নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদা আমৃত্যু পূর্ন হবেনা জেনেও নিজ স্বার্থে মানবতার মুখোশ খুলে ফেলি। ভুলে যাই -মৃত্যুর আয়োজনই জীবন https://innalillahi.com/ pitamata.com/ bddesh.com/ ..

প্রতিদিন বাংলা

প্রতিদিনবাংলা

প্রতিদিন বাংলা › বিস্তারিত পোস্টঃ

বিশ্বের ৫ম অর্থনীতির দেশ পেশাদারিতেও রমজানকে সন্মান জানালো

২২ শে এপ্রিল, ২০২২ রাত ১০:৫৯

[ছবি Deutschlandfunk Sport টুইটার থেকে, ১১ এপ্রিল ২০২২]
এপ্রিলের শুরুতে রমজান শুরু হয়েছে এবং বিশ্বের কোটি কোটি মুসলমান এতে অংশ নিচ্ছেন।
জার্মান ফুটবল চ্যাম্পিয়নশিপ ম্যাচে অগসবার্গ এবং মেইঞ্জের মধ্যে খেলা চলার ৬৫ তম মিনিটে র সময় রেফারি ম্যাথিয়াস জোলেনবেক মুসলিম ফুটবলার মুসা নিয়াখাতেকে রমজানের রোজা ভাঙতে এবং ইফতার কোর সুযোগ দিতে ম্যাচটি বন্ধ করে দেন। এই প্রথমবার একটি জার্মান ফুটবলে খেলা বন্ধ করা হয়, যাতে একজন খেলোয়াড়কে রমজানের জন্য তাদের রোজা ভাঙতে পারেন। স্পোর্ট প্রতি। এই উদ্যোগটিকে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন স্বাগত জানিয়েছে এবং বলেছে যে, ভবিষ্যতেও এটি করা হবে। ইউরোপের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশ জার্মানি দ্রুত পরিবর্তিত হচ্ছে। তারা ইসলামের বিষয়ে অনেক বেশি উদারনীতি গ্রহণ করেছে।
আরো কিছু তথ্য ;-
গত শরৎ থেকে জার্মানির পাবলিক স্কুলে ইসলামের পাঠ চালু করা হয়েছে। যেসব স্কুলে অভিবাসী শিক্ষার্থী বেশি সেখানকার ক্যান্টিনগুলোতে হালাল খাবারের ব্যবস্থা করতে পাইলট প্রকল্প নেয়া হয়েছে। মুসলিম নারী ক্রীড়াবিদদের জন্য ‘বুরকিনি’ বা হিজাব পরার অনুমতি দেয়া হয়েছে। মসজিদের লাউডস্পিকার দিয়ে নামাজের আযান দেয়ার বিষয়টি অনুমোদন করা হয়েছে।
আরো কিছু তথ্য :-
১৯৫০ সালে, প্রায় ৮ লাখ মুসলমান পশ্চিম ইউরোপে বাস করত। ২০১৯ সালে, সেই সংখ্যা হয়েছে ৩ থেকে সাড়ে ত কোটির মধ্যে। পশ্চিম ইউরোপে মুসলমানের সংখ্যা বর্তমানে ৪৯ লাখ থেকে বেড়ে ২০৫০ সালে ১ কোটি ৪০ লাখ হবে। এবং জার্মানিতে, মোট জনসংখ্যার অনুপাতে মুসলমানের সংখ্যা ৬ দশমিক ১ শতাংশ থেকে ২০৫০ সালের মধ্যে ২০ শতাংশে দাঁড়াবে। সূত্র: ইসরাইল ন্যাশনাল নিউজ।
পানাহার এর ভিডিও
১১ এপ্রিল ২০২২ পানাহার এর ভিডিও

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০২২ রাত ১১:১৫

রাজীব নুর বলেছেন: এরকমটাই হওয়া উচিৎ।

২২ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৩২

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
ঠিক তাই

২| ২২ শে এপ্রিল, ২০২২ রাত ১১:১৯

জ্যাকেল বলেছেন: অন্যের মত, অন্যের ধর্মকে সম্মান না দিতে পারলে সভ্য দাবি করাই ভুল। জার্মান জাতি সভ্য বিধায় এটা করতে পারছে। আমাদের দেশে হিন্দুদের বেলায় এটা করলে দেখবেন মোল্লাদের দৌরাত্ম কোথায়!

২২ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৩৭

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
সহমত।
জুব্বা মুসলিমরাই,ইসলামকে বিতর্কিত করে

৩| ২২ শে এপ্রিল, ২০২২ রাত ১১:২৭

সোনাগাজী বলেছেন:



ইংরেজরা রোজার মাসে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানে এসে ক্রিকেট খেলার সময় মাঠে একটু খেয়ে দেখুক, তখন মজা টের পাবে।

২২ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৩৮

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
মন্দ বলেননি

৪| ২৩ শে এপ্রিল, ২০২২ রাত ১:৩৭

নূর আলম হিরণ বলেছেন: যাক জার্মানদের অনেক সওয়াব হবে। আল্লাহ হয়তো তাদেরকে বেহেস্তে যাওয়ার সুযোগ দিবে।

২৩ শে এপ্রিল, ২০২২ ভোর ৫:৫১

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ,ওরা অনেক পজেটিভ ,
আল্লাহ ভালো জানেন

৫| ২৩ শে এপ্রিল, ২০২২ ভোর ৫:০৫

রেজাউল৯৭ বলেছেন: কি বিচিত্র মানসিকতা।
নিজের মতের সাথে মিলে যাওয়ায় আপনি ইসরাইল ন্যাশনাল নিউজ থেকেও শেয়ার করছেন।

২৩ শে এপ্রিল, ২০২২ ভোর ৫:৫৭

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
এই মানসিকতা যেন আজীবন থাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.