|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 প্রতীক মন্ডল
প্রতীক মন্ডল 
	ভিজুয়াল আর্টিস্ট! ছবি আঁকতে ভালোবাসি। ছবি আঁকা শিখতে ও শেখাতে ভালোবাসি।
আমি একজন শিল্পের ছাত্র। ছবি আঁকাআঁকি করেই বেশিরভাগ সময় কাটে। কিছু ছবি আপনাদের সাথে ভাগাভাগি করে নিতে চাচ্ছি। মন্তব্য করে জানাবেন কেমন হয়েছে। আজকের পর্বে সাদাকালো কিছু আর্টওয়ার্ক এর ছবি দিলাম পরবর্তী পর্বে রঙিন ছবি আপলোড করার চেষ্টা করব।
এই ছবিটি জলরঙে আঁকা। ব্ল্যাক এন্ড হোয়াইট প্র্যাকটিস করেছিলাম।
  
 
২। এটি পেন্সিলে স্কেচ করা।
 
৩। ইউটিউব চ্যানেলের টিউটোরিয়ালে এঁকেছিলাম।
  
 
৪। এটাও ইউটিউব এর জন্য আঁকা। সেটারই কভার ফটো এটি।
  
  
৫। ল্যান্ডস্কেপ প্রেকটিস করেছিলাম। এটিও পেন্সিলে স্কেচ করা। 
 
বি: দ্র: শিল্পকর্মের ছবিতে আমার প্রকৃত নাম থেকে থাকতে পারে। এখানকার নামের সাথে তফাৎ দেখে কেউ বিভ্রান্ত হবেন না।
ধন্যবাদ।
 ২ টি
    	২ টি    	 +১/-০
    	+১/-০  ১৫ ই অক্টোবর, ২০২১  রাত ১২:০৯
১৫ ই অক্টোবর, ২০২১  রাত ১২:০৯
প্রতীক মন্ডল বলেছেন: ধন্যবাদ ভাইয়া
©somewhere in net ltd.
১| ১৪ ই অক্টোবর, ২০২১  দুপুর ২:৪৪
১৪ ই অক্টোবর, ২০২১  দুপুর ২:৪৪
ইসিয়াক বলেছেন: বাহ! সুন্দর ছবি।
সামহোয়্যারইন ব্লগে আপনার পথচলা দীর্ঘ হোক।
হ্যপি ব্লগিং।