নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাবলিক শুধু বাঁশ খায় না, সুযোগ ফেলে বাঁশ দিতেও জানে। সাধু সাবধান।

পাবলিকের কথা

পাবলিক শুধু বাঁশ খায় না, সুযোগ ফেলে বাঁশ দিতেও জানে। সাধু সাবধান।

পাবলিকের কথা › বিস্তারিত পোস্টঃ

ভোটের বাড়ে (ওজনে) আওয়ামী লীগের টাইটানিক ডুইবা যাচ্ছে!!!

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩১

আবার প্রমানিত হল, সংবিধান অনুসারে মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনার অধীনে নির্বাচন হলে, নির্বাচন কতটা সুষ্ঠ শান্তিপূর্ণ, কম টাকা খরচ করে, পোষ্টার ব্যানার ফেষ্টুন এবং নির্বাচনী প্রচারণা ছাড়াই নির্বাচনে জয়লাভ করা যায়। শুধু নিন্দুকেরাই বলে আওয়ামী লীগের জনপ্রিয়তা দিন দিন কমে যাচ্ছে। আরে বেকুবের দল, আওয়ামী লীগের জনপ্রিয়তা যদি কমেই যেত, তাহলে কি বাংলাদেশ আওয়ামী লীগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫১ পাশ করতে পারতো???? কিরাম জনপ্রিয় দল হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংখ্যা গরিষ্টতা পাওয়া যায় তা এইবার আওয়ামী লীগ পাবলিকের চোখে বুলেট মেরে দেখিয়েছে। শুধু ভোটের বাড়ে টাইটানিক ডুইবা যাচ্ছে দেখে আওয়ামী লীগ থেমেছে, তা না হলে দেখতা ৩০০ আসনের ভোটই আওয়ামী লীগের টাইটানিকে পড়ত। বিদেশী পর্যবেক্ষকরা বলেছেন ১৫০% র বেশী ভোট পরেছে। সারা বিশ্বে সুষ্ঠ নির্বাচনের যত রেকর্ড আছে আওয়ামী লীগ এই বার সবাইরে পিছনে ফেলে রেংকিংয়ে নাম্বার ১। খবর পাওয়া যাচ্ছে আওয়ামী লীগের এ বিশাল সাফল্যে গ্রিনেস বুকে বাংলাদেশ আওয়ামী লীগের নাম লেখানোর জন্য গ্রিনেস বুক কর্তৃকপক্ষ ইতিমেধ্য নতুন ছাপাখানা খুলেছে। এদিকে আবার অস্কার কর্তৃপক্ষও নাকি এইবারের একদলীয় নির্বাচন নামক ফিল্মটিকে অস্কার জন্য মনোনীত করেছে। অস্কার কর্তৃপক্ষ চিন্তা করছে যদি বাংলাদেশ আওয়ামী লীগ সব বাধা বিপত্তি দুর করে অস্কার পুরস্কারটি জিতে যায়, তাহলে তারা অস্কারের ট্রপি হিসেবে একটা ঐতিহাসিক কাঠের নৌকা দিবে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ নাকি আপত্তি জানিয়েছে যে, নৌ্কা দিলে ২টা দিতে হবে। কারণ ভিশন ২১ এর নির্বাচনে আমরা যে ভোট পাব তা ২ নৌ্কায়ও জায়গা হবে না। প্রয়োজন হলে কিছু টাকা দেব তবুও নৌকা ২টা দিতে হবে।





মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: নৌ্কা দিলে ২টা দিতে হবে। কারণ ভিশন ২১ এর নির্বাচনে আমরা যে ভোট পাব তা ২ নৌ্কায়ও জায়গা হবে না। প্রয়োজন হলে কিছু টাকা দেব তবুও নৌকা ২টা দিতে হবে। ৎ


সেইরাম!!!!!!!!!!!!

ফটুকে ও সেরাম.....++++++++++++

২| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৩

শেরশাহ০০৭ বলেছেন: :-P :-P :-P

৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০১

হাসিব০৭ বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

সৈরাচার নিপাত যাক
মৌলিক অধিকার মুক্তিপাক

৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হাসিব০৭ বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

সৈরাচার নিপাত যাক
মৌলিক অধিকার মুক্তিপাক


++++++++++

৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪২

উপপাদ্য বলেছেন: ভাই টাইটানিকের শেষ দৃশ্যটা মনে আছে।

লিওনার্ডো আর কেইট কিভাবে একজন আরেকজনকে জড়াজড়ি কর নিমজ্জিত হয়েছিলো।

আশারাখি, লেডি হিটলার ও তার প্রেম মনমোহন সিংয়েরও একই অবস্থা হবে

৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৫

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: আওয়ামি লীগে রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গেছে,তাদের নিঃশ্বাস আজ নাকের ডগায় চলে এসেছে তাই প্রশাসন নামক অক্সিজেন নিয়ে বেঁচে আছে।

৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৫

মহাত্যাঁদড় বলেছেন: বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিতদের যারা হিংসা করছেন তাদের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.