| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তিলোত্তমা!
তোমার মত এই ঢাকা শহরকে বড্ড ভালোবেসে পেলেছি।
ভালোবেসে পেলেছি সময়ে অসময়ে বাধা এই শহরের রাস্তার যানজট কে।
ভালোবেসে পেলেছি প্রত্যেক মোড়ের রিক্সার বেলের ক্রিং ক্রিং শব্দ কে আর ফুটপাতের ঐ টং দোকানের চা কে।
আমি সময় ফেলে বারংবার ছুটে যায় ভালোবাসার শহরে রাস্তার মোড়ের রিক্সার বেলের ঐ ক্রিং ক্রিং শব্দ শুনতে শুনতে ফুটপাতে দাঁড়িয়ে এক কাপ চা খেতে খেতে দেখতে সময়ে অসময়ে বাধা যানজটকে।
আমি তোমার কথা শুনতে পায় রাস্তার মোড়ের রিক্সার বেলের
ঐ ক্রিং ক্রিং শব্দে আর খুজে পায় তোমাকে সময়ে অসময়ে বাধা যানজটের মাঝে।
০১ লা মে, ২০২০ দুপুর ১:১১
ঊকিল বাবু বলেছেন: ধন্যবাদ ![]()
২|
০১ লা মে, ২০২০ দুপুর ২:১৫
রাজীব নুর বলেছেন: প্রানবন্ত।
০৫ ই মে, ২০২০ রাত ২:৪৭
ঊকিল বাবু বলেছেন:
©somewhere in net ltd.
১|
০১ লা মে, ২০২০ দুপুর ১২:৩৭
নেওয়াজ আলি বলেছেন: দারুণ লেখা। ভালো থাকুন।