![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অপূর্ন স্বপ্ন গুলো উড়ে যায় আকাশে মিশে গিয়ে আকাশে হয়ে যায় মেঘ, তাই দেখে আমি বসে ভাবি একা... এতো স্বপ্ন অপূর্ন রয়ে যায় তবু কেনো থামেনা এই স্বপ্ন দেখা.....
যদি এমন হত
কেউ জানলো না আমার না থাকার কথা-
কার্নিশের চড়ুই গুলি ও জানলো না
জানলো না ভোরের নরম রোদ।
আমার খুব প্রিয় তারা গুলো জানলো না
জানলো না একলা আকাশ
জানলো না শালিকের দল,
ঝরা পাতারাও জানলো না
জানলো না বৃষ্টির জল...
আমার কবিতার খাতারাও জানলোনা না থাকার কথা,
জানলোনা কেউ ।
যদি এমন হত-
আমার খোঁজে এসে ফিরে যেত
খুব পরিচিত চেহারার কেউ,
কিংবা কেউ আসলোই না নিতে আমার খোঁজ ।
২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩২
আমার প্রতিকৃতি বলেছেন: অনেক ধন্যবাদ।
২| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৫৭
বোকা ইনদুর বলেছেন: সুন্দর তো !!!
২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৩
আমার প্রতিকৃতি বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৫
এরিস বলেছেন: যদি এমন হত-
আমার খোঁজে এসে ফিরে যেত
খুব পরিচিত চেহারার কেউ,
কিংবা কেউ আসলোই না নিতে আমার খোঁজ । ছোট্ট সুন্দর আবেগময় কবিতা। অনেক ভালো লাগলো।