নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদা আমৃত্যু পূর্ন হবেনা জেনেও নিজ স্বার্থে মানবতার মুখোশ খুলে ফেলি। ভুলে যাই -মৃত্যুর আয়োজনই জীবন https://innalillahi.com/ pitamata.com/ bddesh.com/ ..

প্রতিদিন বাংলা

প্রতিদিনবাংলা

প্রতিদিন বাংলা › বিস্তারিত পোস্টঃ

উন্নয়ন করছে সরকার,ঋণী হচ্ছে দেশ,ঋণশোধের দায় পাবলিকের

২১ শে মে, ২০২২ দুপুর ১:০৪

দেশ থাকবে ,পাবলিক থাকবে ,সরকার বা সরকার পরিচালকরা কখন কোথায় থাকবে তা তারাও জানে না,জানে সময়।
বড়ো বড়ো টাকার অংক মধ্যে আয়ের দেশের মধ্যো শিক্ষিত মানুষ বুঝেনা। তার প্রধান কারণ মিলিয়ন লক্ষ বিলিয়ন কোটি ট্রিলিয়ন লক্ষ কোটি ডলার টাকা সব মিলেমিশে মাথায় ভ্যাজাল করে। তাই এখানে শুধুই টাকা ও লক্ষ কোটি অনুযায়ী বলতে চেষ্টা করবো। সরকারের উন্নয়ন ,সরকার টাকা কোথায় কত পেয়ে ও কত ব্যায় করে কি করছে। টাকা পাবলিক কত ঋণী হচ্ছে।
আসুন মনে রাখার চেষ্টা করি।
[১০০% হুবহু ]
টাকার অংকে দেশের সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ। রাশিয়ার অর্থনৈতিক ও কারিগরি সহায়তায় বিদ্যুৎকেন্দ্রটি তৈরি করতে খরচ হচ্ছে ১ লাখ ১৩ হাজার ৯২ কোটি টাকা। এর মধ্যে ৯১ হাজার ৪০ কোটি টাকা ঋণ হিসেবে দিচ্ছে রাশিয়া। বাকি টাকার জোগান দিচ্ছে বাংলাদেশ সরকার।

কক্সবাজারের মাতারবাড়ীতে নির্মাণ হচ্ছে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র। ৫১ হাজার ৮৫৫ কোটি টাকা ব্যয়ে নির্মীয়মাণ এ বিদ্যুৎকেন্দ্রে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) ঋণের পরিমাণ ৪৩ হাজার ৯২১ কোটি টাকা।

চীনের ঋণে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত প্রায় ১৭০ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ করা হচ্ছে। নির্মাণ ব্যয় ৩৯ হাজার ২৪৬ কোটি টাকা। এর মধ্যে চীনের ঋণ ২১ হাজার ৩৬ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়ন হলে ঢাকার সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোয় সরাসরি রেল যোগাযোগ প্রতিষ্ঠিত হবে।

যানজট কমাতে ঢাকায় তৈরি হচ্ছে ছয়টি মেট্রোরেল লাইন। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত প্রথম লাইনটি (এমআরটি লাইন-৬) তৈরিতে ঋণ দিচ্ছে জাইকা। লাইনটি নির্মাণে খরচ হচ্ছে ২১ হাজার ৯৮৫ কোটি টাকা। এর মধ্যে ১৬ হাজার ৫৯৫ কোটি টাকা জাইকার ঋণ।

চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নতুন ডুয়াল গেজ রেলপথ তৈরি করা হচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ঋণে। এখন পর্যন্ত প্রকল্পটির নির্মাণ ব্যয় ১৮ হাজার ৩৪ কোটি টাকা। এর মধ্যে ১৩ হাজার ১১৫ কোটি টাকা এডিবির ঋণ। প্রকল্পটি বাস্তবায়ন হলে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেন পরিচালনা করা সম্ভব হবে।

