![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাবলিক শুধু বাঁশ খায় না, সুযোগ ফেলে বাঁশ দিতেও জানে। সাধু সাবধান।
সামুতে গত কয়েক বছর ধরে বিভিন্ন ধরণের লেখা পড়ে আসছি। প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কত ধরনের লেখা পোষ্ট হয়। ভালো লাগে আবার খারাপও লাগে। তবে ভালো লাগার পরিমান একটু বেশী। তাই যতই ব্যস্ত থাকি প্রতিদিন কিছুটা সময় সামু থেকে অতিবাহিত করি। এভাবেই আস্তে আস্তে সামুর প্রতি ভালোবাসা বেড়ে যায়। এই ভালোবাসা থেকে মনের অজান্তে একটি আইডি খুললাম। জানিনা সামুর নীতিমালা মেনে কতদিন পরে পূর্ণতা পাব।
যতদিনই লাগুক, অপেক্ষায় থাকবো। শিরোনামটাই আবার বলি :- জন্মেছি যখন এই পৃথিবীতে, বেড়েও উঠবো এই পৃথিবীতেই।
©somewhere in net ltd.