![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভারত আমাদের কাছ থেকে সবই নিয়েছে ।দেয় নাই কিছু । সরকার প্রধানরা ভারত তোষনে ব্যস্ত । তিস্তার পানি দেবে না, ন্যায্য জমি দেবে না, সীমান্তে হত্যা বন্ধ করবে না আবার বন্ধুত্বের দোহাই দিয়ে সারাদিন এটা চাই ওটা চাই করবে তা তো হবে না.....বন্ধুত্ব এক পেশে হয় না সত্যি বলেছেন ওবায়দুল কাদের। একজন ওবায়দুল কাদের ভারতকে সে কথাগুলো বলেছেন যা বাংগালীর মনের কথা।
নয়া দিল্লির দেয়া বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় ভারতের ডেপুটি হাইকমিশনারের সামনেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “ভারতকে মনে রাখতে হবে, আমাদেরকেও আমাদের জনগণের কাছে জবাবদিহি করতে হয়। বন্ধুত্ব ওয়ান সাইডেড (একপাক্ষিক) হয় না।”
বুধবার রাজধানীর পলাশী মোড়ে জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধন অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন। ভারতের ডেপুটি হাইকমিশনার সন্দ্বীপ চক্রবর্তী এ সময় উপস্থিত ছিল।
ওবায়দুল কাদের বলেন, “শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ভারতের প্রতি বন্ধুত্বের উদার হস্ত প্রসারিত করেছেন। তাদের কাছ থেকেও আমরা সৎ প্রতিবেশীমূলক আচরণ আশা করব।”
তিস্তা ও সীমান্ত চুক্তি না হওয়া প্রসঙ্গে তিনি বলেন, “হিন্দীভাষী অঞ্চল থেকে এই বাধা এলে একটা কথা ছিল। আমরা এভাবে ব্যথা পেতাম না। কিন্তু আমাদের নায্য হিস্যা আদায়ের এই বাধা এসেছে বাংলাভাষী অঞ্চল থেকে।”
তিনি বলেন, “এপার বাংলা-ওপার বাংলা বলে যখন আমরা শান্তি পাই, সাবেক পূর্ব বাংলা আর পশ্চিম বাংলা বলে যখন আমরা অনুপ্রেরণা লাভ করি। তখন পশ্চিম বাংলার এই আচরণ প্রত্যাশিত নয়।”
মন্ত্রী বলেন, “বাংলাদেশের হিন্দুদের আমরা সংখ্যালঘু হিসেবে দেখি না। তাদের সব দাবি পূরণের চেষ্টা করি। কিন্তু ভারতের মুসলমানদের সেভাবে দেখা হয় না।
সুত্র
২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৮:৩৫
পুকুরপাড় বলেছেন: হা হা
কি বুঝাইলেন ভাই ।
২| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১:৪১
আরিফ আহমেদ বলেছেন: যেই সরকারই আসুক ওবায়দুল কাদেরকে মন্ত্রী হিসেবে দেখতে চাই
৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১:১৩
পুকুরপাড় বলেছেন: এমন মন্ত্রি দরকার আছে
৩| ২৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:২৬
Birds Lover বলেছেন: arif_ahamed বলেছেন: যেই সরকারই আসুক ওবায়দুল কাদেরকে মন্ত্রী হিসেবে দেখতে চাই
agree .......
৪| ২৯ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৩১
***হাফিজ*** বলেছেন: আমাদের নায্য হিস্যা আদায়ের এই বাধা এসেছে বাংলাভাষী অঞ্চল থেকে
.......................।
মমতার মমতা ক্ষমতার যাওয়ার পরে তার সাথে পল্টি নিছে
৫| ২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৮
জাহাজ ব্যাপারী বলেছেন: স্বার্থপর ও হীনচেতা ইন্ডিয়া বন্ধুত্ব ও মৈত্রীর নতুন সংজ্ঞা শিখিয়েছে বাংলাদেশকে। এদেশীয় দালালেরা জাতীয় স্বার্থ বিকিয়ে দিয়ে ওদের পদলেহন করতে পেরে যারপরনাই আত্মতৃপ্ত।
দেখুন ওদের বন্ধুত্বের নমুনা - Click This Link
©somewhere in net ltd.
১|
২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৮:২৬
ভ্রমন কারী বলেছেন: বাল সরকারের ভালো মন্ত্রী।