নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.bangladesh1971.org

এলেমেলো কথাবার্তা [email protected]

প্রত্যুৎপন্নমতিত্ব

আমার এই ব্লগএ কোন স্বাধীনতা বিরোধীর পদচারনা নিষিদ্ধ করা হৈল

প্রত্যুৎপন্নমতিত্ব › বিস্তারিত পোস্টঃ

সাদা সাদা কাঁশফুল, সাদামেঘর, ক্ষণিক বৃষ্টি ক্ষণিক - শরৎ

০৫ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:৩২

শ্বেত শুভ্র সাদা কাশফুলের নরম পালকে চড়ে বয়ে বেড়ায় ছোপ ছোপ মেঘ পল্লব। ক্ষনে ক্ষনে বৃষ্টির উচ্ছাস। উদ্বেলিত আমি... আপ্লুত আমি। লুটোপুটি বাতাসে হুল্লোর তুলে ছুটে চলে এদিক ওদিক। হাত বাড়িয়ে বাতাস ধরা। আহা .. আজ শরতের কাশের বনে.. হাওয়ায় লুটোপুটি... মন রয়না রয়না এই ঘড়েতে...



বৃষ্টির ছুপ ছাপ .. এই আছে এই নাই... উফফ... কেমন যেন ... ভাল লাগে না... আবার ভাল লাগে অবস্থা... সিঞ্জিতে কৈরা ডেটিং আসলেই জুশ হৈত ... কপাল এরেই কয়... সারাদিন অফিস কৈরা ডেটিং হৈব না :( ... এই মেঘলা ... দিনে একলা... ঘড়ে থাকেনা এ মন... ধুরো... ক্যান যে এইরম কামলা দেওন লাগে :( ...



আকাশ ছোয়া অফিসের সর্বোচ্চে অবস্থান করে পিপিলিকার মতো হেটে যাওয়া পথের মানুষগুলোকে সব সময় হিংসা হয়। ক্যান যে ওদের মতো ঘুড়ে বেড়ানোর স্বাধীনতা নেই :(। কয়েকটা টাকার কাছে জীবন জিম্মি। জীবিকার সন্ধানে প্রতি মূহুর্তে নিজেকে বিক্রি করি বাজার দামে।



সময় যেন কাটে না... বড় একা একা লাগে... বউটা আমার... শহরের এমাথা ওমাথা... অনেক দুরে... ০১৯১১..... তোমাকে অনেক মিসিং.... আর কয়েক্টা দিন ধৈর্য্য ধরার আকুতি... ভাল লাগেনা :(



বন্ধুর উচ্ছাস দেখে আমি শরৎ এর সাদা শ্রুভ্র নিলাকাশ দেখিনা

বন্ধুত্বের উচ্ছাসে অমন নিল সাদাকাশ আর কাঁশ বন লুটোপুটি খায়--

আমার চারপাশে---





ছবি কৃতজ্ঞতা : ইন্টারনেট

মন্তব্য ১৫ টি রেটিং +৩/-১

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৩৪

অপ্‌সরা বলেছেন: লেখাটা একটু কষ্টঘেসা হলেও ছবিটা অপূর্ব!!!মন ভালো করে দেওয়া।

২| ০৬ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:০১

ইউনুস খান বলেছেন: জীবিকার সন্ধানে প্রতি মূহুর্তে নিজেকে বিক্রি করি বাজার দামে।

৩| ০৮ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:১০

মাহবুব সুমন বলেছেন: হায়রে বউ পাগলা ;) বিয়ার আগেই বউ বউ ......খবর আচে বাহে

৪| ০৮ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৫

নিবিড় বলেছেন: ভাল লাগলো

৫| ০৯ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:০৩

অক্ষর বলেছেন: বুঝি নাই, সহজ কৈরা লেইখেন এর পর থিকা

৬| ০৯ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:১৬

প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: আরে এইটা তো ব্লগে দেই নাই... শুধু নিজের ব্লগে রাখছিলাম :(

৭| ০৯ ই নভেম্বর, ২০০৮ দুপুর ২:৪৯

অক্ষর বলেছেন: কাম দেখছেন পোলাপানগো, কেমনে খুইজা খুইজা বাইর কর্ছে

১০ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:১১

প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: হাহাহাহাহ

তাইতো দেক্তাছি :)

৮| ১০ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:৪৩

লীনা ফেরদৌস বলেছেন: ভাল লাগল। নতুন জীবন কেমন কাটছে?

১০ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:১১

প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: টক - ঝাল - মিষ্টি :)
ক্যামন আছেন?

৯| ১০ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৩:১৩

বাবুয়া বলেছেন:
খুব সুন্দর লিখেছেন। সেই সঙ্গে অপুর্ব সুন্দর ছবিটা যথার্থ!

১০| ১৩ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৪৭

রাশেদ বলেছেন: হুমম...

১১| ১৩ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৩৫

শত রুপা বলেছেন: কেমন কাটছে নতুন জীবন?

১২| ১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৩৮

কাল্পনিক বলেছেন: প্রত্যুৎপন্নমতিত্ব: জে.সি. বোস ইন্সটিটিউট এর পিছে কিছুদুর গেলে একটা বাধানো ঘাট পড়ে। তার পাশেই যে বাড়ি (পাকা বাড়ি) সেটা আমাদের।

আপনাদের নানাবাড়ির ঘাটটা সুন্দর (আমাদেরটার মতোই), একবার চাচাতো ভায়ের সাথে গিয়েছিলাম; কিন্তু আমি শহরে মানুষ হওয়ায় কাউকেই খুব একটা চিনি না।

আপনার নানা/মামার নাম কি? ওইটা কি দারোগা-বাড়ি হিসেবে পরিচিত?

ভালো থাকুন।

১৫ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:৪৭

প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: হু... দারোগা বাড়ি।
তরুন ভাইরে চিনেন? তরুন ভাই হৈল আমার মামা ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.