জাইকার ঋণে যমুনা নদীতে বঙ্গবন্ধু সেতুর সমান্তরালে রেলওয়ের জন্য নির্মাণ করা হচ্ছে আলাদা সেতু। রেলসেতুটি তৈরি করতে খরচ হচ্ছে ১৬ হাজার ৭৮০ কোটি টাকা। এর মধ্যে জাইকার ঋণ ১২ হাজার ১৪৯ কোটি টাকা।

টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত ১৯০ কিলোমিটার মহাসড়কটি ধীরগতির যানবাহনের জন্য আলাদা লেনসহ চার লেনে উন্নীত করা হচ্ছে এডিবির ঋণে। সড়কটি তৈরি করতে খরচ হচ্ছে ১৬ হাজার ৬৬২ কোটি টাকা। এর মধ্যে ঋণের পরিমাণ ১১ হাজার ৬২৫ কোটি টাকা।
আমাদের বিদেশী ঋণ ও জিডিপি অনুপাত এখনো কম, ১৩ শতাংশের মতো। আমাদের সাবধান ও সতর্ক থাকা দরকার। যেহেতু মধ্যম আয়ের দেশে উত্তরণ ঘটেছে, ফলে সুদের পরিমাণও বাড়ছে। বিষয়গুলোকে আমাদের অবশ্যই বিবেচনায় নেয়া প্রয়োজন। বৈদেশিক ঋণ নিয়ে উন্নয়ন প্রকল্পের অগ্রাধিকার খাত ঠিক করতে না পারলে বা প্রকল্পের ব্যয় যৌক্তিকভাবে নির্ধারণ করতে না পারলে এসব অবকাঠামো থেকে ভবিষ্যতে জনতার দুর্দশা বাড়বে। ফলাফল জানা নাই ,ভবিষৎ বলবে। তাই বলতে চাচ্ছি :-
উন্নয়ন করছে সরকার,ঋণী হচ্ছে দেশ,ঋণশোধের দায় পাবলিকের।
দেখা যাচ্ছে যত উন্নয়ন হচ্ছে তার মূলধন বা টাকার যোগান হচ্ছে ঋণ নিয়ে ,যদিও এটাকে ধার করে ঘি খাওয়া বলা যাবে না

মন্তব্য ২৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০২২ দুপুর ১:১১

জুল ভার্ন বলেছেন: একটা প্রবাদ আছে- "গনি মেয়ার টাকা, মালিক বাদশা মিয়া"! সব কৃতিত্ব সরকার বাহাদুরের কিন্তু দায় দেনা আমজনতার।

২১ শে মে, ২০২২ বিকাল ৫:৫৮

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ,ভালো বলেছেন।
ইহাই গণতন্ত্র

২| ২১ শে মে, ২০২২ দুপুর ১:১৮

মোহাম্মদ গোফরান বলেছেন: সব দেশের ঋণ আছে।

২১ শে মে, ২০২২ বিকাল ৫:৫৯

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ,
যত উন্নত দেশ তত বেশি ঋণ

৩| ২১ শে মে, ২০২২ দুপুর ১:৫৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: ঋণ নেয়া খারাপ না যদি ঋণ উৎপাদনশীল কাজে ব্যবহার করা হয়ে থাকে এবং ঋণ পরিশোধের সামর্থ্য থাকে। বিশ্বের ধনী দেশগুলিই বেশী ঋণ করে।

বিশ্বে জাপানের ঋণের বোঝা সবচেয়ে বেশী। তাদের জিডিপির ২৫৭% ঋণ তারা নিয়েছে। জিডিপি অনুপাতে ইটালির ঋণ ১৫৯%। যুক্তরাষ্ট্রের ১৩৩%। সিঙ্গাপুরের ১৩৮%। কানাডার ১১০%। ফ্রান্সের ১১৬%। বেলজিয়ামের ১১৩%। পর্তুগালের ১৩১%। স্পেনের ১২০%। যুক্তরাজ্যের ৮৫%। কিছু গরীব দেশও অবশ্য ঋণ নিয়েছে অতি মাত্রায়।

