নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরাতন বাতিঘর

পুরাতন বাতিঘর

পুরাতন বাতিঘর

পুরাতন বাতিঘর › বিস্তারিত পোস্টঃ

নিষ্কর্মা !

০৭ ই জুলাই, ২০১৫ রাত ২:৫৮

ছোটবেলা থেকে শুধু কম্পারিসন। স্কুলে পড়লে কার স্কুল সবচেয়ে ভাল, যদিও স্কুলের নামে সরকারি থাকলে অধিকাংশ ক্ষেত্রে নাক সিটকায়। কলেজে উঠে কার কলেজ সবচেয়ে ভাল, এখানেও সরকারি কলেজের নামে একটু নাক সিটকানি থাকে। বিশ্ববিদ্যালয়ে উঠে কারটা সবচেয়ে ভাল। এখানে আর অবশ্য সরকারি নামে কেউ নাক সিটকায় না। এখানে যারা সরকারিতে পরে তারা এগিয়ে। তাই বলে কি বেসরকারিতে যারা পড়ে তারা একেবারেই ফেলনা ?

সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে নিঃসন্দেহে মেধাবী ছেলেমেয়েগুলো পড়ে। কিন্তু বেসরকারি কি গরু-গাধার খামার ? এখানে কি কেবল পয়সাওয়ালাদের মার্কামারা দুলাল-দুলালিরা পড়ে ?

একটা সময় ছিল যখন ভাগ্যদোষে যেই ছেলেমেয়েগুলো সরকারীতে চান্স পেত না, তারা বেসরকারিতে পড়তে আসত। উদ্দেশ্য খুব মহৎ। সরকারীতে চান্স হয়নি তাই বলে মূর্খ তো থাকতে পারি না, ডিগ্রি দরকার একটা। নিজের পায়ে দাঁড়াতে, কয়টা টাকা উপার্জন করতে। সরকারীতে সুযোগ হয়নি বলে আঙ্গুল চুষলে তো হবে না।

কিন্তু এই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো, যেগুলো একসময় কিছু অন্ধের যষ্টি হয়ে ছিল, আস্তে আস্তে হয়ে গেল টাকা বানানর মেশিন। সরকার যাদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে পারলেন না তারা হল এদের খ্যাপ। এদের হাতে পড়ে এই শিক্ষার মান নামতে থাকল। এমন যে নিজেদের তৈরি করা সবচেয়ে ভাল শিক্ষার্থীকেই তারা শিক্ষক হিসাবে নিয়োগ দিতে অস্বীকার করত।

তারপর যখন বাজারে এই টাকা বানানর কারখানা অনেক হয়ে গেল, তখন এরা নিজেদের উপযোগিতা প্রমাণ করতে শিক্ষার্থীদের উপর খড়গ চালাল। এর নাম সিজিপিএ খড়গ। দেখাতে লাগল, দেখ, আমাদের এখানে পড়া কঠিন কারণ কেউ সহজে পার পায় না। কাজেই আমাদেরটা ষ্ট্যাণ্ডার্ড।

এইসব সরকারি-বেসরকারি যুদ্ধ আর কম-বেশি সিজিপিএ এর মধ্যে যে কতগুলো ছেলেমেয়ের কষ্ট, পরিশ্রম, অধ্যাবসায় হারিয়ে যায়, কত বাবা-মার তিলেতিলে জমানো টাকা, চোখ ভরা স্বপ্ন ভেসে যায়, কতগুলো কাহিনী যে অসমাপ্ত থেকে যায় আর কত দীর্ঘশ্বাস যে জমে না পাওয়ার পাহাড় হয় তার খবর কে রাখে।

এইসব তথাকথিত নিষ্কর্মা মানুষগুলোর কেন কোন ঈশ্বর থাকে না ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.