![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অপূর্ন স্বপ্ন গুলো উড়ে যায় আকাশে মিশে গিয়ে আকাশে হয়ে যায় মেঘ, তাই দেখে আমি বসে ভাবি একা... এতো স্বপ্ন অপূর্ন রয়ে যায় তবু কেনো থামেনা এই স্বপ্ন দেখা.....
তারা বলে, ৭১-রে ৩ লক্ষের বেশি মানুষ মরেনি... আজ তারা বলে সেই রাতে হেফাজতিরা মরেছে ৩ হাজার... তারা ৭১-রে ২ লক্ষাধিক মা-বোনের সম্ভ্রম হারানোর প্রমান চায়। তবু আমি আজ তাদের কাছে ৩,০০০ হেফাজত কর্মীর মৃত্যুর প্রমাণ চাইব না। আমাদের একটি মৃত্যুও কাম্য নয়। একটি জীবনের মূল্যও অনেক।
আমি চাই না আমাদের প্রমান দেয়ার জন্য আজ কোন মাদ্রাসার কিশোর নিখোঁজ হোক। আমি চাই না কোন বালক আবারও মৃত্যুর মুখ-মুখি দাঁড়াক। আমি চাই না আর কোন যুবকের মুখে শুনতে তার বেঁচে আসার গল্প। চাই না আর রাজনৈতিক কোন উদ্দেশ্য হাসিলের জন্য কোন নিরীহ মানুষের মৃত্যু।
০৭ ই মে, ২০১৩ রাত ৮:৪৫
আমার প্রতিকৃতি বলেছেন:
২| ০৭ ই মে, ২০১৩ রাত ৮:৩৩
যোগী বলেছেন:
যে সকল কুত্তার বাচ্চার মাথায় এক বিন্দু হেফাজতি চিন্তা আছে সেই সকল কুত্তার নির্মম মৃত্যু আমার কাম্য। আর এটাই আমার অসাম্প্রদায়ীক দেশ প্রেমের বহিপ্রকাশ।
০৭ ই মে, ২০১৩ রাত ৮:৪৯
আমার প্রতিকৃতি বলেছেন: ভাই, এমনে বইলেন না.. মাথা ঠান্ডা করেন।
©somewhere in net ltd.
১|
০৭ ই মে, ২০১৩ রাত ৮:২৭
এইযেদুনিয়া বলেছেন: +