বাংলাদেশের ৩৫% মাত্র। শ্রীলঙ্কার ৮৩%। ভারতের ৬৯%। পাকিস্তানের ৭৭%।

২১ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:০২

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ,
যত উন্নত দেশ তত বেশি ঋণ।
পরিশোধের পন্থা কি ,আছে ওদের মতো !
রেমিটেন্স ও সেলাই ছাড়া। কি আছে

৪| ২১ শে মে, ২০২২ দুপুর ২:০৭

সোনাগাজী বলেছেন:




নাগরিক হিসেবে আপনার ঋণ টিন আছে নাকি? কিছু পরিশোধ করেছেন?

২১ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:০৪

প্রতিদিন বাংলা বলেছেন: খেলাপি হয়েও বহাল থাকাই ঋণ গ্রহণকারীর সৌন্দয

৫| ২১ শে মে, ২০২২ দুপুর ২:৫৮

রাজীব নুর বলেছেন: ঋণ করে যদি দেশের ভালো হয় সেটা সমস্যা নয়। ঋণ শোধ করা যাবে। কিন্তু ঋণের টাকা যদি দূর্নিতি হয়, সেটা ভীষন দুঃখজনক।

২১ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:০৫

প্রতিদিন বাংলা বলেছেন: ঠিক বলেছেন
যত উন্নত দেশ তত বেশি ঋণ।

৬| ২১ শে মে, ২০২২ বিকাল ৩:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: [প্রায় হুবহু ] এটা থেকে আমাদের কি বুঝে নিতে হবে?

২১ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:২৩

প্রতিদিন বাংলা বলেছেন: প্রায় হুবহু প্রায় কপি
১০০% হুবহু এখন এডিট করে দিয়েছি
অহেতুক কথা
পরিসংখ্যান,সংখ্যা ,তত্ত্ব ,হিসাব নাম,ঠিকানা এগুলি সঠিক ও বিশ্বস্থ সূত্র থেকে পাওয়া গেলে সর্বদা হুবহু পেস্ট করে দেয়া উত্তম (উইন্ডোস,আইওএস,ওএস,....সম্ভবত এ জন্যই ব্যবস্থা রেখেছে ,আমার মত )
প্রধান কারণ ,তাতে সংখ্যার নর্চ বা শব্দের নড়চড় না হয়ে সহজ অর্থটাই প্রকাশ হবে। একই অর্থের লেখা আলাদা করে লিখার অর্থ হয়না ,সময়ের ও অপচয়।
ভাব প্রকাশের আলাদা কোনো কারণ নেই এসব স্থানে।
অনেক পন্ডিতগণ এটাকে কপিপেস্ট/কপিপোস্ট বলে,তাই ইদানিং হুবহু বা হুবহু পত্রিকা থেকে লিখে দেই।
কোথায় কখন কত কে কিভাবে এগুলি পোস্ট নয় পোস্টার অংশ যা পরিসংখ্যান। এবং পরিসংখ্যান হলো দলিল যা হুবহু।
আলাদা লিখা মানে ভুল বাড়ানো
সরো অহেতুক বকবক

৭| ২১ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন: বুঝতে পেরেছি।
তথ্যতো পরিবর্তণ করার কিছু নাই।

২১ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:৫০

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ,
ঐযে বললাম
পন্ডিতরা বলে বাংলা প্রতিদিন কপি পোস্ট (কপি পেস্ট হবে )করে ।
যদিও বলে দিয়েছি
একভাবেই লিখি লিখেছি লিখবো।

৮| ২১ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:১৮

অক্পটে বলেছেন: আমরা যে এত ঋণ নিলাম এর মধ্যে উৎপাদনশীল খাত কয়টা?

