![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উপস্থাপক : স্যার, কেমন আছেন?
স্যার ফরহাদ রেজা : ভালো না, দেনাদার টাকা ফেরত দেয় না।
দর্শক জনগণ : পিডা হালারে!
উপস্থাপক : case করেন স্যার। অল্প টাকা না বেশি?
স্যার ফরহাদ রেজা : অনেক টাকা। কিন্তু কেস করা যাইব না। ঘাপলা আছে, ডকুমেন্ট নাই। আমি আগেই কইছিলাম "বাধ ভাইঙ্গা যাইব" থুক্কু "প্রস্তুতি match আমারে দিয়া খেলাইস না।" তিনি আমার কথা রাখলেননা, তিনি রাখলেন ভোটকু সাহেবের কথা। এখন আমাকে নামায় না, আমার টাকাও ফেরত দেয় না।
দর্শক জনগণ : পিডা হালারে!
উপস্থাপক : কে দেয় না স্যার?
স্যার ফরহাদ রেজা : এইটাও বলে দিতে হপে ? এই জন্যই আমাদের মাল সাহেব আপনাদের মাথার মাল নিয়ে জাতির বিবেকের কাছে প্রশ্ন করেছেন। আপনাদের ক্লাস নিতে চেয়েছেন।
দর্শক জনগণ : পিডা হালারে!
উপস্থাপক : হংকং -এর সাথে হেরে আপনার অনুভুতি কি?
স্যার ফরহাদ রেজা : আগে বলেন আপনি মুন্নি শহর এর কি হন?
উপস্থাপক : জি আমি মুন্নি শহরের ছাত্রলীগ।
দর্শক জনগণ : উপস্হাপক হালারেও পিডা !
স্যার ফরহাদ রেজা : Good, আপনি নিশ্চয়ই জানেননা হংকং আসলে হংকং না এইটা পাকিস্থানের বিদ্রোহী প্রার্থী। আপনি নিশ্চয়ই আরো জানেননা ১৯৭১ আর ১৯৯৯ এর পরে আমরা পাকিস্থানকে হারাতে পারছিনা। সবই তার লীলা খেলা। তারপরেও আমার অসাধারণ নৈপুন্যে আমরা সম্মানজনক পরাজয় পেয়েছি, আর এতেই আমরা খুশি।
দর্শক জনগণ : রাখ তোর সম্মানজনক পরাজয়। আর তো সহ্য করা যায় না। পিডা হালারে!
উপস্থাপক : আমরা উন্নত জাতি, সেরা জাতি আসেন শৃঙ্খলিত হই।
স্যার ফরহাদ রেজা : (দৌড়াতে দৌড়াতে V চিহ্ন দেখিয়ে ) আমি ফরহাদ রেজা আর স্যার ফরহাদ রেজা এক না।
২| ২৮ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৩৪
মুদ্দাকির বলেছেন: পিডা হালারে
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০১৪ দুপুর ২:১৭
রাজীব বলেছেন: পিডা হালারে..