্ধ হয় না। অদ্ভুত শব্দে গা শিউরে ওঠে ছাত্রীদের। আওয়াজ শুরু হলে রাতে সবাই জবুথবু হয়ে বসে থাকেন। এ অবস্থা চলতে থাকার একপর্যায়ে সোমবার সন্ধ্যায় হুজুর ডেকে হোস্টেলে মিলাদ পড়ানো হয়।

খোঁজ নিয়ে জানা যায়, হোস্টেলটির একটি ভবন পরিত্যক্ত অবস্থায় রয়েছে। নড়বড়ে ভবনটিতে বৃষ্টি হলে পানি ঢুকে পড়ে। বাতাস ও ভূমিকম্প হলে সবাই আঁতকে ওঠেন। অপরদিকে হোস্টেলের পূর্বদিকে বখাটেদের আনাগোনা রয়েছে। নবাব বাড়ি ও এর আশপাশে প্রায়ই প্রকাশ্যে গাঁজা খায় তারা। রাতেও সেখানে তাদের উৎপাত রয়েছে। যার কারণে শিক্ষার্থীরা অদ্ভুত শব্দ শুনে থাকতে পারে বলে অনেকের ধারণা।

বেশ কয়েকজন ছাত্রী কলেজ অধ্যক্ষের কাছে এ সমস্যার সমাধান চেয়েছেন বলে জানা গেছে। তবে কিছু ছাত্রীর ধারণা, এখানে আসলেই ‘ভূতের’ উৎপাত আছে!
কলেজ অধ্যক্ষ প্রফেসর জামাল নাছের জানান, মেয়েরা ভয় পায়, তাই মিলাদ পড়িয়েছি। পরিত্যক্ত ভবন ও বখাটেদের উৎপাতের বিষয়টি সঠিক নয় বলে তিনি মন্তব্য করেন ।
বিজ্ঞান অনেক দূর এগিয়েছে ,আধুনিকতা চূড়ান্ত পর্যায়ে ,যুক্তি তর্ক শেষ নাই। তবুও শেষ আশ্রয় সেই আল্লাহ`য় বিশ্বাস।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০২২ ভোর ৬:৫১

সোবুজ বলেছেন: বাড়ীর চার দিকে দশসের ওজনের চারটা তাবিজ পুতে রাখতে হবে।একশ মাইলের মধ্যে ভূত আসবেনা।

১৩ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:৩৪

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ। চেষ্টা করা যেতে পারে

২| ১৩ ই জানুয়ারি, ২০২২ সকাল ৭:৩৩

সাসুম বলেছেন: কলেজ অধ্যক্ষ প্রফেসর জামাল নাছের জানান, মেয়েরা ভয় পায়, তাই মিলাদ পড়িয়েছি। পরিত্যক্ত ভবন ও বখাটেদের উৎপাতের বিষয়টি সঠিক নয় বলে তিনি মন্তব্য করেন ।[/sb
আসল সমস্যা এই ডিনায়িবিলিটির যায়গাটাতে।

প্রিন্সিপাল খুব ভাল করেই জানেন- রাতে বাতাসে পুরাতন বিল্ডিং এর ভিত , দরজা , জানালা আর পিলার নাড়াচাড়া করে শব্দ করে। সেই সাথে গাঞ্জুটির দল গাঞ্জা খেয়ে হই হুল্লুর করে, উতপাত করে। এবং সে সব শব্দই ছাত্রীরা পেয়ে থাকে।

এই কারনে বাটপার প্রিন্সিপাল মিলাদ পড়িয়ে বাচতে চাচ্ছে। দোষ দিতে চাইছে বেচারা নিরীহ ভূতের উপর।

খালি জ্ঞান বিজ্ঞানে অগ্রসর হলেই এই অলৌকিকতা নামের ইলজিকাল জিনিষ থেকে মুক্ত হওয়া যাবে এমন না, আমাদের সততা ও সত্য বলার ইচ্ছা ও অভ্যাস যতদিন হবেনা ততদিন এই সব অলৌকিকতা আর আজগুবি মিথ চলতে থাকবে

১৩ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:৩৬

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ। (এই কারনে বাটপার প্রিন্সিপাল মিলাদ পড়িয়ে বাচতে চাচ্ছে।) এখানেও টাকা পয়সার গরমিল আছে

৩| ১৩ ই জানুয়ারি, ২০২২ সকাল ৮:২৬

বিটপি বলেছেন: মিলাদ পড়িয়ে ভূত তাড়ানো যায় - এরকম টোটকা অধ্যক্ষ পেল কোথায়? মিলাদ হল, সবাই জিলাপি খেল, হুজুর কিছু টাকা নিয়ে গেল। কিন্তু ভূত কি বিদায় হয়েছে? সেই আপডেট কোথায়?

১৩ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:৩৮

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ। আপডেট বিষয়ে তদন্ত কমিটি ধরণের কিছু চেষ্টা চলবে হয়তো !

৪| ১৩ ই জানুয়ারি, ২০২২ দুপুর ১২:১২

শায়মা বলেছেন: ভূতেদের জন্যও জিলাপী নৈবদ্য দেওয়া হোক।

১৩ ই জানুয়ারি, ২০২২ দুপুর ২:৪১

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ। ছাত্রীদের নতুন আবেদন প্রয়োজন

৫| ১৩ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:০১

ঋণাত্মক শূণ্য বলেছেন: ইসলামের কোথাও নাই যে ভুত বলে কিছু আছে। তাই ভুত তাড়াতে মিলাদও ইসলামে নাই।

১৩ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:৪৭

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।সহমত

৬| ১৩ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:২০

সাড়ে চুয়াত্তর বলেছেন: উহারা আসলে ভুত না জীন হবে। অনেক সময় জীন মানুষকে তুলে নিয়ে নিজেদের দেশে নিয়ে যায়। তাই কলেজের মেয়েদের সাবধানে থাকতে হবে। আর এই রকম মিলাদ মাসে অন্তত একদিন পড়া উচিত। কারণ সুন্দরী মেয়েদের কারণে নতুন নতুন জীনের আগমন হতে পারে। তবে ভালো ও পরহেজগার জীন পাত্র পাওয়া গেলে বিয়ে দিয়ে দেয়া যেতে পারে।

কলেজের অধ্যক্ষকে অনেক ধন্যবাদ এই ধরণের একটা সুন্দর আয়োজনের জন্য।

১৪ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:০৪

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।জ্বী,ভালো বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.