২১ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৪৭

প্রতিদিন বাংলা বলেছেন:
ধন্যবাদ ,
মানব উৎপাদন ,রপ্তানি ,রেমিটেন্স ,ঋণের সুদ পরিষদ ,আবার ঋণ

৯| ২১ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৪৮

জ্যাকেল বলেছেন: আমাদের এই ঋণ নিয়ে মেগা প্রজেক্ট যতটা নেওয়া হইছে ঐগুলার আউটপুট কি জানানোর কোন সম্ভাবনা আছে?

২১ শে মে, ২০২২ রাত ৮:৫০

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ,
জনতা থেকে জোর করে আদায়। যেমন -
পদ্মা সেতু -গলাকাটা টোল ,আমেরিকার চেয়ে বেশি
টোল নির্ধারণ -আমেরিকার সবচেয়ে বেশি রাউন্ড ট্রিপ ৩০ ডলার ,২য় সর্বোচ্চ ১৬ ডলার

১০| ২২ শে মে, ২০২২ সকাল ৯:২১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমাদের টাকায় সবকিছু হয় কিন্তু সরকারের কিছু কিছু লোক বলে ওরে চুবামু, ওরে ডুবামো, ওরে যেতে দিমুনা কারণ কি?

২২ শে মে, ২০২২ দুপুর ২:০৩

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
পাহারাদার(সরকার) মালিককে(জনতা) গুলি করে ,হাতের অস্ত্র বৈধ যা মালিক কিনে দেয়

১১| ২২ শে মে, ২০২২ সকাল ১১:৫৯

তানভির জুমার বলেছেন: যত বেশী প্রকল্প তত বেশী লুটপাট। উন্নয়ন কথা শুনলে মনে হয় তাদের নিজস্ব জমি বিকিয়ে জনগণ কে ফ্রি ফ্রি উন্নয়ন করে দিছে।

২২ শে মে, ২০২২ দুপুর ২:০৭

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
জ্বি।
তবে ঋণ করেই উন্নয়ন যদি পরিকল্পনা ও বাস্তবায়ন ঠিক হয়। আমাদেরতো গোড়ায় ই গলদ। ১০০ টাকার প্রকল্প শেষ হয় ২-৩গুন্ বেশি ব্যায় !!

১২| ২২ শে মে, ২০২২ দুপুর ১২:১০

বিটপি বলেছেন: উন্নয়ন এবং দূর্নীতি হল মাসতুতো ভাই। জনগণ মরুক আর বাঁচুক - এই দুই ভাইকে বাঁচিয়ে রাখতেই হবে।

২২ শে মে, ২০২২ দুপুর ২:০৮

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
সহমত
তবে ঋণ করেই উন্নয়ন যদি পরিকল্পনা ও বাস্তবায়ন ঠিক হয়। আমাদেরতো গোড়ায় ই গলদ। ১০০ টাকার প্রকল্প শেষ হয় ২-৩গুন্ বেশি ব্যায় !!

১৩| ২২ শে মে, ২০২২ দুপুর ১:১৪

খাঁজা বাবা বলেছেন: গত ১০ বছরে ঋণ বেড়েছে প্রায় ১০ গুন।

২২ শে মে, ২০২২ দুপুর ২:১০

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ
[২০১৪-২০১৫ থেকে ২০২০-২০২১ এর ব্যায় প্রায় তাই ]
তবে ঋণ করেই উন্নয়ন যদি পরিকল্পনা ও বাস্তবায়ন ঠিক হয়। আমাদেরতো গোড়ায় ই গলদ। ১০০ টাকার প্রকল্প শেষ হয় ২-৩গুন্ বেশি ব্যায় !!
সহমত

১৪| ২২ শে মে, ২০২২ দুপুর ২:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমজনতার কপাল খারাপ।

২২ শে মে, ২০২২ দুপুর ২:২৯

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ ,
আমৃত্যু পেরেশান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.