| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুলক20
আমি নিজেকে খুব সাধারণ মনে করি।বন্ধুদের সাথে আড্ডা দিতে পছন্দ করি।আমি স্বপ্ন দেখতে ভালবাসি,স্বপ্ন দেখি একদিন আসবে যেদিন আর কোনো শিশু রাস্তায় ভিক্ষা করবে না।
বানের জলে ভেসে এসেছি,
বানের জলেই ভেসে যাবো
তোমরা আমায় যাই বলো
আমি শুধু হেসেই যাবো।
তোমরা আমায় নিয়ে মজা করো
আমার সাথে অভিনয় করো
আমার কোনো কষ্ট নেই,দুঃখ নেই
আমি চিরকাল তোমাদেরই রবো।
তোমরা মনের সুখে প্রেম করো
দুঃখ পেলে আমায় বলো
আমি সবার, আমি একা
আমি শুধু একাই রবো।
তোমরা শুধু তোমাদের ভাবো
অবসর পেলে আমায় ডাকো
যেদিন আমি চলে যাবো
কষ্ট করে দুমুঠো মাটি দিও।
আমি বানের জলে ভেসে এসেছি
আমি বানের জলেই ভেসে যাবো। (পুলক হাসান-11.01.13)
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯
পুলক20 বলেছেন: লেখাটা সুন্দর।এটা কার লেখা??
২|
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩০
এহসান সাবির বলেছেন: ভালো লেগেছে।
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪০
পুলক20 বলেছেন: ধন্যবাদ ভাই।
৩|
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০১
ফালতু বালক বলেছেন: বানের জলে ভেসে এসেছি,
বানের জলেই ভেসে যাবো
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৯
পুলক20 বলেছেন: যাইতে দিমু না ![]()
৪|
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৭
মাক্স বলেছেন: সুন্দর। ২য় ভালোলাগা।
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৩
পুলক20 বলেছেন: ধন্যবাদ ভাই
৫|
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩০
পুলক20 বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩০
কবীর হুমায়ূন বলেছেন: আসছি যখন ধরার মাঝে
মত্ত রবো কিছু কাজে
ভালবাসায় তোমার প্রেমে
মর্ত্যলোকে আসছি নেমে।